Published Date : 21-06-09
102 Views
মিশরীয় সভ্যতার সম্বন্ধে কিছু বিবরণ
- কোন সভ্যতা নদীর তীরে গড়ে উঠেনি – গ্রিক সভ্যতা।
- সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে কারা – ব্যাবিলনীয়রা।
- সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি কোন সভ্যতার আবিষ্কার – ইনকা সভ্যতা।
- ৩৬৫ দিনে একবছর হিসাবের আবিষ্কারক – মিশরীয়রা।
- পৃথিবীর প্রথম মানচিত্র অংকন করেন কারা – গ্রিকরা।
- রোমান সভ্যতা গড়ে উঠেছিল যে নদীর তীরে – টাইবার।
- সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল – মাতৃতান্ত্রিক।
- প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে – মিশরীয়রা।
- ‘মহেঞ্জোদারো’ কোন সভ্যতার অংশ – সিন্ধু।
- Aztec Civilization এর কেন্দ্রবিন্দু কোথায় ছিলো – মেক্সিকো।
- নারা সভ্যতা কোথায় উদ্ভব ঘটেছিলো – জাপান।
- মাচ্চু পিচ্চু কোন সভ্যতার নিদর্শন – ইনকা সভ্যতা।
- মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো – মেক্সিকো।
- গনতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে – গ্রীস।
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায় – ব্যাবিলনে।
- ৩০ দিনে মাস, ১২ মাসে বছর-এই হিসাব গুলোর প্রবর্তন করে কারা – মিশরীয়রা।
- সভ্যতার ইতিহাসে কারা সর্বপ্রথম চাকার ব্যবহার উদ্ভাবন করে – সুমেরীয়রা।
- হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিল কোন দেশে – মিশরে।
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ঊঠেছিল – মেসোপটেমিয়া।
- ‘মেসোপটেমিয়া’ কোন দেশের পূর্বনাম – ইরাক।
- মেসোপটেমিয়া’ এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে – ইরাক।
- সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি – মেসোপটেমীয়।
- কোন সভ্যতায় প্রথম ‘চাকা’ এর ব্যবহার প্রচলন হয় – সুমেরীয়।
- ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে – হাম্বুরাবি।
- পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় – ব্যাবিলন।
- ব্যাবিলন কোথায় – ইরাকে।
- ‘ব্যবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত – ইরাক।
- ‘ব্যবিলনের ঝুলন্ত উদ্যান’ কে প্রতিষ্ঠা করেছিলেন – নেবুচাদ নেজার।
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় – ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে।
- নিন্মের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করা হয় – ক্যালডীয়।
Quiz