পরিবেশ ও বাস্তুতন্ত্র (Part – 6)
Published Date : 21-03-10
151 Views

পরিবেশে ও বাস্তুতন্ত্র সম্পর্কীয়

 বিষয় বিবরণ
পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল নগন্য ।
মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার পরিবেশের মধ্যে ।
মিনামাটা রোগ সৃষ্টিকারি ধাতব উপাদানটি হল পারদ ।
জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যাবস্থাকে বলে নীল বিপ্লব ।
পরিবেশের জল ও মৃত্তিকা হল ভৌত উপাদান ।
২০০১ খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর জনসংখ্যা ছিল ১ কোটি ৩০ লক্ষ ।
ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হল মাটি ।
সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হল সংস্কৃতি ।
পরিবেশের যথার্থ অর্থ হল মানুষের চারিপাশের সজীব ও নির্জীব উপাদান ।
ভূ-পৃষ্ট থেকে ১০০ কিমি উপরে অবস্থিত বায়ুমন্ডলীয় স্তরটি হল বিষমমন্ডল ।
যে সকল খাদ্য শ্রেণী গৌণ খাদকের উপর নির্ভরশীল তারা হল প্রাগৌণ খাদক ।
কৃত্তিম বাস্তুতন্ত্রের উদাহরণ হল অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র ।
একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে বলে জনসংখ্যা ।
শিম্ব জাতীয় উদ্ভিদের মুলের সঙ্গে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সহাবস্থান হল অনোন্যজীবত্ব প্রকৃতির রূপ ।
সিলিকন (si) ও অ্যালুমিনিয়াম (al) সমৃদ্ধ স্তরকে বলে সিয়াল স্তর ।
রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয় ১৯৭২ খ্রিস্টাব্দে ।
পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হল ২৪০ কোটি ।
আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে প্রায় প্রায় ৪০-৫০ লক্ষ বছর আগে ।
ভাইরাস হল একটি জৈব উপাদান ।
আম,আপেল প্রভৃতি ফল সংরক্ষণে,যে পদ্ধতি নেওয়া হয় কীটনাশক বিষ ব্যবহার করা ।
মৃত্তিকা হল এক প্রকার পরিবেশের ভৌত উপাদান ।
বনজ সম্পদের ওপর মানুষের চাহিদা বেড়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর ।
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হল বনভূমি ধ্বংস করা ।
জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ হল জলের অম্লতা বেড়ে যাওয়া ।
জৈব যুদ্ধ হল মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ ।
মিষ্টি জলের শতকরা তরল জল হিসেবে পাওয়া যায় ২০ ভাগ ।
শতকরা প্রায় ৭০ ভাগ জল ব্যাবহৃত হয় কৃষিতে ।
জলবাহিত রোগ হল টাইফয়েড ।
ভারতের মোট জনসংখ্যার গ্রামে বসবাস করে প্রায় ৭৫ শতাংশ ।
আগামী ৫০ বছরে কৃষি উৎপাদন বাড়ানো প্রয়োজন তিনগুন ।
পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য ।
ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে পক্রিয়ায় তা হল সৌরশক্তি ।
পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের মধ্যে মোটর গাড়ি চালাতে ব্যবহৃত হয় শতকরা ৫০ ভাগ ।
শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমান হল ৫০০ গ্রাম ।
ভার্মি কম্পোস্ট তৈরী করতে যে জীবটির সাহায্য লাগে তা হল কেঁচো ।
একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন শ্বাস গ্রহণ করে ২০,১৬০ বার ।
মানুষ কৃষিকাজ শিখেছিল ২০ লক্ষ বছর আগে ।
বায়ুমন্ডলে CO2 গ্যাসের পরিমান বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে ।
আবর্জনার স্তূপ থেকে যে গ্যাস নির্গত হয় তা হল ৪৭,০০০ ।
ভারতে প্রাণী প্রজাতির সংখ্যা হল ৮৯,০০০ ।
এক ফসলি কৃষি প্রধানত বৃষ্টি নির্ভর ।
ঝুম চাষ হল একপ্রকারের পাহাড়ি অস্থায়ী কৃষি ।
প্রকৃতির বাধা একটি উদাহরণ হল বন্যা ।
মানবজীবনের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য জরুরি উপাদান হল পরিবেশগত শৃঙ্খলা ।
বিয়োজক হল ছত্রাক ।
সমুদ্রপৃষ্ট থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে বলে ল্যাপসরেট ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments