Published Date : 19-10-22
202 Views
মৃত্তিকা | জলধারণ ক্ষমতা | উপাদান | উৎপন্ন ফসল | চাষের গুরুত্ব |
হিউমাস | বেশি | অধিক পরিমান জৈব পদার্থযুক্ত মৃত্তিকা। | চা, বিভিন্ন ছত্রাক প্রভৃতি | চাষের পক্ষে অনুপযোগী |
এঁটেল | অত্যন্ত বেশি | কাদার পরিমান বেশি। এতে ৫০ ভাগ কাদা, ২৫ ভাগ বালি ও ২৫ ভাগ পলিকণা। | আম, জ্যাম, লিচু, কাঁঠাল প্রভৃতি | চাষের পক্ষে অনুপযোগী |
বেলে | অত্যন্ত কম | পলিকনার পরিমান বেশি।এতে বালির পরিমান ৮০ ভাগ, এবং ১০ ভাগ পলি, ও ১০ ভাগ কাদা ও সামান্য অজৈব লবন ও জৈব উপাদান। | বাদাম, শসা, কুমড়ো, পটল প্রভৃতি | চাষের পক্ষে খুব উপযোগী |
পলি | স্বাভাবিক | পলিকণার পরিমান বেশি। এতে ৫০ ভাগ পলিকণা, ৩০ ভাগ কাদা, ২০ ভাগ বালি। | পাঠ, ধান, রবিশস্য প্রভৃতি | চাষের পক্ষে অনুপযোগী |
নোনা | বেশি | অধিক পরিমানে ধাতব ও লবণযুক্ত পলি ও কাদা। | সুন্দরী, গরান, গেও, নারকেল প্রভৃতি | চাষের পক্ষে অনুপযোগী |
দোআঁশ | মাঝারি | পলি, কাদা, বালির সম পরিমান। | ধান, গম, আলু, ভুট্টা প্রভৃতি | চাষের পক্ষে উপযোগী |