বিখ্যাত সাহিত্যিক ও তাদের লেখা গ্রন্থ
Published Date : 21-03-02
127 Views

বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের লেখা গ্রন্থ

সাহিত্যিক

গ্রন্থ

রবীন্দ্রনাথ ঠাকুর

গোরা, গল্পগুচ্ছ ,ঘরেবাইরে,চোখের বালি,দুই বোন,চার অধ্যায়,গীতাঞ্জলি শেষেরকবিতা ,নৌকাডুবি ,রক্তকরবী,যোগাযোগ ,মালঞ্চ,চতুরঙ্গ ,বউ ঠাকুরানীর হাট।

কাজী নজরুল ইসলাম

অগ্নিবীণা ,দোলনচাঁপা,চিত্তনামা ,ফণীমনসা ,সর্বহারা ,নতুন চাঁদ ,বুল্বুল,বিষের বাসি।

জীবনানন্দ দাস

ঝরা পালক ,রূপসী বাংলা ,মহাপৃথিবী,বনলতা সেন ,পাণ্ডুলিপি ,সাতটি তারার তিমির।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শ্রীকান্ত ,পল্লীসমাজ ,পথের দাবী, মেজদিদি ,দত্তা,চরিত্র হীন ,বড়দিদি ,রামের সুমতি ,বিন্দুর ছেলে,বামুনের মেয়ে ,শেষপ্রশ্ন,বিপ্রদাস ,দেবদাস,গৃহদাহ ,শেষের পরিচয়।

দীনবন্ধু মিত্র

বিয়ে পাগল বুড়ো ,নীলদর্পণ,সধবার একাদশী ,লীলাবতী ,জামাই বারিক ,পোড়া মহেশ্বর,দ্বাদশ কবিতা ,কমলে কামিন।

মাইকেল মধুসূদন দত্ত

পদ্মাবতী ,শর্মিষ্ঠা ,ব্রজাঙ্গনা কাব্য ,মেঘনাদ বধ,কৃষ্ণকুমারী ,মায়াকান।

কালীপ্রসন্ন সিংহ

হুতোম পেঁচার নকশা , সাবিত্রী সত্যবান,নববাবুর বিলাস।

সুনীল গঙ্গোপাধ্যায়

সরল সত্য ,পূর্ব – পশ্চিম,সেইসময়,প্রথম আলো,অর্জু।

বিষ্ণু দে

উর্বশী দিবানিশি ,নাম রেখেছি কোমল গান্ধার ,সন্দীপের চ।

সমরেশ মজুমদার

বেলা -অবেলা -কালবেলা ,সিংহবাহিনী।

সত্যজিৎ রায়

বাদশাহী আংটি ,রয়্যাল বেঙ্গল রহস্য ,সোনার কেল্ল।

আশুতোষ মুখোপাধ্যায়

সাত পাকে বাঁধা ,অমর কণ্টক ,কাল তুমি আলেয়া ,নগর পারে রূপনগ।

প্রভাত কুমার মুখোপাধ্যায়

মাস্টারমশায়,কাশীবাসিনী,রসময়ী রসিকতা ,প্রণয় পরিনাম ,খোকার কান্ড, আদরিনী , দেবী ,মাতৃহীন, বি .এ. পাশ কয়েদ।

তারাশংকর বন্দোপাধ্যায়

নাগিন কন্যার কাহিনী ,রাধা ,জলসাঘর ,পঞ্চগ্রাম,পঞ্চপুত্তলী,হাঁসুলী বাঁকের উপকথা

মানিক বন্দোপাধ্যায়

পুতুল নাচের ইতিকথা ,শহরতলি ,সোনার চেয়ে দামি ,পদ্দা নদীর মাঝি ,দিবারাত্রির কাব্য ,ধরা বাঁধা জীবন ,দর্পন,চিহ্ন ,সার্বজনীন ,জয়ন্ত ,স্বাধীনতার স্বাদ,তেইশ বছর আগে পরে,নাগপাশ ,চালচলন ,মাটি ঘেঁষা মানুষ,শান্তিলতা ,মাঝির ছেল।

অক্ষয়কুমার বড়াল

প্রদীপ শঙ্খ,এসা,ভুল ,কনকাঞ্জল।

মোহিতলাল মজুমদার

হেমন্ত গোধুলী,বাংলা কবিতার ছন্দ,সাহিত্য বিজ্ঞান ,সপ্নপসারী,বিস্মরণী,ছন্দ চতুর্দশী।

জয়দেব

গীতগোবিন্দ।

বলাই চাঁদ মুখোপাধ্যায়

জঙ্গম, ডানা ,স্থাবর ,মৃগয়া , কৈরথ,ক্যানভাসার ,অক্ষমের আত্মকথা ,তিলোত্তমা ,ছোটোলোক ,দুধের দাম ,নাথুনির ম।

আশাপূর্ণা দেবী

বকুল কথা ,প্রথম প্রতিশ্রুতি ,সুবর্ণলতা।

 

মহাশ্বেতা দেবী

অরণ্যের অধিকার ।

তসলিমা নাসরিন

আমার মেয়েবেলা ,দ্বিখণ্ডিত ,উতলা হাওয়া,ক ,লজ্জা।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কপালকুণ্ডলা ,দুর্গেশনন্দিনী ,আনন্দমঠ ,কৃষ্ণকান্তের উইল ,রাজসিংহ ,রজনী, ইন্দিরা,চন্দ্রশেখর ,সীতারাম ,রাধারানী।

রাজশেখর বসু

গড্ডালিকা ,বাল্মীকি রামায়ন ,মেঘদূত ,নীলতারা,হনুমানের স্বপ্ন ,বিরিঞ্চিবাবা ,লম্বকর্ণ ,ভুষণ্ডির মাঠ,জাবালি ,শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড।

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

ইছামতি ,দেবযান,আদর্শ হিন্দু হোটেল ,পথের পাঁচালি,মৌরীফুল ,আরণ্যক ,বিপিনের সংসার ,অথৈ জল ,দুইবাড়ী,অনুবর্তন ,কেদাররাজা,অশনি সংকেত।

সত্যেন্দ্রনাথ দত্ত

বেনু ও বীণা,কুহু ও কেকা,তীর্থ সলিল ,বিদায় আরতি ,হোমশিখা।

সমরেশ বসু

অমৃত কুম্ভের সন্ধানে ,বিবর ,দেখি নাই ফিরে,প্রজাপতি।

বিমল কর

পূর্ণ অপূর্ণ,সীমারেখা ,যদুবংশ ,বালিকাবধূ ,খড়কুটো।

সৈয়দ মুজতবা আলী

ময়ূরকন্ঠী ,পরশপাথর ,অবিশাস্য ,চাচা কাহিনী।

কালী প্রসন্ন সিংহ

নববাবুর বিলাস ,সাবিত্রী সত্যবান ,হুতোম প্যাঁচার নকশ।

প্রেমেন্দ্র মিত্র

মোট বারো ,ভভিষ্যতের ভার ,মহানগর ,হয়তো ,পোনাঘাট পেরিয়ে ,স্টোভ ,শুধু কেরানি ,মোট বারো ,পুন্না।

নারায়ণ গঙ্গোপাধ্যায়

রেকর্ড ,বনতুলসী ,টোপ,বিতংস ,সৈনিক ,জান্তব ,বন জ্যোৎস্না,ফলশ্রুতি ,নক্রচরিত ,ভাঙা চশমা।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments