জলবায়ু অঞ্চলের বিবরণ
Published Date : 21-01-26
394 Views

 

  • এক বা একাধিক প্রাকৃতিক ,সাংষ্কৃতিক ,ও অর্থনৈতিক উপাদানের প্রায় একই বৈশিষ্ট যুক্ত স্থানগুলিকে একত্রে অঞ্চল বলা হয়।
  • ভুপৃষ্টের কোনো বিশালাকৃতি অঞ্চলের জলবায়ুর উপাদান যেমন :-উষ্ণতা ,বৃষ্টিপাত ,আদ্রতা ,বাষ্পীভবন ,বায়ুর চাপ ,বায়ুর গতিবেগ  প্রভৃতির চরিত্র যখন একই রকম হয় ,তখন সেই অঞ্চল কে জলবায়ু অঞ্চল বলা হয়।

উদাহরণ :-নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ,উষ্ণ মরু অঞ্চল প্রভৃতি।

  • বৈশিষ্ট :-১.নির্দিষ্ট জলবায়ু অঞ্চলের উপাদানগুলি প্রায় সমধর্মী হয়।

২.নির্দিষ্ট জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি ,মানুষের খাদ্যাভ্যাস ,বাসস্থান ও জীবনযাত্রার পদ্ধতি প্রায় একই রকম হয়।

৩.উদ্ভিদের প্রকৃতি ও বন্টনের দ্বারা জলবায়ুর বৈশিষ্ট সূচিত হয়।

  • প্রকারভেদ :-জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেন বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন।
  • বিজ্ঞানী কোপেন জলবায়ু অঞ্চলকে পাঁচটি ভাগে ভাগ করেছেন।

যথা :-১.A (ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য জলবায়ু )

২.B (শুস্ক জলবায়ু )

৩.C (উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল জলবায়ু )

৪.D (শীতল তুষার ময় অরণ্য জলবায়ু )

৫.E (মেরু জলবায়ু  )।

  • জলবায়ু অঞ্চলের সমন্ধে কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো ———

১.পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত হয় ?-a .মরু জলবায়ু b .নিরক্ষীয় জলবায়ু c .নীতিশিতোষ্ণ জলবায়ু d .ভুমধ্যসাগরীও জলবায়ু।

Ans . a .মরু জলবায়ু।

২.ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চলের ঝোপঝাড়কে ইতালিতে কি বলা হয় ?-a .ট্রামন্টানা b .ম্যাজিয়া ও মালি c .চ্যাপারেল d .কোনটি নয়।

Ans . b .ম্যাজিয়া ও মালি।

৩.ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চলের ঝোপঝাড়কে ক্যালিফোর্নিয়াতেকি বলা হয় ?-a .ম্যাজিয়া ও মালি b .ট্রামন্টানা c .চ্যাপারেল d .কোনোটিই নয় ।

Ans . c .চ্যাপারেল ।

৪.Anti -Cyclone শব্দের প্রবক্তা কে ?- a .কোপেন b .স্যার ফ্রান্সিস গ্যালটন c .জে.বারকনেস d .কোনোটিই নয়।

Ans . b .স্যার ফ্রান্সিস গ্যালটন।

৫’.BSK ‘ সংকেতটি কোন জলবায়ু অঞ্চলকে নির্দেশিত করে ?-a .উষ্ণ জলবায়ু b .মরু জলবায়ু c .ভুমধ্যসাগরীও জলবায়ু d .স্তেপ জলবায়ু।

Ans . d .স্তেপ জলবায়ু।

৬.ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চলের ঝোপঝাড়কে চিলিতে কি বলা হয় ?-a .ম্যাটারাল b .ম্যাজিয়া ও মালি c .চ্যাপারেল d .কোনোটিই নয়।

Ans . a .ম্যাটারাল ।

৭.দক্ষিণ ভারতের মৌসিনরাম কাকে বলে ?-a .মৌসুমী জলবায়ু b .করমণ্ডল উপকূল c .ভুমধ্যসাগরীও জলবায়ু d .কোনোটিই নয়।

Ans . b .করমণ্ডল উপকূল ।

৮.’Night is the winter of the tropics ‘কোন জলবায়ু অঞ্চলকে বলা হয় ?-a .নিরক্ষীয় জলবায়ু অঞ্চল b .মৌসুমী জলবায়ু অঞ্চল c .ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চল d .কোনোটিই নয়।

Ans . a .নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।

৯.নিষ্ক্রিয় অবস্থায় বৃষ্টিপাত ,বায়ুর গভীরতা ইত্যাদি কমে যায়। এই অবস্থাকে কি বলা হয় ?-a .মেরু বাত্যাগ্র b .পশ্চিমা ঝঞ্ঝা c .’Break of monsoon ‘ c .নিরক্ষীয় দ্বৈত ট্রাফ d .কোনোটিই নয়।

Ans . c .’Break of monsoon ‘।

১০.’Resort Climate of the World ‘বা পৃথিবীর বিনোদন জলবায়ু ‘কোন জলবায়ু অঞ্চল কে বলা হয় ?-a .নিরক্ষীয় জলবায়ু অঞ্চল b .মৌসুমী জলবায়ু অঞ্চল c .ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চল d .কোনোটিই নয়।

Ans . c .ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চল।

১১.ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চলে গ্রীষ্ম কাল কিরকম হয় ?-a .শুস্ক b .আদ্র c .সমভাবাপন্ন d .চরমভাবাপন্ন।

Ans . a .শুস্ক ।

১২.’পৃথিবীর ফলের বাগান ‘কোন জলবায়ু অঞ্চলকে বলা হয় ?-a .ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চল b .নিরক্ষীয় জলবায়ু অঞ্চল c .মৌসুমী জলবায়ু অঞ্চল d .কোনোটিই নয়।

Ans . a .ভুমধ্যসাগরীও জলবায়ু অঞ্চল।

১৩.পৃথিবীর প্রধান মৌসুমী বায়ুপ্রবাহ অঞ্চল কোনটি ?-a .উত্তর -পূর্ব এশিয়া b .দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব এশিয়া c .উত্তর -দক্ষিণ এশিয়া d .পূর্ব -পশ্চিম এশিয়া।

Ans . b .দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব এশিয়া।

১৪.মৌসুমী বায়ুর দুর্বলপ্রবাহের স্থায়িত্বকাল কত দিন ? -a ) 4 থেকে 5 দিন b .6 থেকে 8 দিন c .3 থেকে 10 দিন d .8 থেকে 10 দিন।

Ans . c .3 থেকে 10 দিন

১৫.মৌসুমী বায়ু হলো একটি -a .আকস্মিক বায়ু b .সাময়িক বায়ু c .স্থানীয় বায়ু d .নিয়ত বায়ু।

Ans . b .সাময়িক বায়ু।

১৬.কোপেনের Af ও Aw জলবায়ুর মধ্যবর্তি জলবায়ু কোনটি ?-a .Dw b .Ef c .Am d .Dw।

Ans . c .Am।

১৭.’Dw ‘এর অর্থ কি ?-a .তুন্দ্রা b .তুষার অরণ্য শীত ঋতু শুস্ক c .চির তুষারাবৃত d .কোনোটিই নয়।

Ans . b .তুষার অরণ্য শীত ঋতু শুস্ক।

১৮.’m ‘  কোন জলবায়ুর অধীন ?-a .সাভানা জলবায়ু b .মেরু জলবায়ু c .শুস্ক জলবায়ু d .কোনোটিই নয়।

Ans . d .কোনোটিই নয়।

১৯.’Aw ‘ এর অর্থ কি ?-a .মরু b .স্টেপ c .সাভানা জলবায়ু d .চির তুষারপাত।

Ans . c .সাভানা জলবায়ু।

২০.’জলীয় বাষ্পের সূচক বা Moisture Index ‘এর আবিষ্কর্তা কে ?-a .এন্ডমুন্ড হ্যালি b .থর্নওয়েট ও ম্যাথার c .কোপেন d .কোনোটিই নয়।

Ans . b .থর্নওয়েট ও ম্যাথার।

২১.’wast ‘কথাটির অর্থ কি ?-a .সাভানা b .মেরু c .মরু d .কোনোটিই নয়।

Ans .  c .মরু  ।

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments