- সমুদ্রস্রোত সম্বন্ধীয় বিবরণ :-
পৃথিবীর আবর্তন ,বায়ুপ্রবাহ ,সমুদ্রজলের লবণতা ,উষ্ণতা ,ঘনত্ব প্রভৃতির তারতম্যজনিত করণে নির্দিষ্টদিকে, নিয়মিতভাবে একজায়গা থেকে অন্যজায়গায় ভুপৃষ্টের সমান্তরালে সমুদ্র জলের একমুখী প্রবাহকে সমুদ্রস্রোত বলা হয়।
সমুদ্রস্রোত দু প্রকারের হয়ে থাকে। যথা -a .উষ্ণ সমুদ্র স্রোত।
b .শীতল সমুদ্র স্রোত।
নিম্ন ও মধ্য অক্ষাংশ অঞ্চলে উষ্ণজলের স্রোত প্রবাহিত হলে তখন তাকে উষ্ণ সমুদ্রস্রোত বলা হয়।
এই উষ্ণ সমুদ্র স্রোত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর প্রভাবে উৎপত্তি ঘটে।
যেমন -উষ্ণ উপসাগরীয় স্রোত।
উচ্চ অখাংশের মেরু অঞ্চলে শীতল সমুদ্র জলের স্রোতকে শীতল সমুদ্র স্রোত বলা হয়।
মেরু বায়ুর প্রভাবে শীতল সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটে।
যেমন -শীতল ল্যাব্রাডার স্রোত।
সমুদ্রস্রোত সম্পর্কিত কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো ———
- ১.একস্থান থেকে অন্যস্থানে পরিবাহিত হতে পারে। এর নাম হলো -সমুদ্রস্রোত।
- ২.একস্থানে আবদ্ধ থেকে কেবলমাত্র ওঠানামা করে। এর নাম হলো -সমুদ্র তরঙ্গ।
- ৩.পৃথিবীর অভিকর্ষজটান যে অঞ্চলে সবচেয়ে বেশি সেই অঞ্চলের নাম হলো -মেরু অঞ্চল।
- ৪.বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার নাম হলো-গ্র্যান্ড ব্যাংক (96 হাজার বর্গ কিমি ,96 মি.গভীরতা বিশিষ্ট। )
১.সমুদ্র স্রোতের সময় জলের কিরূপ সরণ ঘটে ?-a .উলম্ব b .অনুভূমিক c .সরলরৈখিক d .কোনোটিই নয়।
Ans . b .অনুভূমিক ।
২.বায়ুর মোট শক্তির কত ভাগ সমুদ্রস্রোত উৎপত্তিতে সাহায্য করে ?-a .২-৩ %b .২-৬ %c .২-৪ %d .৫-৩ %।
Ans . c .২-৪ %।
৩.সমুদ্রস্রোতের প্রধান সর্ব নিয়ন্ত্রক হলো -a .আয়ন বায়ু b .পশ্চিমা বায়ু c .জেট বায়ু d .মৌসুমী বায়ু।
Ans . d .মৌসুমী বায়ু।
৪.জিব্রাল্টার ও বাব-এল-মান্দেব প্রণালীতে কোন কারণে সমুদ্রস্রোত দেখা যায় ?-a .উপকূলের আকৃতি b .হিমবাহের গলন c .লবণতার তারতম্য d .সমুদ্রজলের ঘনত্বের তারতম্য।
Ans . d .সমুদ্রজলের ঘনত্বের তারতম্য।
৫.মগ্নচড়া কিসের প্রভাবে সৃষ্টি হয় ?-a .সমুদ্রস্রোত b .সমুদ্রতরঙ্গ c .এল -নিনো d .লা- নিনো।
Ans . a .সমুদ্রস্রোত ।
৬.সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি ?-a .নিয়ত বায়ুপ্রবাহ b .পৃথিবীর আবর্তন c .বাষ্পীভবনের তারতম্য d .সমুদ্রজলের লবনত্ব।
Ans . a .নিয়ত বায়ুপ্রবাহ।
৭.জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণস্রোতের নামকি ?-a .ওয়াশিও স্রোত b .কুরোসিও স্রোত c .অ্যালুসিয়ান স্রোত d .কিউরাইল স্রোত।
Ans . b .কুরোসিও স্রোত।
৮.আফ্রিকার পূর্ব উপকূল ও মাদাগাস্কার দ্বীপের পশ্চিম পার্শ্ব দিয়ে প্রবাহিত স্রোতের নাম কি ?-a .মোজাম্বিক স্রোত b .অগুলহাস স্রোত c .সোমালি স্রোত d .মাদাগাস্কার স্রোত।
Ans . a .মোজাম্বিক স্রোত।
৯.মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণস্রোতের নাম কি ?-a .ক্যানারি স্রোত b .উত্তর নিরক্ষীয় স্রোত c .বাঙ্গুয়ালা স্রোত d .উপসাগরীয় স্রোত।
Ans . d .উপসাগরীয় স্রোত।
- বিভিন্ন সমুদ্রস্রোতের নাম গুলি বর্ণনা করা হলো :-
স্থান | স্রোতের নাম |
ভারত | মৌসুমী স্রোত। |
চিলি উপকূল | পেরু বা হামবোল্ড স্রোত। |
মেক্সিকো উপসাগর | উপসাগরীয় স্রোত। |
জাপানের পূর্ব উপকূল | কুরোসিও বা জাপান স্রোত। |
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ | ফকল্যান্ড স্রোত। |
আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূল | বেঙ্গুয়েলা স্রোত। |
উত্তমাশা,অন্তরীপ | আগুলাস স্রোত। |
ক্যালিফোর্নিয়া | ক্যালিফোর্নিয়া স্রোত। |
পর্তুগাল উপকূল | ক্যানারী স্রোত। |
মাদাগাস্কার | মাদাগাস্কার স্রোত |
- ভারত মহাসাগরের স্রোত গুলি হলো —
১.শীতল পশ্চিম অস্ট্রেলীয় স্রোত।
২.দক্ষিণ নিরক্ষীয় স্রোত।
৩.উত্তর নিরক্ষীয় স্রোত।
৪.মোজাম্বিক স্রোত।
৫.আগুলাস স্রোত।
৬.সোমালি স্রোত ও মৌসুমী স্রোত।
৭.মাদাগাস্কার স্রোত।
- আটলান্টিক মহাসাগরের স্রোত গুলি হলো —
১.কুমেরু স্রোত।
২.ব্রাজিল স্রোত।
৩.ক্যানারী স্রোত।
৪.উপসাগরীয় স্রোত।
৫.বেঙ্গুয়েলা স্রোত।
৬.উত্তর নিরক্ষীয় স্রোত।
৭.দক্ষিণ নিরক্ষীয় স্রোত।
৮.উত্তর আটলান্টিক স্রোত।
৯.ল্যাব্রাডার স্রোত ইত্যাদি।
- প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান সমুদ্রস্রোতের নাম গুলি হলো —
১.বেরিং স্রোত।
২.নিউ সাউথ ওয়েলস স্রোত।
৩.কুমেরু স্রোত।
৪.দক্ষিণ নিরক্ষীয় স্রোত।
৫.নিরক্ষীয় বিপরীত স্রোত।
৬.উত্তর নিরক্ষীয় স্রোত।
৭.পেরু বা হামবোল্ড স্রোত।
৮.ক্যালিফোর্নিয়া স্রোত।
৯.জাপান বা কুরোসিও স্রোত।
১০.আলাস্কা বা অ্যালুসিয়ান স্রোত।
১১.উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত।