- ভাইরাস এর আবিষ্কার (Discovery of Virus )
ক্যারোলাস কলুসিয়াস (১৫৭৬ খ্রি ) : টিউলিপ ফুলের পাপড়ির বর্ণ বৈচিত্র রোগ সৃষ্টিকারী জীবাণু যে ভাইরাস তা প্রথম ধারণা দেন।
ড : জেনার (১৭৯৬ খ্রি ) : সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের প্রতিরোধক হিসেবে টিকা দেওয়ার কথা উল্ল্যেখ করেন।
রবার্ট কক (১৮৭৬ খ্রি ) : হাম ,বসন্ত ,জলাতঙ্ক, মামস ইত্যাদি রোগগুলি যে ভাইরাস আক্রান্ত তা প্রথম ব্যাখ্যা দেন।
ডি. আই. আইভানোস্কি (১৮৯২ খ্রি ) : সংক্রামক তামাক পাতার রস ব্যাক্টেরিয়া ফিল্টারে পরিশ্রম করে সংক্রমণ যোগ্য তরলের সন্ধান পেয়েছিলেন।
এম. ডব্লু বেইজেরিনক (১৮৯৬ খ্রি ) : সংক্রামিত তরলকে ‘ভাইরাস ‘ আখ্যা দেন এবং ওই তরলকে ‘সংক্রামক জীবন্ত তরল পদার্থ ‘ বলে অভিহিহিত করেন।
টাকাহাসি (১৯৩৩ খ্রি ) : তামাক পাতায় মোজাইক রোগের ভাইরাস এর আকৃতি সম্বন্ধে বাখ্যা দেন।
স্ট্যানলি (১৯৩৫ খ্রি ) : TMV ভাইরাসকে সর্ব প্রথম কেলাসিত করতে সমর্থ হন।
বডেন এবং পিরি : ১৯৩৭ খ্রিস্টাব্দে ভাইরাস কে ‘সংক্রামক নিউক্লিও প্রোটিন অনু ‘ হিসেবে আখ্যায়িত হন।
হার্সে ও চেস (১৯৫২ খ্রি ) : ব্যাক্টেরিয়া ফাজের জেনেটিক মেটেরিয়াল যে DNA তা প্রমান করেন।
লিন্ডম্যান (১৯৫৭ খ্রি ) : পোলিওর টিকা আবিস্কার করেন।
ব্রেনার (১৯৫৯ খ্রি ) : T2 ফাজের গঠন বর্ণনা করেন।
সাফারমেন এবং মরিস (১৯৬৩ খ্রি ) : সায়ানোফাজ আবিষ্কার করেন।
ডিনার এবং রেমার (১৯৬৭ খ্রি ) : ভাইরোয়েড আবিস্কার করেন।
গটলিব (১৯৮১ খ্রি ) : HIV ভাইরাস আবিষ্কার করেন।
প্রুসিনার (১৯৫২ খ্রি ) : প্রায়নস আবিষ্কার করেন।