ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য
Published Date : 21-04-11
958 Views

ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য (Differences between Angiosperm and Gymnosperm )

ব্যক্তবীজী গুপ্তবীজী
ব্যক্তবীজী উদ্ভিদ সাধারণত বীরুৎজাতীয় হয় না। এরা প্রধানত বৃক্ষ জাতীয়। অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদ বীরুৎজাতীয়।
ব্যক্তবীজী উদ্ভিদ একলিঙ্গ প্রকৃতির এবং এরা মনোসিয়াস কিংবা ডায়োসিয়াস প্রকৃতির হতে পারে। গুপ্তবীজী উদ্ভিদ একলিঙ্গ এবং উভলিঙ্গ প্রকৃতির এবং মনোসিয়াস কিংবা ডায়োসিয়াস প্রকৃতির হতে পারে।
ব্যক্তবীজী উদ্ভিদরা সাধারণত বহুবর্ষজীবী। গুপ্তবীজী উদ্ভিদের একবর্ষজীবী , দ্বিবর্ষজীবী এবং বহুবর্ষজীবী প্রকৃতির হতে পারে।
ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জনন বিরল। গুপ্তবীজী উদ্ভিদের অঙ্গজ জনন খুবই সাধারণ ঘটনা।
ব্যক্তবীজী উদ্ভিদের জননাঙ্গে সৌন্দর্যবর্ধক অঙ্গ যেমন – বৃত্তি দলমন্ডল প্রভৃতি উপস্থিত থাকেনা। গুপ্তবীজী উদ্ভিদের জননাঙ্গে বৃত্তি , দলমন্ডল প্রভৃতি সৌন্দর্যবর্ধক অঙ্গ উপস্থিত থাকে।
পুং লিঙ্গধর উদ্ভিদের প্রোথ্যালিয়াল কোশ উপস্থিত থাকে। পুং লিঙ্গধর উদ্ভিদের প্রোথ্যালিয়াল কোশ উপস্থিত থাকে না।
এই জাতীয় উদ্ভিদের পরাগযোগ প্রক্রিয়া প্রধানত বায়ু দ্বারা সম্পন্ন হয় অর্থাৎ এরা বায়ুপরাগী। গুপ্তবীজী উদ্ভিদের পরাগযোগ বায়ু , জল , পতঙ্গ , প্রাণী প্রভৃতি দ্বারা সম্পন্ন হয়।
ডিম্বক উন্মুক্ত অবস্থায় থাকে এবং গর্ভ পত্র দ্বারা আবৃত থাকে না। ডিম্বক উন্মুক্ত অবস্থায় থাকেনা গর্ভপত্র দ্বারা আবৃত থাকে।
পরাগযোগের সময় পরাগরেণু সরাসরি ডিম্বকের মাইক্রোপাইল প্রান্তে এসে পড়ে। পরাগযোগের সময় পরাগরেণু গর্ভমুন্ডে আপতিত হয় এবং অঙ্কুরিত হয়ে প্রানালীকার সৃষ্টি করে । এই পরাগ নালিকা গর্ভদন্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়।
সস্য কলা নিষেকের পূর্বে গঠিত হয়। সস্য কলা নিষেকের পূর্বে গঠিত হয়।
দ্বিনিষেক ঘটে না। দ্বিনিষেক ঘটে।
স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম স্ত্রী লিঙ্গধর উদ্ভিদে উপস্থিত। স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম স্ত্রী লিঙ্গধর উদ্ভিদে গঠিত হয় না।
সস্য কলা হ্যাপলয়েড (n ) প্রকৃতির। সস্য কলা ট্রিপলয়েড (3n ) প্রকৃতির।
ব্যক্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোশ থাকে না। গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোশ থাকে।
ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেমে ট্রাকিয়া বা ভেসল অনুপস্থিত। জাইলেমে ট্রাকিয়া বা ভেসল উপস্থিত।
ক্লিভেজ পলিএম্ব্রায়োনি ব্যক্তবীজী উদ্ভিদের এমব্রিয়োজেনেসিসের গুরুত্ব পূর্ণ বৈশিষ্ট্য। ক্লিভেজ পলিএম্ব্রায়োনি লক্ষ করা যায় না ।

 

1.7 3 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments