Published Date : 19-12-07
299 Views
- কোথায় প্রথম নাট্যশালা তৈরি হয়েছিল – এথেন্স
- ভারতের প্রথম বিদ্রোহী নাটকটির নাম কি – নীলদর্পণ
- কোন গ্রন্থে প্রাচীন নাটকের কহন লেখা আছে – নাট্যশাস্ত্র
- ‘নবান্ন’ নাটকটি কোন বিষয় নিয়ে লেখা – মন্বন্তর
- বিখ্যাত হিন্দি নাটক ” চরণ দাস চোর ” এর পরিচালক কে ছিলেন – হাবির তনবীর
- নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কি ধরনের নাটকে শ্রেষ্ঠত্ব লিভ করেছেন – পৌরাণিক
- নবীনচন্দ্র বসু রচিত সারা জাগানো নাটক কোনটি – বিদ্যাসুন্দর
- কোথায় আধুনিক হিন্দি নাটকের জন্ম হয় – কানপুর
- কোন নাটকের মাধ্যমে বাংলার পেশাদারী অভিনয় শুরু হয় – নীলদর্পণ
- রবীন্দ্রনাথ সর্বপ্রথম কোন নাটকে মঞ্চে আবির্ভূত হন – অলীকবাবু
- কোন বছর প্রথম সামাজিক নাটক মহারাষ্ট্রে মঞ্চত্ব হয়েছে – ১৮৬০ সালে
- অজিতেশ বন্দোপাধ্যায়ের নাট্যসংস্থার নাম কি – নান্দীকার
- কোন নাটক সংস্থা ” রক্তকরবী ” নাটকটি প্রথম প্রযোজনা করে – বহুরুপী
- ” রুদালি ” নাটকের পরিচালিকা কে ছিলেন – উষা গাঙ্গুলি
- রবীন্দ্রনাথের ” রাজর্ষি ” উপন্যাসকে অবলম্বন করে কোন নাটকটি রচনা করা হয় – বিসর্জন
- তৃপি মিত্র কোন নাটকে শুধু একা অভিনয় করে – অপরাজিতা
- তারকনাথ গঙ্গোপাধ্যায়ের ” স্বর্ণলতা ” উপন্যাসের নাট্যরূপটির নাম কি – সরলা
- ” কারাগার ” নাটকটি কার লেখা – মন্মথ রায়
- পৃথ্বী রঙ্গমঞ্চ কোথায় অবস্থিত – মুম্বাই
- ” এবং ইন্দ্রজিৎ ” নাটকটি কে রচনা করেন – বাদল সরকার