পরিবেশ ও বাস্তুতন্ত্র (part – 4)
Published Date : 21-03-09
156 Views

পরিবেশ ও বাস্তুতন্ত্র

 বিষয় বিবরণ
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ অবস্থিত বঙ্গোপসাগরে ।
‘অলিভ টারটল’ বাংলাদেশের যে দ্বীপে পাওয়া যায় সেন্টমার্টিন দ্বীপে ।
প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবান জেলায় ।
যশোর জেলায় অবস্থিত বিল হলো ভবদহ ।
গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন হলো ৯ বর্গ কিলোমিটার ।
ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন ।
বাংলাদেশের সুন্দরবনে হরিণ দেখা যায় ২ প্রজাতির ।
বহুল আলোচিত মুহুরীর চর অবস্থিত ফেণী জেলায় ।
সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ-মার্ক ।
‘শুভলং’ ঝর্ণা অবস্থিত রাঙামাটি জেলায় ।
পূর্বাশা দ্বীপের অপর নাম হলো দক্ষিণ তালপট্টি ।
বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত কক্সবাজার ।
অর্থনৈতিক কর্মকান্ডের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশ হলো ২ প্রকার ।
সাংস্কৃতিক ও মানবিক পরিবেশের উপাদান নয় উদ্ভিদ ।
বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে ।
গ্যাস সম্পদ আহরনে বাংলাদেশকে ভাগ করা হয়েছে ২৩ টি ব্লকে ।
প্রথম খনিজ তেল পাওয়া যায় ১৯৮৬ সালে ।
কালো সোনা পাওয়া যায় কক্সবাজারে ।
বাংলাদেশের একমাত্র গন্ধক খনি অবস্থিত কুতুবদিয়া ।
মধুপুর বনকে বলা হয় পত্রঝরা বন ।
বাংলাদেশের প্রথম জলসম্পদ হচ্ছে পানি ও মাছ ।
বরেন্দ্র অঞ্চলের প্রধান কৃষিজ ফসল নয় গম ।
Smog – এ থাকে কুয়াশা ও ধোঁয়া ।
গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী নয় O2 ।
পরিবেশবাদী আন্দোলনকারী সংগঠন ‘গ্রীন পিস’ হলো নেদারল্যান্ড দেশের ।
বাংলাদেশের পানিতে আর্সেনিক গ্রহনযোগ্য মাত্রা হলো ০.০৫ ।
গ্রিন হাউজ শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৮৯৬ সালে ।
এসিড বৃষ্টির জন্য দায়ী হলো SO2 ।
তেজস্ক্রিয় বালু নয় লিগমাইট ।
বিটুমিনাস হলো কয়লা ।
বাংলাদেশের কঠিন শিলা পাওয়া যায় রংপুর ও দিনাজপুর অঞ্চলে ।
বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ নয় সোনা ।
প্রথম গ্যাসফিল্ড আবিস্কার হয় ১৯৫৫ সালে ।
সর্বশেষ গ্যাসফিল্ড আবিস্কার হয় নারায়ণগঞ্জে ।
পীট কয়লা পাওয়া গেছে ময়মনসিংহ জেলায় ।
সেন্টমার্টিনে পাওয়া যায় চুনাপাথর ।
একমাত্র গন্ধক খনিটি অবস্থিত কুতুবদিয়া ।
চিরহরিৎ বন হলো পার্বত্য বনাঞ্চল ।
ধুন্ধল গাছের কাঠ ব্যাবহৃত হয় পেন্সিল তৈরিতে ।
লালমাই পাহাড়ের মাটির রং হলো লাল।
বাংলাদেশে আর্সেনিকের মাত্রা হলো ০.০০৫ ।
গ্রিন হাউজ ১ম ব্যবহৃত হয় ১৮৯৬ সালে ।
অতি বেগুনী রশ্মি আসে সূর্য থেকে ।
এসিড বৃষ্টিতে যে এসিড থাকে সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড ।
গাড়ির ধোঁয়ায় থাকে CO ।
বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষনে কাজ করে IUCN প্রতিষ্টান ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন হয় ১৯৯৫ সালে ।
পরিবেশ নীতি গৃহিত হয় ১৯৯২ সালে ।
BAPA গঠিত হয় ২০০০ সালে ।
১ম গ্যাস ক্ষেত্রটি ছিলো হরিপুরে ।
প্রাকৃতিক গ্যাসের কূপে সামান্য পাওয়া যায় তেল ।
তেল উত্তোলন বন্ধ হয় ১৯৯৪ সালে ।
তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ভেড়ামারা ।
মধুপুরের গড়ে যে বৃক্ষ বেশি পাওয়া যায় শাল ।
আকাবা সমুদ্রবন্দরটি হলো জর্ডান দেশের ।
নিউইয়র্ক অবস্থিত হাডসন নদীর তীরে ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments