প্রাণীদের রেচন অঙ্গ (Excretion in Animals)
Published Date : 19-04-03
1442 Views

প্রাণীদের রেচন :

প্রাণীদেহে অপচিতি বিপাকের ফলে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ সৃষ্টি হয় । এগুলো সাধারণত প্রাণীদের মুত্র ও ঘামের সাহায্যে দেহ থেকে নির্গত হয়ে যায়। এগুলো ছাড়া কার্বন ডাই-অক্সাইড, কিটোন বডি, বিলিরুবিন, বিলিভারডিন প্রভৃতিও রেচন পদার্থরূপে প্রাণীদেহে উত্পন্ন হয় এবং বিশেষ প্রক্রিয়ায় ওই সব রেচন পদার্থ দেহ থেকে নির্গত হয়ে যায়।

প্রাণীদের রেচনের বৈশিষ্ট্য:

  • প্রাণীদের রেচন পদার্থ তুলনামূলকভাবে বেশি জটিল এবং ক্ষতিকারক ।
  • প্রাণীদেহে প্রোটিন জাতীয় পদার্থের বিপাক বেশি হওয়ায় নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেশি পরিমাণে উত্পন্ন হয়।
  • বেশির ভাগ প্রাণীদেহে রেচন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হওয়ায় প্রাণীরা রেচন পদার্থগুলিকে দেহ থেকে বার করে দেয়।
  • বিশেষ কয়েকটি প্রাণীছাড়া প্রাণীদেহে রেচন পদার্থ সঞ্চিত থাকে না।
  • প্রাণীদের রেচন পদার্থ পুনরায় ব্যবহৃত হয় না।

কয়েকটি উল্লেখ্যযোগ্য প্রাণীর নাম ও তাদের রেচন অঙ্গের তালিকা সমূহ:

প্রাণী রেচন অঙ্গ
তারামাছ অ্যামিবোসাইট
মাকড়শা , কাঁকড়া , বিছে কক্সাল গ্রন্থি
ফিতাকৃমি , প্লানেরিয়া ফ্লেম কোশ
ঝিনুক কেবারের অঙ্গ
অ্যাসকারিস রেনেট কোশ
শামুক বোজানাসের অঙ্গ
কেঁচো নেফ্রিডিয়া
আম্ফিঅক্সাস সোলোনোসাইট
আরশোলা ম্যালপিজিয়ান
চিংড়ি সবুজ গ্রন্থি
কেঁচো , জোঁক নেফ্রিডিয়া
স্পঞ্জ , হাইড্রা দেহতল
মানুষ সহ অনান্য সকল মেরুদণ্ড প্রাণী এবং কয়েক প্রকার লোমাস্কা পর্ব ভুক্ত প্রাণী বৃক্ক
অ্যামিবা দেহগাত্র-প্লাজমা পর্দা ও সঙ্কোচনশীল গহ্বর

cloudquiz