সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য
Published Date : 21-04-08
177 Views

সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য

বৈশিষ্ট্য সায়ানোফাইসি রোডোফাইসি
নিউক্লিয়াসের প্রকৃতি প্রোক্যারিওটিক , সুগঠিত নিউক্লিয়াস ও ক্রোমোজোম অনুপস্থিত। ইউক্যারিওটিক , সংগঠিত নিউক্লিয়াস ও ক্রোমোজোম থাকে।
রাইবোজোম 70s প্রকৃতির। 80s প্রকৃতির।
কোশীয় অঙ্গাণু প্লাস্টিড , মাইটোকন্ড্রিয়া প্রভৃতি দ্বি- একক আবরণী দিয়ে আবৃত কোশীয় অঙ্গাণু অনুপস্থিত। কোশে বিভিন্ন পর্দাবেষ্টিত কোশীয় অঙ্গাণু অনুপস্থিত।
সঞ্চিত খাদ্য বস্তু সায়ানোফাইসিয়ান স্টার্চ। রোডোফাইসিয়ান স্টার্চ।
যৌনতা যৌন জনন অনুপস্থিত। যৌন জনন উপস্থিত। যৌন জননাঙ্গের গঠন ও নিষেক পরবর্তী পরিবর্তন জটিল প্রকৃতির।
কোশপ্রাচীর ব্যাক্টেরিয়ার মতো পেপ্টাইডোগ্লাইকেন দিয়ে গঠিত। কোশপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দিয়ে গঠিত।
নাইট্রোজেন সংবন্ধন হেটেরোসিসটের সাহায্যে নাইট্রোজেন সংবন্ধন করে। নাইট্রোজেন সংবন্ধন ক্ষমতা নেই।
থ্যালাস দেহ এককোশী বা সূত্রাকার। বহুকোশী , সচরাচর হেটারোট্রিকাস ,পলিসাইফোনেসিয়াস প্রকৃতির (এককোশী Porphyridium )
বাসস্থান প্রধানত মিষ্টি জলে বাস করে। অধিকাংশই সমুদ্রের লবনাক্ত পরিবেশে জন্মায় (Batrachospermum মিষ্টি জলে বাস করে )।
ফাজ আক্রমণ সায়ানোফাজ দ্বারা আক্রান্ত হয়। e . g ., LPP – 1 , SM -1 ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না।
রঞ্জক পদার্থ শুধুমাত্র ক্লোরোফিল – a , মিক্সোজ্যান্থিন , মিক্সোজ্যান্থোফিল। ক্লোরোফিল – a , ক্লোরোফিল – d, জিয়াজ্যান্থিন , নিওজ্যান্থিন।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments