গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়ার পার্থক্য
Published Date : 21-04-06
186 Views

গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়ার পার্থক্য

বৈশিষ্ট্য গ্রাম পজেটিভ গ্রাম নেগেটিভ
রঞ্জক ধর্ম অ্যালকোহোল দ্বারা ক্রিস্টাল ভায়োলেট -আয়োডিনের বর্ণ বিধৌত হয় না বলে ব্যাক্টেরিয়া প্রতিরঞ্জকের বর্ণ ধারণ করে না অর্থাৎ বেগুনি বর্ণ ধারণ করে। অ্যালকোহলে ক্রিস্টাল ভায়োলেটের রং ধুয়ে যাওয়ায় প্রতিরঞ্জক লাল বর্ণ ধারণ করে।
পেপটাইডোগ্লাইকানের পরিমান বেশি , কোশের শুস্ক ওজনের 20- 30 % কম , সচরাচর কোশের শুস্ক ওজনের 10 – 20 %
কোশ প্রাচীরের স্থুলত্ব অধিক পুরু (25 – 80 nm ) পাতলা (10 – 15 nm )
টিকোয়িক অ্যাসিড উপস্থিত অনুপস্থিত
লিপিডের পরিমান অত্যন্ত কম (0 – 2 % ) বেশি (10 – 20 % )
টিকোরনিক অ্যাসিড উপস্থিত অনুপস্থিত
 কোশপর্দা একস্তরবিশিষ্ট , কোশপ্রাচীরের ভিতরের দিকে থাকে। কোশপর্দা ছাড়াও কোশপ্রাচীরের বাইরের দিকে একটি অতিরিক্ত বহিঃপর্দা থাকে।
অধিবিষের (Toxin ) প্রকৃতি অধিবিষ বহিঃকোষীয় (Exotoxin) অধিবিষ অন্তঃকোষীয় (Endotoxin )
পেরিপ্লাজমিক স্থান অনুপস্থিত বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যপর্দা স্থানকে পেরিপ্লাজমিক স্থান বলে। যে অঞ্চলে পেপ্টাইডোগ্লাইকান নির্মিত সূক্ষ্ম কোশ প্রাচীরে স্তরটি থাকে।
শুস্কতার প্রতিরোধ ক্ষমতা বেশি কম
ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলার বেসাল দানার ভিতরের চাকতি জোড়া (M ও S ) উপস্থিত। ফ্ল্যাজেলার বেসাল দানার ভিতরে ও বাইরে (P ,L এবং M ,S ) দুজোড়া চাকতি থাকে।
মেসোজোম উপস্থিত অনুপস্থিত
কোরকোদ্গম অনেক প্রজাতি কোরকোদ্গম (Budding ) পদ্ধতিতে প্রজনন করে। কোরকোদ্গম দেখা যায়না।
অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীলতা পেনিসিলিনের প্রতি সংবেদনশীল কারণ পেনিসিলিন পেপ্টাইডোগ্লাইকেন স্তরকে বিনষ্ট করে। পেনিসিলিনের প্রতি কম সংবেদনশীল হলেও স্ট্রেপ্টোমাইসিন , টেট্রাসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়টিকের প্রতি সংবেদনশীল।
পিলি অনুপস্থিত উপস্থিত
অন্তঃরেনু অধিকাংশ প্রজাতিই অন্তঃরেনু (endospore ) গঠন করে। অন্তঃরেনু গঠন করে না।

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments