Published Date : 21-06-19
121 Views
বিভিন্ন ধাতুসংকর ও তাদের ব্যবহারের তালিকা
সংকর ধাতু | উপাদান | ব্যবহার |
পিতল | তামা ও জিঙ্ক | বাসনপত্র, টেলিস্কোপ, ব্যারোমিটার, জলের কল, কমদামী অলঙ্কার |
ব্রোঞ্জ | তামা ও টিন | মুদ্রা, মূর্তি, র্তিথালা, ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, ইলেকট্রিক যন্ত্রপাতি প্রভৃতি। |
কাঁসা বা বেল মেটাল |
তামা ও টিন | মূর্তি, র্তিঘণ্টা, ঘটি, বাটি প্রভৃতি জিনিসপত্র তৈরিতে। |
গান মেটাল | গান মেটাল | মূর্তি, র্তিবন্দুকন্দু ও ইঞ্জিনিয়ারিং কাজে। |
টাইপ মেটাল | সীসা, এন্টিমনি ও টিন | ছাপার অক্ষর তৈরি করতে। |
স্টেনলেস স্টিল | লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেল |
বাসনপত্র, মোটর ও মোটর সাইকেলের যন্ত্রাংশ প্রস্তুতিতে। |
ম্যাগনেলিয়াম | অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম | উড়োজাহাজের ফ্রেম ও তুলাদণ্ড প্রভৃতি প্রস্তুততে। |
মোনেল মেটাল |
নিকেল, তামা, লোহা ও ম্যাঙ্গানিজ | পাম্প, পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি ও বিমানের দেহাংশ তৈরিতে। |
নিকেল স্টিল | লোহা ও নিকেল | বিমানের প্রপেলার, রেল, বর্ম প্রর্ম স্তুতিতে। |
ডুরালুমিন | অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ |
বিমান, মোটরগাড়ির নানা অংশ, নৌকা, কল লাইনের পাত, উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষয় প্রতিরোধকে। |
জার্মান সিলভার | তামা, জিঙ্ক ও নিকেল | ফুলদানি, বাসনপত্র ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে |
অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ | তামা ও অ্যালুমিনিয়াম | মূর্তি, র্তিফটোফ্রেম, থালা ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে। |
রাংঝাল বা সোলডার |
সীসা ও টিন | ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। |
ইনভার | লোহা ও নিকেল | বাটখারা ও পরিমাপ যন্ত্র প্রস্তুতিতে। |
ইলেকট্রন | ম্যাগনেশিয়াম ও জিঙ্ক | মোটরগাড়ি ও বিমানের দেহাংশ তৈরিতে। |
মুদ্রা ধাতু | তামা ও নিকেল | আমেরিকার মুদ্রা। |
সোনার পারদ সংকর | সোনার ও পারদ | দাঁতের ফাঁক বন্ধ করতে ব্যবহৃত হয়। |
ডাচ মেটাল | তামা ও জিঙ্ক | ইমিটেশনের গহনা প্রস্তুত করতে। |
রোল্ড গোল্ড | তামা ও নিকেল | সস্তার অলঙ্কার প্রস্তুতিতে। |
ম্যাঙ্গানিজ স্টিল | লোহা ও ম্যাঙ্গানিজ | রেললাইন, ট্রামলাইন, হেলমেট, সিন্দুকন্দু প্রভৃতি তৈরিতে। |
ক্রোম স্টিল | লোহা ও ক্রোমিয়াম | বল বিয়ারিং, পেষণকারী যন্ত্রে ব্যবহৃত হয়। |