Published Date : 20-08-31
203 Views
- “বুড়ো শালিখের ঘাড়ে রো” প্রহসন কার লেখা – মাইকেল মধুসূদন দত্ত
- বিমল কর সৃষ্ট গোয়েন্দার নাম কী – কিঙ্করকিশোর রায়
- যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আর্শিবাদ পেয়েছিলেন তার নাম কী – নটী বিনোদিনী
- “সন্দেশ” প্ত্রিকার সম্পাদক কে ছিলেন – সত্যজিৎ রায়
- “পদাতিক” কাব্যগ্রন্থ কার লেখা – সুভাষ মুখ্যোপাধ্যায়
- বাংলা ভাষায় চতুর্দশপদী প্রথম কে রচনা করেছিলেন – মাইকেল মধুসূধন দত্ত
- প্রথম অভিনীত বাংলা নাটকটির নাম কী – কুলীন কুলসর্বস্ব
- বিখ্যাত চিত্রশিল্পী উদয়শঙ্কর একটি ছবি পরিচালনা করেছিলেন তার নাম কী – কল্পনা
- “ফরিক অফ জঙ্গিরা” কাব্যটি কার লেখা – ডিরোজিও
- প্রতিটি বেদের কটি অংশ – চারটি
- ‘নবকুমার কবি’ কার ছদ্মনাম – সত্যেন্দ্রনাথ ঠাকুর
- তারাশঙ্কর বন্দোপাধ্যায় কোন বইটির রচনার জন্য ‘জ্ঞানপীঠ’ পুরস্কার পেয়েছিলেন – গণদেবতা
- শেক্সপীয়র মোট কতগুলি নাটক লিখেছেন – ৩৮ টি
- কবি জীবনানন্দ দাশ কবে সাহিত্য ‘একাডেমি পুরস্কার’ পেয়েছিলেন – ১৯৫৫ সালে
- শরৎচন্দ্রের “দেনাপাওনা” উপন্যাসের নাট্যরূপটির নাম কী – ষোড়শী
- শরৎচন্দ্রের ‘পল্লীসমাজ’ উপন্যাসটি কোন পত্রিকার ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল – ভারতবর্ষ
- “চৈতন্য চরিতামৃত” কার লেখা – কৃষ্ণদাস কবিরাজ
- প্রথম সংস্কৃত মহাভারত কে বাংলা গদ্যে অনুবাদ করেন – কালীপ্রসন্ন সিংহ
- কার পিতৃদত্ত নাম হল প্রবোধকুমার – মানিক বন্ধ্যোপাধ্যায়
- বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি – কৃষ্ণকুমারী