ভারতরত্ন (Bharat Ratna)
Published Date : 19-04-11
849 Views

ভারতরত্ন: ‘ভারতরত্ন’ হল ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যা দেওয়া হয় দেশ তথা জাতির জন্য উৎসর্গ প্রাণা ব্যক্তিদের তাদের কাজের স্বীকৃতি স্বরূপ। এই পুরস্কার দেওয়া হয় শিল্পী, সাহিত্যিক বিজ্ঞানী ও সমাজসেবী ব্যক্তিদের মধ্যে থেকে। যিনি প্রকৃতই ভারতের রন্ট স্বরূপ কর্মে বলশালী। এটি কোনো উপাধি নয়, এটি একটি সম্নান, যার মাধ্যমে ওই বিশিষ্ট ব্যক্তিকে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রত্নের মতো স্থান কিংবা আসন দেওয়া হয়। তাই আমরা ভারতরত্নের বিষয়ে কয়েকজন উল্লেখযোগ্য ভারতরত্ন প্রাপক ব্যক্তিদের তালিকার নিম্নরূপ:

নাম জন্ম-মৃত্যুর সাল সাল পরিচিতি ভারতের দেশ / রাজ্য
চক্রবর্তী রাজগোপালচারী ১৮৭৮-১৯৭২ ১৯৫৪ শেষ গভর্ণর জেনারেল, স্বাধীনতা সংগ্রামী তামিলনাড়ু
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৮৮৮-১৯৭৫ ১৯৫৪ দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি, দার্শনিক তামিলনাড়ু
ড. চন্দ্রশেখর ভেক্টর রমন ১৮৮৮-১৯৭০ ১৯৫৪ নোবেল পুরস্কার জয়ী, পদার্থবিদ তামিলনাড়ু
ড. ভগবান দাস ১৮৬৯-১৯৫৮ ১৯৫৫ সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশ
ড. এম. বিশ্বেশ্বরাইয়া ১৮৬১-১৯৬২ ১৯৫৫ সিভিল ইঞ্জিনিয়ার, মহীশূর দিওয়ান কর্ণাটক
জওহরলাল নেহরু ১৮৮৯-১৯৬৪ ১৯৫৫ প্রথম প্রথানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী,লেখক উত্তরপ্রদেশ
গোবিন্দ বল্লভ পন্থ ১৮৮৭-১৯৬১ ১৯৫৭ স্বাধীনতা সংগ্রামী,মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ
ড. ধন্দ কেশব কার্ভে ১৮৫৮-১৯৬২ ১৯৫৮ শিক্ষাবিদ, সমাজ কারিগরচিকিৎসক, মহারাষ্ট্র
ডা. বিধানচন্দ্র রায় ১৮৮২-১৯৬২ ১৯৫৮ রাজনীতিবিদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ
পুরুষোত্তম দাস ট্যান্ডন ১৮৮২-১৯৬২ ১৯৬১ স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ উত্তরপ্রদেশ
ড. রাজেন্দ্র প্রসাদ ১৮৮৪-১৯৬৩ ১৯৬২ প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতা সংগ্রামী,সংবিধান রচয়িতা বিহার
ড. জাকির হোসেন ১৮৯৭-১৯৬৯ ১৯৬৩ প্রাক্তন রাষ্ট্রপতি, স্কলার অন্ধ্রপ্রদেশ
ড. পাণ্ডুরং ভাম্যান কানে ১৮৮০-১৯৭২ ১৯৬৩ সংস্কৃত স্কল্যাল মহারাষ্ট্র
লাল বাহাদুর শাস্ত্রী ১৯০৪-১৯৬৬ ১৯৬৬ দ্বিতীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশ
ইন্দিরা গান্ধী ১৯১৭-১৯৮৪ ১৯৭১ প্রাক্তন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ
বরাহগীরি ভেঙ্কটগিরি ১৮৮৪-১৯৮০ ১৯৭৫ প্রাক্তন রাষ্ট্রপতি অন্ধ্রপ্রদেশ
কুমারস্বামী কামরাজ ১৯০৩-১৯৭৫ ১৯৭৬ স্বাধীনতা সংগ্রামী,মুখ্যমন্ত্রী তামিলনাড়ু
মাদার টেরিজা ১৯১০-১৯৯৭ ১৯৮০ নোবেল পুরস্কার জয়ী, সমাজসেবী ম্যাসিডনিয়া
আচার্য বিনোবা ভাবে ১৮৯৫-১৯৮২ ১৯৮৩ সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী মহারাষ্ট্র
