খেলার বিভিন্ন বিষয়
Published Date : 21-02-26
150 Views

খেলার বিভিন্ন বিষয়

বিষয় বিবরণ
দাবা খেলার জন্ম ভারতবর্ষে।
আমেরিকার জাতীয় খেলার নাম বেসবল।
‘আগো খাঁ’ কাপ হলো হকি খেলার প্রতিযোগিতা।
ভারতীয় ক্রিকেটের জনক বলা হয় রঞ্জিত সিং -কে।
ভারতে ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম ১৯২০ সালে।
মহামেডান ক্লাবের জন্ম ১৮৮৯ সালে।
মোহনবাগান ক্লাবের জন্ম ১৮৯১ সালে।
ভারতীয় ক্রিকেটে নতুন সংস্থা ।.c.c -এর প্রধান উদ্যোক্তা হলেন কপিলদেব।
উইম্বলডন টেনিস খেলা হয় ইংল্যান্ডে।
‘গলফ’ খেলার জন্ম ইংল্যান্ডে।
জুডো খেলার জন্ম ইংল্যান্ডে।
স্পোর্টস ডে হলো ২৯ অগাস্ট।
c.a.b -এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হলেন বিরাট কোহেলি।
টেস্ট ক্রিকেটে প্রথম ‘৭০০’ উইকেট পান শেন ওয়ার্ন।
ভারতীয় ফুটবলের জন্মভূমি বলা হয় কলকাতাকে।
পৃথিবীর শ্রেষ্ট ফুটবল দল হলো ব্রাজিল।
ভারতের জাতীয় খেলা কবাডি।
খো -খো খেলার জন্ম হলো ভারতের মহারাষ্ট্রে।
ভলিবল খেলার প্রচলন হয় সর্বপ্রথম ইংল্যান্ডে।
হকির ম্যাজিশিয়ান বলা হয় ভারতের ধ্যানচাঁদকে।
‘গ্যারিঞ্জা’ কে বলা হয় ফুটবলের ‘উড়ন্ত পাখি’।
২০০৭ সালে ভারতের ফুটবল দলের কোচ হলেন বব হাউটন।
জীবনের শেষ one day ম্যাচে ব্রায়ান লারা ১৮ রান করেন।
২০০৭ সালে মারা গেলেন ভারতের প্রাক্তন টেস্ট তারকা দিলীপ সার দেশাই।
ক্রিকেট কোচ বব উলমারের জন্ম হয়েছিল ভারতের কানপুরে।
২০০৭ সালে ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত হলেন ধীরেন ডে।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments