Published Date : 21-04-11
958 Views
ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য (Differences between Angiosperm and Gymnosperm )
ব্যক্তবীজী | গুপ্তবীজী |
ব্যক্তবীজী উদ্ভিদ সাধারণত বীরুৎজাতীয় হয় না। এরা প্রধানত বৃক্ষ জাতীয়। | অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদ বীরুৎজাতীয়। |
ব্যক্তবীজী উদ্ভিদ একলিঙ্গ প্রকৃতির এবং এরা মনোসিয়াস কিংবা ডায়োসিয়াস প্রকৃতির হতে পারে। | গুপ্তবীজী উদ্ভিদ একলিঙ্গ এবং উভলিঙ্গ প্রকৃতির এবং মনোসিয়াস কিংবা ডায়োসিয়াস প্রকৃতির হতে পারে। |
ব্যক্তবীজী উদ্ভিদরা সাধারণত বহুবর্ষজীবী। | গুপ্তবীজী উদ্ভিদের একবর্ষজীবী , দ্বিবর্ষজীবী এবং বহুবর্ষজীবী প্রকৃতির হতে পারে। |
ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জনন বিরল। | গুপ্তবীজী উদ্ভিদের অঙ্গজ জনন খুবই সাধারণ ঘটনা। |
ব্যক্তবীজী উদ্ভিদের জননাঙ্গে সৌন্দর্যবর্ধক অঙ্গ যেমন – বৃত্তি দলমন্ডল প্রভৃতি উপস্থিত থাকেনা। | গুপ্তবীজী উদ্ভিদের জননাঙ্গে বৃত্তি , দলমন্ডল প্রভৃতি সৌন্দর্যবর্ধক অঙ্গ উপস্থিত থাকে। |
পুং লিঙ্গধর উদ্ভিদের প্রোথ্যালিয়াল কোশ উপস্থিত থাকে। | পুং লিঙ্গধর উদ্ভিদের প্রোথ্যালিয়াল কোশ উপস্থিত থাকে না। |
এই জাতীয় উদ্ভিদের পরাগযোগ প্রক্রিয়া প্রধানত বায়ু দ্বারা সম্পন্ন হয় অর্থাৎ এরা বায়ুপরাগী। | গুপ্তবীজী উদ্ভিদের পরাগযোগ বায়ু , জল , পতঙ্গ , প্রাণী প্রভৃতি দ্বারা সম্পন্ন হয়। |
ডিম্বক উন্মুক্ত অবস্থায় থাকে এবং গর্ভ পত্র দ্বারা আবৃত থাকে না। | ডিম্বক উন্মুক্ত অবস্থায় থাকেনা গর্ভপত্র দ্বারা আবৃত থাকে। |
পরাগযোগের সময় পরাগরেণু সরাসরি ডিম্বকের মাইক্রোপাইল প্রান্তে এসে পড়ে। | পরাগযোগের সময় পরাগরেণু গর্ভমুন্ডে আপতিত হয় এবং অঙ্কুরিত হয়ে প্রানালীকার সৃষ্টি করে । এই পরাগ নালিকা গর্ভদন্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়। |
সস্য কলা নিষেকের পূর্বে গঠিত হয়। | সস্য কলা নিষেকের পূর্বে গঠিত হয়। |
দ্বিনিষেক ঘটে না। | দ্বিনিষেক ঘটে। |
স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম স্ত্রী লিঙ্গধর উদ্ভিদে উপস্থিত। | স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম স্ত্রী লিঙ্গধর উদ্ভিদে গঠিত হয় না। |
সস্য কলা হ্যাপলয়েড (n ) প্রকৃতির। | সস্য কলা ট্রিপলয়েড (3n ) প্রকৃতির। |
ব্যক্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোশ থাকে না। | গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোশ থাকে। |
ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেমে ট্রাকিয়া বা ভেসল অনুপস্থিত। | জাইলেমে ট্রাকিয়া বা ভেসল উপস্থিত। |
ক্লিভেজ পলিএম্ব্রায়োনি ব্যক্তবীজী উদ্ভিদের এমব্রিয়োজেনেসিসের গুরুত্ব পূর্ণ বৈশিষ্ট্য। | ক্লিভেজ পলিএম্ব্রায়োনি লক্ষ করা যায় না । |