খান আব্দুল গফ্ফর খান ১৮৯০-১৯৮৮ ১৯৮৭ প্রথম অধিবাসী, স্বাধীনতা সংগ্রামী পাকিস্তান
মারুদ গোপালন রামচন্দ্রন ১৯১৭-১৯৮৭ ১৯৮৮ মুখ্যমন্ত্রী, অভিনেতা তামিলনাড়ু
ড. ভীমরাও রামজি আম্বেদকর ১৮৯১-১৯৫৬ ১৯৯০ ভারতীয় সংবিধান রচয়িতা, সমাজসেবী, অর্থনীতিবিদ মহারাষ্ট্র
ড. নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা ১৯১৮-২০১৩ ১৯৯০ দ্বিতীয় অধিবাসী, প্রথম অভারতীয় দক্ষিণ আফ্রিকা
রাজীব গান্ধী ১৯৪৪-১৯৯১ ১৯৯১ প্রাক্তন প্রধানমন্ত্রী নয়াদিল্লী
সর্দার বল্লভভাই প্যাটেল ১৮৭৫-১৯৫০ ১৯৯১ স্বাধীনতা সংগ্রামী ও প্রথম মুখ্যমন্ত্রী গুজরাট
মোরারজি রানছোদাজি ১৮৯৬-১৯৯৫ ১৯৯১ প্রাক্তন প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী গুজরাট
মৌলানা আবুল কালাম আজাদ ১৮৮৮-১৯৫৮ ১৯৯২ স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ
জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা ১৯০৪-১৯৯৩ ১৯৯২ শিল্পপতি মহারাষ্ট্র
সত্যজিৎ রায় ১৯২২-১৯৯২ ১৯৯২ অস্কার পুরস্কার জয়ী, চলচ্চিত্র পশ্চিমবঙ্গ
অরুণা আসফ আলী ১৯০৮-১৯১৬ ১৯৯৭ স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গ
গুলজারিলাল নন্দ ১৮৯৮-১৯৯৮ ১৯৯৭ স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন প্রধানমন্ত্রী পাঞ্জাব
ড. আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম ১৯৩১-২০১৫ ১৯৯৭ প্রাক্তন রাষ্ট্রপতি, বিজ্ঞানী তামিলনাড়ু
মাদুরাই শানমুখভাদিভু শুভলক্ষ্মী ১৯১৬-২০০৪ ১৯৮ শাস্ত্রীয়, সংগীত বিশারত তামিলনাড়ু
চিদাম্বরম সুব্রামনিয়ন ১৯১০-২০০০ ১৯৯৮ স্বাধীনতা সংগ্রামী, কৃষিমন্ত্রী তামিলনাড়ু
লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ১৯০২-১৯৭৯ ১৯৯৮ স্বাধীনতা সংগ্রামী, সমাজ গড়ার কারিগর বিহার
অধ্যাপক অমর্ত্য সেন ১৯৩৩ ১৯৯৯ নোবেল পুরস্কার জয়ী, অর্থনীতিবিদ পশ্চিমবঙ্গ
লোকপ্রিয় গোপীনাথ বরদৌলে ১৮৯০-১৯৫০ ১৯৯৯ স্বাধীনতা সংগ্রামী অসম
পন্ডিত রবিশঙ্কর ১৯২০-২০১২ ১৯৯৯ শাস্ত্রীয় সেতার বাদক উত্তরপ্রদেশ
লতা মঙ্গেশকর ১৯২৯ ২০০১ সংগীত শিল্পী মহারাষ্ট্র
বিসমিল্লা খান ১৯১৬-২০০৬ ২০০১ শাস্ত্রীয় সানাই বাদক বিহার
পন্ডিত ভীমসেন যোগরাজ যোশী ১৯২২-২০১১ ২০০৮ হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত বিশারদ কর্ণাটক
সচিন তেন্ডুলকর ১৯৭৩ ২০১৪ ক্রিকেটার মহারাষ্ট্র
চিন্তামণি নাগেসা রামচন্দ্র রাও ১৯৩৪ ২০১৪ বিজ্ঞানী কর্ণাটক
অটল বিহারী পাজপেয়ী ১৯২৪ ২০১৫ প্রাক্তন প্রধানমন্ত্রী, কবি মধ্যপ্রদেশ
মদন মোহন মালব্য ১৮৬১-১৯৪৬ ২০১৫ শিক্ষাবিদ, রাজনীতিবিদ উত্তরপ্রদেশ
ভুপেন হাজারিকা ২০১৯ সংগীত শিল্পী, লেখক, সংগীত তঙ্গ অসম
 নানাজি দেশমুখ ২০১৯ সমাজসেবী মহারাষ্ট্র

cloudquiz

0 0 votes
Article Rating
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Raju Jana
Raju Jana
3 years ago

Raju,প্রণব মুখোপাধ্যায় কী করে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়