বাংলা সাহিত্যে বিখ্যাত লেখক ও তাদের লেখা উপন্যাস / চরিত্র
Published Date : 21-02-21
208 Views

বাংলা সাহিত্যে বিখ্যাত কয়েকজন লেখক ও তাদের লেখা কয়েকটি উপন্যাস / চরিত্র :

লেখক উপন্যাস চরিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর বৌঠাকুরানির হাট প্রতাপাদিত্য ,সুরমা ,উদয়াদিত,বসন্ত রায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লীসমাজ বিশ্বেসরি,রমেশ ,বেণী ঘোষাল ,রম।
বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় পথের পাঁচালী ইন্দিরা ঠাকরুন ,অপু,দূর্গা ,সর্বজয়া ,হরিহর।
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ মোবারক ,মানিকলাল,নির্মল কুমারী ,চঞ্চল কুমারী,রাজসিংহ।
রবীন্দ্র নাথ ঠাকুর শেষ প্রশ্ন অজিত,কম।
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় বড়দিদি যোগেন্দ্রনাথ শান্তি,প্রমীলা ,সুরেন্দ্রনাথ,মাধবী।
বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত অপর্ণা ও কাজল ,অপূর্ব রায় সর্বজয়া।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠ ভবানী,কল্যাণী ,পাঠক ,মহেন্দ্র।
রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে সন্দীপ ,নিখিলেশ,বিমলা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরাজ বউ রাজেন্দ্রবিরাজ ,পুঁটি,পীতাম্বর,নীলাম্বর,সুন্দরী।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় আদর্শ হিন্দু হোটেল পদ্মা ,কুসুম ও অতসী ,হাজারী,ঠাকুর।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল ভ্রমর ,গোবিন্দলাল ,রোহিনী।
রবীন্দ্রনাথ ঠাকুর গোরা হরিমোহিনী ,গোরা বা গৌরমোহন,লোলিতা,পরেশ,সুচরিতা,কৃষ্ণদয়াল,বরোদা সুন্দরী,বিনয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পন্ডিতমশাই চরণ কুসুম ,কুঞ্জ,ব্রজেশ্বরী ,বৃন্দাবন।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় চাঁদের পাহাড় ডিয়েগো আলভারেজ ,সংকর, তিরুম।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুন্ডলা পদ্মাবতী ,কপালকুন্ডলা,নবকুমার।
রবীন্দ্রনাথ ঠাকুর যোগাযোগ শ্যামা সুন্দরী ,নবীন ,কুমুদিনী ,মধুসূদন ,বিপ্রদাস।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রনাথ হরকালী ,ব্রজকিশোর ,ঠানদিদি,চন্দ্রনাথ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দৃষ্টি প্রদীপ জ্যাঠামশাই সীতা ,জিতু ,জ্যাঠাইমা ,দাদা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশনন্দিনী আয়েশা ,তিলোত্তমা।
রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি আশা,অন্নপূর্ণা,বিহারি,মহেন্দ্র,রাজলক্ষী,বিনোদিনী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস চুনিলাল পার্বতী ,ভুবন ,দেবদাস ,চন্দ্রমুখী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছামতী ভবানী ,রাজারাম রায় ,নীলু জগদম্বা ,তিলু।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষবৃক্ষ সূর্যমুখী ,কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা লাৱণ্য ,শোভনলাল ,কে টি রায় ,অমিত।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন দিবাকর কিরণময়ী,সাবিত্রী,সতীশ,হারান,সুরবালা,উপেন্দ্র।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেদার রাজা প্রভাস রাজলক্ষ্মী ,কেদার ,শরৎ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী শচীন্দ্র ,রজনী ,অমরনাথ।
রবীন্দ্রনাথ ঠাকুর চার অধ্যায় ইন্দ্রনাথ ,এলা,অতীন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তা নরেন বিজয়া ,বনমালী ,নলিনী ,রাসবিহারী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক রাজু পাঁড়ে ,বনোয়ারী কুন্তা,পাটোয়ারী,যুগলপ্রসাদ,সত্যচরণ।
প্রভাতকুমার মুখোপাধ্যায় রসময়ীর রসিকতা রসময়ী।
রবীন্দ্রনাথ ঠাকুর নৌকাডুবি নলিনাক্ষ,কমলা ,শৈলজা ,রমেশ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ সুরেশ অচলা,মহিম।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিপিনের সংসার বীনা ও মনোরমা, বিপিন ,বলাই মানী।
মাণিক বন্দ্যোপাধ্যায় পাশফেল বকুল , বিমল।
রবীন্দ্রনাথ ঠাকুর দুইবোন নীরদ,শশাঙ্ক ,ঊর্মিমালা,শর্মিলা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বামুনের মেয়ে গোলোক চাটুজ্যে ,প্রিয়নাথ মুখুজ্যে,অরুন রাসমণি।
মাণিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদীর মাঝি আনন্দ সুপ্রিয়া ,কুবের মাঝি ,রাসু ,হেরম্ব ,হোসেন মিয়া,মালতী।
রবীন্দ্রনাথ ঠাকুর মালঞ্চ আদিত্য ,নীরজা,রমেন ,সরলা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেনা পাওনা শিরোমনি ষোড়শী ,জীবানন্দ চৌধুরী ,নির্মল ,এককড়।
মাণিক বন্দ্যোপাধ্যায় জননী বকুল ,রাখাল শ্যামা ,মন্দাকিনী ,কমল,শীতল।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঝিন্দের বন্দি উদিত সিং ,গৌরীশঙ্কর রায় ,ধনঞ্জয় ক্ষেত্রী ,শংকর সিং।
উইলিয়াম শেক্সপীয়ার ম্যাকবেথ ব্যাঙ্কো লেডি ম্যাকবেথ ,ডানকান, ম্যাকবে।
রবীন্দ্রনাথ ঠাকুর চতুরঙ্গ শচীশ,দামিনী ,শ্রীবিলাস।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নববিধান ক্ষেত্রমোহন উষা,উমা ,শৈলেশ্বর ,বিভা।
মাণিক বন্দ্যোপাধ্যায় শহরতলী ধনঞ্জয় যশোদা ,যামিনী ও যোগমায়া ,সত্যপ্রিয় ,সুব্রত।
উলিয়াম শেক্সপীয়ার জুলিয়াস সীজার ব্রূটাস,জুলিয়াস সীজার।
রবীন্দ্রনাথ ঠাকুর করুনা মহেন্দ্র ,স্বরূপচন্দ্র ,করুনা ,নরেন্দ্র ,রজনী ,মোহিনী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবী সশিপদ ভারতী,অপুর্ব,ডাক্তার,সব্যসাচী,সুমিত্রা,তেওয়ারি,নবতারা।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঝিন্দের বন্দি শংকর সিং ,ধনঞ্জয় ক্ষেত্রী ,গৌরীশঙ্কর রায় ,উদিত সিং।
উইলিয়াম শেক্সপীয়ার হ্যামলেট লেয়ারতেস ক্লডিয়াস,ওফেলিয়া,মার্সেলাসবানার্ডো,হোরেশিও।
রবীন্দ্রনাথ ঠাকুর রাজর্ষি নক্ষত্র রায় ,রঘুপতি ,হাসি ,টাটা ওরফে ধ্রব,জয়সিং,কেদারেশ্বর।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ প্রশ্ন অজিত ,কমল ,শিবনাথ, অবিনাশ,সতীশ,নীলিমা,আশুতোষ ,হরেন্দ্র মনোরম। ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রাজদ্রোহী প্রতাপ সিং, কান্তিলাল চিন্তা ,শেঠ গোকুল দাস ,চম্পা।
উইলিয়াম শেক্সপীয়ার এন্টোনি ও ক্লিওপেট্রা পম্পি ,ডিমিস্ট্রিয়াস ক্লিওপেট্রা,এন্টোনি ভেরিয়াস।
রবীন্দ্রনাথ ঠাকুর প্রজাপতির নিবন্ধ শৈলবালা ,নির্পবালা ,অক্ষয় কুমার ,নির্বা লা ,বি পিন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত শাহজী পিয়ারী ,বৈষ্ণবী ,ইন্দ্র ,অভয়া,শ্রীকান্ত।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দাদার কীর্তি অমূল্য বীণা,কেদারনাথ চট্টোপাধ্যায় ,সরস্বতী।
উইলিয়াম শেক্সপীয়ার কিং লীওর গ্লস্টার রিগ্যান,এডগার ,লিওর ,কোর্ডেলিওর,এডমন্ড।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্রদাস বন্দনা ,দ্বিজদাস সতি,দয়ামতি,বিপ্রদাস।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিষের ধুঁয়া দীনবন্ধু সুহাসিনী ,অনুপম ,করবি ,কিশোর।
উইলিয়াম শেক্সপীয়ার টাইমন অব এথেন্স ফ্লোবিয়াস,অ্যালসিবিয়াদ ফার্নিয়া ,ফ্লেমিনিয়াস ,টাইমন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুভদা মালতী,সুরেন্দ্রনাথ জয়াবতী।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছায়াপথিক পান্ডুরঙ্গ রত্না ,রুস্তমজি,সোমনাথ।
উইলিয়াম শেক্সপীয়ার কোরিওলেনাস সিসিনিয়াস ভ্যালেরিয়া ,কায়াস মার্সিয়া।
উইলিয়াম শেক্সপীয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট ক্যাপিউলেট, বেনভোলিও ,রোমিও জুলিয়েট ,রোজালিন।
উইলিয়াম শেক্সপীয়ার মার্চেন্ট অফ ভ্যানিস শাইলক,নেরিস,গ্রাসিয়ানো,বাসানিও স্পর্শিয়া ,এন্টোনিও।
উইলিয়াম শেক্সপীয়ার ওথেলো ওথেলো ডেসডিমোনা,রডরিগো,এমিলিয়া ,ইয়াগ।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments