বায়ুমণ্ডল সম্বন্ধীয়
Published Date : 21-01-20
494 Views

 

পৃথিবীর চারপাশে ঘিরে থাকা যে অদৃশ্য গ্যাসীয় আবরণ ,অতি সূক্ষ সূক্ষ ধূলিকণা ও জলীয় বাস্প এবং বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তর যা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়।   একে আবহমণ্ডল ও বলা হয়।

এই বায়ুমণ্ডল সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবী তথা সমগ্র জীবজগৎকে রক্ষা করে ও পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে।

বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বা অ্যাইরলজি শাস্ত্রের প্রারম্ভিক পথিকৃৎ হলেন লিওন টিইসারিয়েক ডি বর্ট ও রিচার্ড অ্যাসম্যান।

বায়ুমণ্ডলের উর্দ্ধসীমা হলো 10 ,000 কিমি।

বায়ুমণ্ডলের উপাদান :-বায়ুমণ্ডল মূলত তিনটি উপাদান দিয়ে গঠিত। যথা -a .গ্যাসীয় উপাদান (নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন -ডাই-অক্সাইড প্রভৃতি। ) b .জলীয় বাস্প (০.৫%-৪%)c .ধূলিকণা (বায়ুমণ্ডলের নিম্নস্তরে ধূলিকণার পরিমান সবচেয়ে বেশি)।

বায়ুমণ্ডলের স্তরবিন্যাস :-1 .বায়ুমণ্ডলকে রাসায়নিক গঠন অনুসারে বা উপাদানের ভিত্তিতে দু ভাগে ভাগ করা হয়। যথা :-a .সমমণ্ডল বা হোমোস্ফিয়ার  b .বিষমমন্ডল বা হেটারোস্ফিয়ার।

2 .বায়ুমণ্ডলকে উষ্ণতা বা তাপমাত্রার তারতম্য অনুসারে সাত  ভাগে ভাগ করা হয়। যথা :-

a .ট্রপোস্ফিয়ার।

b .স্ট্রাটোস্ফিয়ার।

c .মেসোস্ফিয়ার।

d .আয়োনোস্ফিয়ার।

e .থার্মোস্ফিয়ার।

f .এক্সস্ফিয়ার।

g .মাগনেটোস্ফিয়ার।

বায়ুমণ্ডল সম্পর্কিত কয়েকটি প্রশ্নোত্তর নিচে নিম্নে আলোচনা করা হলো —-

১.বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়-ঝঞ্ঝা ,মেঘ প্রভৃতি দুর্যোগ সৃষ্টি হয় ?-a .ট্রপোস্ফিয়ার  b .মেসোস্ফিয়ারে c .স্ট্রাটোস্ফিয়ার d .আয়নোসস্ফিয়ার।

Ans . a .ট্রপোস্ফিয়ার  ।

২.ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার -এর সীমানা নির্ধারক স্তরটির নাম কি ?-a .মেসোপোজ b .স্ট্যাটোপজ c .ট্রপোপজ d .থার্মোস্ফিয়ার।

Ans . c .ট্রপোপজ ।

৩.’শান্তমণ্ডল’ কোন স্তরকে বলা হয় ?-a .ট্রপোস্ফিয়ার b .স্ট্রাটোস্ফিয়ার  c .মেসোস্ফিয়ার d .থার্মোস্ফিয়ার।

Ans . b .স্ট্রাটোস্ফিয়ার  ।

৪.’ক্ষুব্ধমন্ডল’ কোন স্তরকে বলা হয় ?-a .মেসোস্ফিয়ার b .থার্মোস্ফিয়ার c .ট্রপোস্ফিয়ার d .মেসোপজ ।

Ans . c .ট্রপোস্ফিয়ার ।

৫.ট্রপোস্ফিয়ার পৃথিবীর ঠিক উপরিতল থেকে কতটা উঁচুতে অবস্থিত ?-a .17km b . 18km c .19km d .20km।

Ans . b . 18km।

৬.স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার -এর মধ্যবর্তী সীমানা নির্ধারক স্তরটির নাম কি ?-a .ট্রপোপজ b .মেসোপজ c .স্ট্রেটোপজ d .মেগনেটোস্ফিয়ার।

Ans . c .স্ট্রেটোপজ ।

৭.স্ট্রাটোস্ফিয়ার পৃথিবীর উপরিতল হতে কতটা উঁচুতে অবস্থিত ?-a .15km -30 km b .18km -50km c .20km -25km d .30km -40km।

Ans . b .18km -50km।

৮.মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার -এর মধবর্তী সীমানা নির্ধারক স্তরটির নাম কি ?-a .থার্মোস্ফিয়ার b .মেসোপজ c .ট্রপোস্ফিয়ার d .স্ট্রাটোস্ফিয়ার।

Ans . b .মেসোপজ ।

৯.কোন স্তর থেকে মরুজ্যোতির সৃষ্টি হয় ?-a .আয়নোস্ফিয়ার b .থার্মোস্ফিয়ার c .মেগনেটোস্ফিয়ার d .স্ট্রাটোস্ফিয়ার।

Ans . a .আয়নোস্ফিয়ার ।

১০.কোন স্তর বেতার সংযোগে সাহায্য করে ?-a .ট্রপোস্ফিয়ার b .স্ট্রাটোস্ফিয়ার c .আয়নোস্ফিয়ার d .থার্মোস্ফিয়ার।

Ans . c .আয়নোস্ফিয়ার ।

১১.কোন স্তরে আয়নীভূত গ্যাস রয়েছে ,যা উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে ?-a মেগনেটোস্ফিয়ার b .আয়নোস্ফিয়ার c থার্মোস্ফিয়ার d .ট্রপোস্ফিয়ার।

Ans . b .আয়নোস্ফিয়ার ।

১২.কোন স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় ?-a .এক্সস্ফিয়ার b .থার্মোস্ফিয়ার c ট্রপোস্ফিয়ার d মেসোস্ফিয়ার।

Ans . a .এক্সস্ফিয়ার ।

১৩ .বায়ুতে নাইট্রোজেনের পরিমান কত ভাগ থাকে ?-a .৭৫.০৬% b .৭৮.০৬% c .৭০.০৬% d .৭০.০৬%।

Ans . b .৭৮.০৬% ।

১৪.বায়ুতে কার্বন -ডাই-অক্সাইড -এর পরিমান কত ভাগ থাকে ?-a ০.০৩৩% b .০.০৫৫% c .০.০৮৮% d .০.০৬৬%।

Ans . a ০.০৩৩%।

১৫.সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত ?-a .রেপটি বিযুক্তি রেখা b .কনরাড বিযুক্তি রেখা c .মোহোরভিসিক বিযুক্তি রেখা d .লেম্যানবিযুক্তি তল ।

Ans . b .কনরাড বিযুক্তি রেখা।

১৬.কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল -এর মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত ?-a .উইচার্ড  গুটেনবার্গ বিযুক্তি রেখা b .মোহোরভিসিক বিযুক্তি রেখা c .কনরাড বিযুক্তি রেখা d .রেপিট্টি বিযুক্তি রেখা।

Ans . a .উইচার্ড  গুটেনবার্গ বিযুক্তি রেখা।

১৭.আয়নোস্ফিয়ার -এর মধ্যবর্তী স্তরকে কি বলা হয় ?-a .আয়নোস্ফিয়ার b .থার্মোস্ফিয়ার c .মেসোস্ফিয়ার d .ট্রপোস্ফিয়ার।

Ans . b .থার্মোস্ফিয়ার ।

১৮.থার্মোস্ফিয়ারে বায়ুর উষ্ণতা কত ?-a .1000 °C b .1200 °C c .1300 °C d .1400 °C।

Ans . b .1200 °C।

১৯.বায়ুতে অক্সিজেন -এর পরিমান কত ভাগ থাকে ?-a .১৮.৯৮৭% b .২০.৯৪৬ % c ১৫.৪৪৪% d .১৭.৪৩৫%।

Ans . b .২০.৯৪৬ %।

২০.ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর তাপমাত্রা কত পরিমান হ্রাস পায় ?-a .৫.৪ডিগ্রি b .৬.৪ডিগ্রি c .৭.৪ডিগ্রি d .৮.৪ডিগ্রি।

Ans . b .৬.৪ডিগ্রি ।

২১.ইনার কোর্ এবং আউটার কোরের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত ?-a .ল্যামেন বিযুক্তি রেখা b .রেপটি বিযুক্তি রেখা c .কনরাড বিযুক্তি রেখা d .উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি তল।

Ans . b .রেপটি বিযুক্তি রেখা।

২২. কোন স্তরে অক্সিজেনের পরিমান কম হওয়ায় শ্বাসকার্য চালানো কষ্টকর হয় ?-a .ট্রপোস্ফিয়ার b .স্ট্রাটোস্ফিয়ার c .মেসোস্ফিয়ার  d .থার্মোস্ফিয়ার।

Ans . b .স্ট্রাটোস্ফিয়ার ।

২৩.আন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল -এর মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত ?-a .রেপটি বিযুক্তি তল b .ল্যামেন বিযুক্তি তল c .উইচার্ড গুটেনবার্গ বিযুক্তি তল d .মোহোরভিসিক বিযুক্তি তল।

Ans . b .ল্যামেন বিযুক্তি।

২৪ .নিফেসিমা কোন কোন উপাদান দিয়ে গঠিত ?-a .cr -fe -si -ma b .ni -fe -si -ma c .sial d .sima।

Ans . b .ni -fe -si -ma।

২৯.ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ঘূর্ণবাত টিরনাম কি ?-a .তাইফু b .হ্যারিকেন c .সাইক্লোন d .উইলি -উইলি।

Ans . b .হ্যারিকেন ।

৩০.টর্নেডো আমেরিকা যুক্তরাষ্টে কি নাম এ পরিচিত ?-a .টাইফুন b .ইটাই-ইটাই c .twister d .তাইফু।

Ans . c .twister।

৩১.সবচেয়ে শক্তিশালী ঘূর্ণবাতের নাম কি ?-a .টর্নেডো b .হারিকেন c .সাইক্লোন d .তাইফু।

Ans . a .টর্নেডো ।

৩২.কোন ঘূর্ণবাতের আকৃতি ফানেল বা হাতির শুঁড়ের মতো হয় ?-a .হ্যারিকেন b .টর্নেডো c .টাইফুন d .তাইফু।

Ans . b .টর্নেডো ।

৩৩.সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যাবহার করেন ?-a .এডমুন্ড হেলি b .ক্যাপটেন হেনরি পিঁডিংটন  c .বোরলগে d .উইভার।

Ans . b .ক্যাপটেন হেনরি পিঁডিংটন  ।

 

  • কয়েকটি উল্লেখযোগ্য ঝড়ের নাম :–
  উৎপত্তি স্থল প্রভাবিত অঞ্চল ঘূর্ণবাতের নাম
পশ্চিম আটলান্টিক মহাসাগর    মিসিসিপি নদীর মোহনা অঞ্চল ও মেক্সিকো  উপকূল । টর্নেড।

 

দক্ষিণ চীন সাগর    চীন। টাইফুন।
ক্যারিবিয়ান সাগর    পশ্চিম ভারতীয় দীপপুঞ্জ ও তৎসংলগ্ন এলাকা। হারিকেন।
জাপান সাগর     জাপান। তাইফু।

 

.দক্ষিণ ভারত মহাসাগর   অস্ট্রেলিয়া । উইলি -উইলি।

 

.উত্তর ভারত মহাসাগর   ফিলিপাইন দ্বীপপুঞ্জ । ব্যাগউই।
দক্ষিণ –পশ্চিম ভারত মহাসাগর ,       উত্তর –পূর্ব প্রশান্ত মহাসাগর , আরব সাগর বঙ্গোপসাগর মাদাগাস্কার ,দক্ষিণ পূর্ব আফ্রিকা,মেক্সিকো  ভারত ,বাংলাদেশ ,শ্রীলংকা ,ইন্দোনেশিয়া

,পাকিস্তান।

সাইক্লোন।

 

৩৪.প্রথম বায়ু ঘূর্ণন বা ঘূর্ণবাত শুরু হওয়াকে কি বলে ?-a .সাইক্লোন b .সাইক্লোজেনেসিস c .ঘূর্ণবাতের জীবনচক্র d .ঘূর্ণবাতের সূচনা।

Ans . b .সাইক্লোজেনেসিস ।

৩৫.নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তলীন পর্যায়ে শীতল সীমান্ত যে সীমানা বরাবর উষ্ণ সীমান্ত কে ধরে ফেলে বা অতিক্রম করে ,তাকে কি বলা হয় ?-a .নিশ্চল সীমান্ত b .উষ্ণ সীমান্ত c .অক্লুডেড সীমান্ত d .ফ্রন্টলাইসিস।

Ans . c .অক্লুডেড সীমান্ত।

৩৬.পরস্পরের বিপরীতে ও সমান্তরালে প্রবাহিত হওয়া দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের দ্বারা সৃষ্ট সীমানাকে কি বলা হয় ?-a .সীমান্ত b .ফ্রন্টজেনেসিস c .উষ্ণ সীমান্ত d .নিশ্চল সীমান্ত।

Ans . d .নিশ্চল সীমান্ত।

৩৭.ক্রান্তীয়  ঘূর্ণবাতের উৎপত্তি কোন কালে হয় ?-a .শীতকাল b .শরৎকাল c .গ্রীষ্মকাল ও শরৎকাল d .বর্ষাকাল।

Ans . c .গ্রীষ্মকাল ও শরৎকাল।

৩৮.নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি কোন সময় হয় ?-a .শীতকাল b .গ্রীষ্মকাল c .শরৎকাল d .বসন্তকাল।

Ans . a .শীতকাল ।

৩৯.প্রতক্ষ তাপীয় কোশ কাকে বলা হয় ?-a .ফ্যারেল কোশ b .হ্যাডলি ও মেরু কোশ c .মেরু কোশ d .হ্যাডলি কোশ।

Ans . b .হ্যাডলি ও মেরু কোশ।

৪০.পরোক্ষ তাপীয় কোশ কাকে বলা হয় ?-a .ফ্যারেল কোশ b .মেরু কোশ c .হ্যাডলি কোশ d .ফ্যারেল ও মেরু কোশ।

Ans . b .হ্যাডলি ও মেরু কোশ।

৪১..ভূপৃষ্ট থেকে প্রায় 3 কিমি ওপরে প্রবাহিত বায়ু ভুপৃষ্টের সঙ্গে  সমকোণে উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বাঁকে কোরিওলিস বলের প্রভাবে এরকম ভারসাম্য অর্জন করা বায়ুকে কি বলা হয় ?-a .জেট বায়ু b .জিওস্ট্রোফিক বায়ু c .আয়ন বায়ু  d .মেরু বায়ু ।

Ans . b .জিওস্ট্রোফিক বায়ু।

৪২.এলনিনো কথাটির অর্থ কি ?-a .শিশু খ্রিস্ট b .শিশু কন্যা c .যীশু ক্রিস্ট d .যীশু কন্যা।

Ans . a .শিশু খ্রিস্ট।

৪৩.লা-নিনা কথাটির অর্থ কি ?-a .নিস্তেজ  প্রবাহ b .শিশু কন্যা c .শিশু খ্রিস্ট d .যীশু খ্রিস্ট।

Ans . b .শিশু কন্যা।

৪৪.যে বছর এলনিনো বা লা -নিনা কিছুই ঘটে না ,সাধারণ অবস্থা বিরাজ করে ,তাকে কি বলা হয় ?-a .এল-ভিইজা b .প্রতি এল -নিনো c .এক শীতল ঘটনা d .লা নাডা।

Ans . d .লা নাডা।

৪৫.প্রায় 100 মিটার গভীরতায় উপরের উষ্ণ জল (30 °)ও এর নিচে শীতলতর (20 °)জলপুঞ্জের মধ্যে এক বিভেদতল লক্ষ করা যায়। একে কি বলা হয় ?-a .থার্মোক্লাইন b .কর্নওয়াল স্রোত c .উষ্ণ জলক্ষেত্র d .ইন্দ্রিয়গ্রাহ্য উষ্ণতা।

Ans . a .থার্মোক্লাইন ।

৪৬.কোন বায়ুকে তুষার ভক্ষক বায়ু বলা হয় ?-a .এল নিনো b .লা নিনো c .উষ্ণ বায়ু d .চিনুক বায়ু।

Ans . d .চিনুক বায়ু।

৪৭.ITCZ  এর অপর নাম কি ?-a .আয়ন বায়ু b .নিরক্ষীয় শান্তবলয় c .কর্কটিও শান্তবলয় d .পশ্চিমা বায়ু।

Ans . b .নিরক্ষীয় শান্তবলয়।

৪৮.আয়ন বায়ুর অপর নাম কি ?-a .শীতল বায়ু b .শুস্ক বায়ু c .উষ্ণ বায়ু d .বাণিজ্য বায়ু।

Ans . d .বাণিজ্য বায়ু।

৪৯.কোনো কোনো বছর ডিসেম্বর মাসে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর উত্তরমুখী শীতল  হামবোল্ড স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোতের নিস্তেজ প্রবাহের ফলে বায়ুমণ্ডলীয় স্বাভাবিক অবস্থার পরিবর্তে যে বিপরীত অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলা হয় ?-a .এল -নিনো b .লা -নিনো c .লা নাডা d .কর্নওয়াল স্রোত।

Ans . a .এল -নিনো।

৫০.বায়ু সঞ্চালনের স্বাভাবিক অবস্থায় অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই অবস্থায় সমুদ্রের পৃষ্টজলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4 °c কমে গেলে পেরু -চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে কি বলা হয় ?-a .লা নাডা b .লা -নিনা c .এল – নিনো d .ওয়ার্কার সঞ্চালন পদ্ধতি।

Ans . b .লা -নিনা।

৫১.কোন বিজ্ঞানী ত্রি-কোশ মডেলটির ব্যাখ্যা করেন ?-a .পলম্যান b .সি জি রসবি c .কোপেন d .ভি বারকনেস।

Ans . a .পলম্যান ।

৫২.বায়ুমণ্ডলকে উষ্ণতা বা তাপমাত্রার তারতম্য অনুসারে স্তর  বিভাজন করেন কোন বিজ্ঞানী ?-a .কোপেন b .উইভার c .বোরলগে d .পেটারমেন্।

Ans . d .পেটারমেন্।

৫৩.উষ্ণতা বা তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ?-a .4 b .5 c .6 d .7।

Ans . d .7।

৫৪.কোন স্তরে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6 .4 °c হারে কমতে থাকে ?-a .ট্রপোস্ফিয়ার b .স্ট্রাটোস্ফিয়ার c .মেসোস্ফিয়ার d .থার্মোস্ফিয়ার।

Ans . a .ট্রপোস্ফিয়ার ।

৫৫.বায়ুদূষণকারী প্রায় সব উপাদানগুলি কোন স্তরে অবস্থান করে ?-a .থার্মোস্ফিয়ার b .মাগনেটোস্ফিয়ার c ট্রপোস্ফিয়ার d .মেসোস্ফিয়ার।

Ans . c ট্রপোস্ফিয়ার।

৫৬.স্ট্রাটোস্ফিয়ারের উপস্তরটিকে কি বলা হয় ?-a .স্ট্রাটোপজ b .ওজন স্তর c .মেসোপোজ d . ট্রপোপজ।

Ans . b .ওজন স্তর।

৫৭.কোন স্তরে মেঘ ,ঝড়-বৃষ্টি হয় না বলে জেটবিমান চলাচলে নিরাপদ এবং বায়ুপ্রবাহ থাকে না বলে জেটবিমান থেকে নির্গত ধোঁয়া বহুক্ষণ ধরে লক্ষ করা যায় ?-a .ট্রপোস্ফিয়ার b .স্ট্রাটোস্ফিয়ার c .মেসোস্ফিয়ার d .থার্মোস্ফিয়ার।

Ans . b .স্ট্রাটোস্ফিয়ার ।

৫৮.সমমণ্ডল কোন স্তরের মাধ্যমে শেষ হয় ?-a .মাগনেটোস্ফিয়ার b .থামোস্ফিয়ার c .ট্রপোস্ফিয়ার d .মেসোস্ফিয়ার।

Ans . d .মেসোস্ফিয়ার।

৫৯.ধনাত্মক ও ঋনাত্মক আয়ন সৃষ্টির ঘটনা সর্বপ্রথম কে আবিষ্কার করেন ?-a .কেনেলি ও হেকিসাইড b .উইভার c .ভি বারকনেস d .পলম্যান।

Ans . a .কেনেলি ও হেকিসাইড।

৬০.কোন স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হওয়া যায় ?-a .ট্রপোস্ফিয়ার b . মেসোস্ফিয়ার c .থার্মোস্ফিয়ার d .এক্সস্ফিয়ার ।

Ans . b . মেসোস্ফিয়ার।

৬১.সুমেরু অঞ্চলের মেরুজ্যোতিকে কি বলা হয় ?-a .অরোরা বোরিয়ালিস b .কুমেরু প্রভা c .অরোরা অস্ট্রালিস d .কুমেরু জ্যোতি ।

Ans . a .অরোরা বোরিয়ালিস।

৬২.কুমেরু অঞ্চলের মেরুজ্যোতিকে কি বলা হয় ?-a .সুমেরু জ্যোতি b .সুমেরু প্রভা c .অরোরা বোরিয়ালিস d .অরোরা অস্ট্রালিস।

Ans . d .অরোরা অস্ট্রালিস।

৬৩.এক্সস্ফিয়ারের ঊর্ধে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলকে বেষ্টনকারী একটি চৌম্বকীয় ক্ষেত্র তাকে কি বলা হয় ?-a .ওজন স্তর b .মাগনেটোস্ফিয়ার c .রসবি তরঙ্গ d .ওজন গহ্বর ।

Ans . b .মাগনেটোস্ফিয়ার ।

৬৪.কোন যন্ত্র দিয়ে এলবেডোর  পরিমাপ করা হয় ?-a .du b .অ্যালবেডো মিটার c .ডবসন d .ব্যারোমিটার।

Ans . b .অ্যালবেডো মিটার।

৬৫.ওজন গ্যাসের ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়?-a .ডবসন b .টেরিসোলি ব্যারোমিটার c .ফোটিন্স ব্যারোমিটার d .অ্যালবেডো মিটার।

Ans . a .ডবসন ।

৬৬.ওজন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব কত du -এর নিচে নেমে এলে ওজন গহ্বর সৃষ্টি হয় ?-a .100 DU b .200 DU c .300DU d .400DU।

Ans . b .200 DU।

৬৭.বায়ুমণ্ডলে ওজন স্তর কে আবিস্কার করেন ?-a .চার্লস ফেব্রি ও হেনরি বুশন b .কেনেলি ও হেকিসাইড c .হেনরি বুশন d .চার্লস ফেব্রি।

Ans . a .চার্লস ফেব্রি ও হেনরি বুশন।

৬৮.ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কোন বিজ্ঞানী বলেন ?-a .হেনরি বুশন b .সি .এফ.স্কোনবি c .কেনেলি ও হাকিসাইড d .চার্লস ফেব্রি।

Ans . b .সি .এফ.স্কোনবি ।

৬৯.সমুদ্রপৃষ্টে বায়ুর গড় চাপ কত ?-a .1013 .25 মিলিবার b .1018 .25 মিলিবার  c .1015 .25 মিলিবার d .1010 .25 মিলিবার ।

Ans . a .1013 .25 মিলিবার।

৭০.যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয় তাকে কি বলা হয় ?-a .ডবসন b .ব্যারোমিটার c .অ্যালবেডো মিটার d .du।

Ans . b .ব্যারোমিটার ।

৭১.সমুদ্র পৃষ্ট থেকে প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হারে কমতে থাকে ?-a .33 মিলিবার b .34 মিলিবার c .35 মিলিবার d .36 মিলিবার।

Ans . b .34 মিলিবার।

৭২.বিমানচালক ,পর্বতারোহীরা বায়ুচাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি বেশি ব্যবহার করে ?-a .ফোর্টিন্স ব্যারোমিটার b .টেরিসোলি ব্যারোমিটার c .অলটিমিটার d .এনরোডব্যারোমিটার।

Ans . c .অলটিমিটার ।

৭৩.ডোলড্রাম বা শান্তমণ্ডল কোন অঞ্চলকে বলা হয় ?-a .নিরক্ষীয় অঞ্চল b .কর্কটিও অঞ্চল c .মোকোরিও অঞ্চল d .মেরু অঞ্চল।

Ans . a .নিরক্ষীয় অঞ্চল।

৭৪.আন্তঃ-ক্রান্তীয় মিলন অঞ্চল বা ITCZ কোন অঞ্চলকে বলা হয়?-a .মেরু অঞ্চল b .কর্কটিও অঞ্চল c .মোকোরিও অঞ্চল  d .নিরক্ষীয় অঞ্চল।

Ans . d .নিরক্ষীয় অঞ্চল।

৭৫.অশ্ব অখাংশ কোন অঞ্চল এ দেখতে পাওয়া যায় ?-a .নিরক্ষীয় অঞ্চল b .মেরু অঞ্চল c .কর্কটিও ও মকরিও অঞ্চল d .কর্কটিও অঞ্চল।

Ans . c .কর্কটিও ও মকরিও অঞ্চল।

৭৬.বায়ুর গতি পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে কি বলা হয় ?-a .বায়ুপতাকা b .এনিমোমিটার c .ব্যারোমিটার d .এলবেডো মিটার।

Ans . a .বায়ুপতাকা ।

৭৭ .সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ হলো -a .মৌসুমী বায়ু b .নিরক্ষীয় বায়ু c .সাময়িক বায়ু d .আয়ন বায়ু।

Ans . a .মৌসুমী বায়ু।

৭৮.’পুবালি’ কোন বায়ুকে বলা হয় ?-a .জেট বায়ু b .মৌসুমী বায়ু c .আয়ন বায়ু d .পশ্চিমা বায়ু।

Ans . c .আয়ন বায়ু।

৭৯ .একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হলো -a .লু b .আঁধি c .ফন d .বোরা  ।

Ans . d .বোরা  ।

৮০.একটি উষ্ণ স্থানীয় বায়ুর উদাহরণ হলো -a .বোরা b .মিস্ট্রাল c .স্থল বায়ু  d .লু।

Ans . d .লু।

৮১.কানাডা ও মার্কিন যুক্তরাষ্টের রকি পর্বতের পূর্বাংশে কোন বায়ু প্রবাহিত হয় ?-a .লু b .আঁধি c .চিনুক d .বোরা।

Ans . c .চিনুক ।

৮২ .ইউরোপের যুগোশ্লোভিয়ার আড্রিয়াটিক উপকূলের উত্তর পূর্বাংশে কোন বায়ু প্রবাহিত হয়?-a .ফন b .চিনুক c .সিরোক্কো d .বোরা।

Ans . d .বোরা।

৮৩ .ফ্রান্সের রোন নদী উপত্যাকার মধ্যে দিয়ে কোন বায়ু প্রবাহিত হয় ?-a .লু b .মিস্ট্রাল c .বোরা d .ফন।

Ans . b .মিস্ট্রাল ।

৮৪ .সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত ?-a .১০০% b .২০০% c .৩০০ % d .৪০০ %।

Ans . a .১০০% ।

৮৫.’4 o ‘clock rain ‘কোন অঞ্চল এ দেখা যায় ?-a .নিরক্ষীয় অঞ্চলে b .কর্কটিও অঞ্চলে c .মকরিও অঞ্চলে  d .মেরু অঞ্চলে।

Ans . a .নিরক্ষীয় অঞ্চলে।

৮৬.মৌসুমী বায়ু হলো একটি -a .নিয়ত বায়ু b .সাময়িক বায়ু c .স্থানীয় বায়ু d .আকস্মিক বায়ু।

Ans . b .সাময়িক বায়ু।

৮৭.বায়ুর জলীয় বাষ্পের পরিমান মাপার যন্ত্রের নাম -a .এনিমোমিটার b .হাইগ্রোমিটার c .থার্মোমিটার d .ব্যারোমিটার।

Ans . b .হাইগ্রোমিটার ।

৮৮ .লেখচিত্রে উষ্ণতা রেখাটির মাঝখানে নিচু হলে সেটি অবস্থিত হয় -a .উত্তর গোলার্ধে b .পূর্ব গোলার্ধে  c .দক্ষিণ গোলার্ধে d .পশ্চিম গোলার্ধে।

Ans . a .উত্তর গোলার্ধে।

৮৯ .বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমানে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?-a .অক্সিজেন b .নাইট্রোজেন c .কার্বন – ডাই-অক্সাইড d .সালফার।

Ans . b .নাইট্রোজেন ।

৯০.উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় -a .10 কিমি b .15 কিমি c .16 কিমি d .40 কিমি।

Ans . c .16 কিমি।

৯১.দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ঘন্টায় -a .22 কিমি b .32 কিমি c .42 কিমি d .52 কিমি।

Ans . a .22 কিমি।

৯২.দিনের বেলা উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে কি বলে ?-a .কেটাবেটিক বায়ু b .এনাবেটিক বায়ু c .লু বায়ু d বোরা বায়ু।

Ans . b .এনাবেটিক বায়ু।

৯৩.বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রে সাহায্যে ?-a .ব্যারোমিটার b .হাইগ্রোমিটার c .থার্মোমিটার d .রেনগজ।

Ans . d .রেনগজ।

৯৪.মেঘ থেকে ভুপৃষ্টের জলকণা ও বরফকনার পতনকে কি বলা হয় ?-a অধঃক্ষেপন b .বৃষ্টিপাত c .শিলাবৃষ্টি d .তুষারপাত।

Ans . a অধঃক্ষেপন।

৯৫.নিরক্ষীয় অঞ্চলে কি ধরণের বৃষ্টি হয় ?-a .শৈলোৎক্ষেপ বৃষ্টি b .পরিচলন বৃষ্টি c .ঘূর্ণবাত বৃষ্টি d .স্লিট।

Ans . b .পরিচলন বৃষ্টি।

৯৬ .লু বাতাস কোন সময় প্রবাহিত হয় ?-a .শীতকাল b শরৎকাল c .গ্রীস্মকাল d .বর্ষাকাল।

Ans . c .গ্রীস্মকাল ।

৯৭ .মহাদেশীয় জলবায়ু কি প্রকৃতির ?-a .সমভাবাপন্ন b .চরমভাবাপন্ন c .শীতল d .উষ্ণ।

Ans . b .চরমভাবাপন্ন ।

৯৮ .মৌসম একটি কি শব্দ ?-a .আরবি b .ফারসি c .রোমান d .ইতালি।

Ans . a .আরবি ।

৯৯ .হেটারোস্ফিয়ারের অপর একটি নাম কি ?-a .সমমণ্ডল b .বিষম মন্ডল c .আয়োনোস্ফিয়ার d .থার্মোস্ফিয়ার।

Ans . b .বিষম মন্ডল।

১০০. সাধারণত মেঘের জলকণা গুলির ব্যাস কত হয় ?-a .0 .02 b .0 .05 c .0 .08 d .0 .03।

Ans . a .0 .02।

১০১ .বায়ুমণ্ডলের কোন স্তরে ‘মাদার অফ পার্ল ক্লাউড ‘দেখা যায় ?-a .ট্রপোস্ফিয়ার b .স্ট্রাটোস্ফিয়ার c .মেসোস্ফিয়ার d .থার্মোস্ফিয়ার।

Ans . a .ট্রপোস্ফিয়ার ।

১০২.’দুরন্ত বালক’কাকে বলা হয় ?-a .এল -নিনো b .লা -নিনো c .আয়ন বায়ু d .জেট বায়ু।

Ans . a .এল -নিনো।

১০৩ .বারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা বা বায়ুর চাপ 760 মিমি বা তার বেশি হলে ,তাকে কি বলে ?-a .বায়ুর নিম্নচাপ b .বায়ুর উচ্চচাপ c .চরমভাবাপন্ন d .সমভাবাপন্ন।

Ans . b .বায়ুর উচ্চচাপ।

১০৪.আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব কোন এককে প্রকাশ করা হয় ?-a .সাইক্রোমিটার b .অকটা c .থার্মোমিটার d .ব্যারোমিটার।

Ans . b .অকটা ।

১০৫.রসবি তরঙ্গ কে আবিষ্কার করেন ?-a .হেনরি বুশন b .কার্ল বুস্টার রসবি c .পেটারম্যান d .ভি .বারকনেস।

Ans . b .কার্ল বুস্টার রসবি।

১০৬.স্থলবায়ুর গতিবেগ কোন সময় বৃদ্ধি পায় ?-a .ভোরবেলা b .দুপুরবেলা c .বিকালবেলা d .অপরাহ্ন।

Ans . a .ভোরবেলা ।

১০৭ .সার্পিলাকারে কোন বায়ু প্রবাহিত হয় ?-a .আয়ন বায়ু b .জেট বায়ু c .জেট স্ট্রিম c .পশ্চিমা বায়ু।

Ans . b .জেট বায়ু।

১০৮ .ওজন স্তরের সংকেত প্রথম কে আবিষ্কার করেন ?-a .জে.এফ.সোরেট b .চার্লস ফ্যাব্রি c .হেনরি বুশন d .সি.এফ .স্কনবি।

Ans . a .জে.এফ.সোরেট ।

১০৯.ITCZ -এর পুরো নাম কি?-a .Inter Tropical Convergence Zone b .Inter Tropic Convered Zone c .Inter Tropical Convered Zone d .Inter Tropic Conect Zone।

Ans . a .Inter Tropical Convergence Zone।

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments