Published Date : 21-04-06
186 Views
গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়ার পার্থক্য
বৈশিষ্ট্য | গ্রাম পজেটিভ | গ্রাম নেগেটিভ |
রঞ্জক ধর্ম | অ্যালকোহোল দ্বারা ক্রিস্টাল ভায়োলেট -আয়োডিনের বর্ণ বিধৌত হয় না বলে ব্যাক্টেরিয়া প্রতিরঞ্জকের বর্ণ ধারণ করে না অর্থাৎ বেগুনি বর্ণ ধারণ করে। | অ্যালকোহলে ক্রিস্টাল ভায়োলেটের রং ধুয়ে যাওয়ায় প্রতিরঞ্জক লাল বর্ণ ধারণ করে। |
পেপটাইডোগ্লাইকানের পরিমান | বেশি , কোশের শুস্ক ওজনের 20- 30 % | কম , সচরাচর কোশের শুস্ক ওজনের 10 – 20 % |
কোশ প্রাচীরের স্থুলত্ব | অধিক পুরু (25 – 80 nm ) | পাতলা (10 – 15 nm ) |
টিকোয়িক অ্যাসিড | উপস্থিত | অনুপস্থিত |
লিপিডের পরিমান | অত্যন্ত কম (0 – 2 % ) | বেশি (10 – 20 % ) |
টিকোরনিক অ্যাসিড | উপস্থিত | অনুপস্থিত |
কোশপর্দা | একস্তরবিশিষ্ট , কোশপ্রাচীরের ভিতরের দিকে থাকে। | কোশপর্দা ছাড়াও কোশপ্রাচীরের বাইরের দিকে একটি অতিরিক্ত বহিঃপর্দা থাকে। |
অধিবিষের (Toxin ) প্রকৃতি | অধিবিষ বহিঃকোষীয় (Exotoxin) | অধিবিষ অন্তঃকোষীয় (Endotoxin ) |
পেরিপ্লাজমিক স্থান | অনুপস্থিত | বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যপর্দা স্থানকে পেরিপ্লাজমিক স্থান বলে। যে অঞ্চলে পেপ্টাইডোগ্লাইকান নির্মিত সূক্ষ্ম কোশ প্রাচীরে স্তরটি থাকে। |
শুস্কতার প্রতিরোধ ক্ষমতা | বেশি | কম |
ফ্ল্যাজেলা | ফ্ল্যাজেলার বেসাল দানার ভিতরের চাকতি জোড়া (M ও S ) উপস্থিত। | ফ্ল্যাজেলার বেসাল দানার ভিতরে ও বাইরে (P ,L এবং M ,S ) দুজোড়া চাকতি থাকে। |
মেসোজোম | উপস্থিত | অনুপস্থিত |
কোরকোদ্গম | অনেক প্রজাতি কোরকোদ্গম (Budding ) পদ্ধতিতে প্রজনন করে। | কোরকোদ্গম দেখা যায়না। |
অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীলতা | পেনিসিলিনের প্রতি সংবেদনশীল কারণ পেনিসিলিন পেপ্টাইডোগ্লাইকেন স্তরকে বিনষ্ট করে। | পেনিসিলিনের প্রতি কম সংবেদনশীল হলেও স্ট্রেপ্টোমাইসিন , টেট্রাসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়টিকের প্রতি সংবেদনশীল। |
পিলি | অনুপস্থিত | উপস্থিত |
অন্তঃরেনু | অধিকাংশ প্রজাতিই অন্তঃরেনু (endospore ) গঠন করে। | অন্তঃরেনু গঠন করে না। |