বিখাত বাংলা সাহিত্যিকদের সৃষ্টি (Creation of Famous Bengali Literary Writers)
Published Date : 19-04-01
257 Views
সাহিত্যিক সৃষ্টি
সমরেশ মজুদার সিংহ বাহিনী, বেলা অমেলা, কালবেলা।
সুনীল গঙ্গোপাধ্যায় সেইসময় , পূর্ব-পশ্চিম , প্রথম আলো , সরল সত্য।
সৈয়দ মুজতবা আলী অবিশ্বাস্য , ময়ূরপক্ষী , চাচা কাহিনী , পরশ পাথর , বহুবিচিত্র।
সমরেশ বসু বিবর , প্রজাপতি , অমৃত কুম্ভের সন্ধানে , দেখি নাই ফিরে।
কালীপ্রসন্ন সিংহ সাবিত্রী সত্যবান , হুতোম পেঁচার নকশা , নববাবুর বিলাস।
বিমল কর খড়কুটো , যদুবংশ , পূর্ণ-অপূর্ণ ,বালিকা বধূ , সীমারেখা।
বিষ্ণু দে নাম রেখেছি কোমল গান্ধার , দিবানিশি ,  উর্বশী , সন্দীপের চর।
দীনবন্ধু মিত্র নীল দর্পণ , সধবার একাদশী  , বিয়ে পাগল বুড়ো।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেজদিদি , পল্লী সমাজ , দত্তা , পথের দাবী , শ্রীকন্ত , কাশীনাথ , চরিত্রহীন , রামের সুমতি , বড়দিদি , বিন্দুর ছেলে।
রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি , গোরা , চতুরঙ্গ , গল্পগুচ্ছ , ঘরেবাইরে , বউ ঠাকুরানীর হাট , দুইবোন , শেষের কবিতা , চারঅধ্যায় , মালঞ্চ , গিতাঞ্চলি , রক্তকবরি , নৌকাডুবি।
সত্যজিৎ রায় সোনার কেল্লা , বাদশাহি আংটি , রয়্যাল বেঙ্গল রহস্য।
সত্যেনাথ দত্ত বিদায় আরতি , বেনু অ বীণা , কুহু ওকেকা , হোমশিখা , তীর্থ সামিল।
মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য , পুতুল নাচের ইতিকথা , পদ্মানদীর মাঝি , সোনার চেয়ে দামি , শহরতলী।
রাজশেখর বসু মেঘদুত , হুনমানের স্বপ্ন, নীলতারা।
অক্ষয় কুমার বড়াল কনকাঞ্চলি , প্রদীপ শংখ , ভুল, এরা।
বলাই চাঁদ মুখোপাধ্যায় মৃগয়া , জঙ্গম , কৈরথ, ডানা।
আশাপূর্ণা দেবী সুবর্ণলতা, বকুলকথা , প্রথম প্রতিশ্রুতি।
 মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ, শর্মিষ্ঠা , পদ্মাবতী , কৃষ্ণকুমারী।
কাজি নজরুল ইসলাম অগ্নিবিনা।

cloudquiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments