বিভিন্ন প্রকার মৃত্তিকা (Different Types of Soil)
Published Date : 19-10-22
184 Views
মৃত্তিকা জলধারণ ক্ষমতা উপাদান উৎপন্ন ফসল চাষের গুরুত্ব
হিউমাস বেশি অধিক পরিমান জৈব পদার্থযুক্ত মৃত্তিকা। চা, বিভিন্ন ছত্রাক প্রভৃতি চাষের পক্ষে অনুপযোগী
এঁটেল অত্যন্ত বেশি  কাদার পরিমান বেশি। এতে ৫০  ভাগ কাদা, ২৫ ভাগ বালি ও ২৫ ভাগ পলিকণা। আম, জ্যাম, লিচু, কাঁঠাল প্রভৃতি চাষের পক্ষে অনুপযোগী
বেলে অত্যন্ত কম পলিকনার পরিমান বেশি।এতে বালির পরিমান ৮০ ভাগ, এবং ১০ ভাগ পলি, ও ১০ ভাগ কাদা ও সামান্য অজৈব লবন ও জৈব উপাদান। বাদাম, শসা, কুমড়ো, পটল প্রভৃতি চাষের পক্ষে খুব উপযোগী
পলি স্বাভাবিক পলিকণার পরিমান বেশি।  এতে ৫০ ভাগ পলিকণা, ৩০ ভাগ কাদা, ২০ ভাগ বালি। পাঠ, ধান, রবিশস্য প্রভৃতি চাষের পক্ষে অনুপযোগী
নোনা বেশি অধিক পরিমানে ধাতব ও লবণযুক্ত পলি ও কাদা। সুন্দরী, গরান, গেও, নারকেল প্রভৃতি চাষের পক্ষে অনুপযোগী
দোআঁশ মাঝারি পলি, কাদা, বালির সম পরিমান। ধান, গম, আলু, ভুট্টা প্রভৃতি চাষের পক্ষে উপযোগী
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments