প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Part – 2)
Published Date : 21-03-23
154 Views

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals )

গ্রন্থির নাম অবস্থান কাজ
অগ্ন্যাশয় (Pancreas ) মেরুদন্ডি প্রাণীদের উদরগহ্বরে । পিত্ত রস ক্ষরণ করা ,বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণ করা ,লোহিত কণিকা উৎপন্ন করা।
জেলস গ্রন্থি (Zels gland ) মেরুদন্ডী প্রাণীদের চক্ষুপল্লবে । ক্ষরিত রস চক্ষু পল্লবকে সিক্ত রাখে এবং ঘর্ষণ জনিত আঘাত থেকে চোখকে রক্ষা করে ।
লিমফ গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি (Lymph glands ) মেরুদন্ডী প্রাণীদের দেহের বিভিন্ন অংশে । (প্লীহা ও টনসিল এই প্রকারের গ্রন্থি ) লিম্ফোসাইট শ্বেতকণিকা সৃষ্টি করা এবং রোগ জীবাণু ধ্বংস করা ।
ডিম্বাশয় (Ovary ) স্ত্রী মেরুদন্ডী প্রাণীদের উদরগহ্বরে । ডিম্বাণু সৃষ্টি করা ও নিঃসরণ করা।
স্তন গ্রন্থি (Mammary glands ) স্তন্যপায়ী প্রাণীদের বক্ষ ও উদরে। দুগ্ধ নিঃসরণ করা ।
শুক্রাশয় (Testis ) পুরুষ স্তন্যপায়ী প্রাণীদের স্ক্রোটাম গহ্বরে ,অন্যান মেরুদন্ডী প্রাণীর উদোর গহ্বরে । শুক্রকীট উৎপন্ন করা ও নিঃসরণ করা ।
অলফ্যাক্টরি গ্রন্থি (Olfactory glands ) স্তন্যপায়ীদের নাসিকা এপিথেলিয়ামএ । মিউকাস ক্ষরণ করা ,নাসাপথকে সিক্ত ও পিচ্ছিল রাখা ।
আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স (Islets of Langerhans ) মেরুদন্ডী প্রাণীদের অগ্নাশয়ের মধ্যে অবস্থিত । ইন্সুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসরণ করা ।
প্যারোটিড গ্রন্থি (Parotid glands ) মানুষ , গিনিপিগ ,খরগোশের কর্ণমূলে অবস্থিত লালাগ্রন্থি , কুনোব্যাঙের কর্ণ পটহের্ পাশে অবস্থিত বিষাক্ত থলি । লালা ক্ষরণ করা , ব্যাঙের ক্ষেত্রে বিষাক্ত পদার্থ ক্ষরণ করা ।
থাইমাস গ্রন্থি (Thymus glands ) স্তন্যপায়ী প্রাণীদের তথা মানুষের বক্ষ গহ্বরে ট্রাকিয়ার নিচে অবস্থিত । থাইমোসিন হরমোন নিঃসরণ করা ।
সাবলিঙ্গুয়াল গ্রন্থি (Sublingual glands ) স্তন্যপায়ী প্রাণীদের জিহ্বার নিচে অবস্থিত একপ্রকারের লালাগ্রন্থি। লালা নিঃসরণ করা ।
পিটুইটারি গ্রন্থি (Pituitary glands ) মেরুদন্ডী প্রাণীদের মস্তিষ্কের মুলদেশে অবস্থিত । STH ,TSH ,GTH ,ACTH, ADH, MSH ইত্যাদি হরমোন নিঃসরণ করা ।
সাবম্যান্ডিবুলার গ্রন্থি (Submandibular glands ) স্তন্যপায়ী প্রাণীদের নিম্ন চোয়ালের মেঝেতে অবস্থিত একপ্রকার লালাগ্রন্থি । লালা নিঃসরণ করা ।
প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid glands ) স্তন্যপায়ী প্রাণীদের থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থিত । প্যারাথরমন ক্ষরণ করা ।
ঘর্ম গ্রন্থি (Sweat glands ) স্তন্যপায়ী প্রাণীদের , প্রধানত মানুষের ত্বকে অবস্থিত। ঘর্ম নিঃসরণ করে দেহের তাপ নিয়ন্ত্রণ করা ।
থাইরয়েড গ্রন্থি (Thyroid glands ) স্তন্যপায়ী প্রাণীদের গ্রীবাদেশে অবস্থিত । থাইরক্সিন ,থাইরো -ক্যালসিটোনিন ,ট্রাই -আয়াডোথাইরোনিন হরমোন নিঃসরণ করা ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments