ভারতের প্রথম মহিলা (First Lady of India)
Published Date : 19-08-02
3030 Views
  • প্রথম মহিলা কংগ্রেস সভাপতি – সরোজিনী নাইডু
  • প্রথম মহিলা পাইলট – দূর্বা ব্যানার্জী
  • ভারতের প্রথম মহিলা প্রথম মহিলা প্রধানমন্ত্রী – ইন্দিরা গান্ধী
  • প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – সুচেতা কৃপালিনী
  • ভারতের প্রথম সবাক সিনেমা অভিনেত্রী – জুবেইদা
  • ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী – নার্গিস দত্ত
  • প্রথম ভারতীয় সংগীত শিল্পী যিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন জয় করেছেন – শুভলক্ষ্মী
  • প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা – আশাপূর্ণা দেবী
  • ভারতের প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী – দেবিকা রানী রোইরিচ
  • ভারতে প্রথম মিস ওলার্ল্ড – রিতা ফারিয়া
  • ভারতে প্রথম মিস উইনিভার্স – সুস্মিতা সেন
  • ভারতের প্রথম IPS মহিলা – কিরণ বেদী
  • প্রথম ভারতীয় এভারেষ্ট জয়ী মহিলা – বাচেন্দ্রী পাল
  • প্রথম দুবার এভারেস্ট জয়ী মহিলা – সন্তোষ যাদব
  • প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যালেন জয়ী – আরতি সাহা
  • ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি – প্রতিভা প্যাটেল
  • ভারতের প্রথম মহিলা স্পিকার – সুশীল আয়ার
  • ভারতের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি – আন্না চন্ডী
  • ভারতের সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি – মীরাসাহেব ফাতেমা বিবি
  • ভারতের প্রথম জিব্রাল্টার বিজয়িনী – আরতি প্রধান
  • ভারতের ইংরেজি ভাষার মহিলা কবি – তরু দত্ত
  • ভারতের প্রথম নির্বাচন মহিলা কমিশনার – রমা দেবী
  • ভারতের প্রথম মহিলা চিত্রকর – সুনয়নী দেবী
  • ভারতের রাজ্যসভার প্রথম মহিলা সদস্য – নার্গিস দত্ত
  • ভারতের প্রথম মহিলা যিনি ভারতরত্নে ভূষিত – ইন্দিরা গান্ধী
  • ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানকারী মহিলা – ড.কানেয়াল ভিকু
  • ভারতের প্রথম বুকার পুরস্কার জয়ী মহিলা – অরুন্ধুতি রায়
  • ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী মহিলা – মাদার টেরেজা
  • ভারতের প্রথম অলিম্পিক ব্রোঞ্জজয়ী ভারোত্তোলক – কর্নম মালেশ্বরী
  • ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম মহিলা ডেপুটি গভর্নর – যে.কে.উদেশী
  • ভারতের প্রথম মহিলা নেভি অফিসার – সোনালী ব্যানার্জী
  • ভারতের প্রথম স্থলবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল – পুনিতা অরোরা
  • ভারতের প্রথম নৌবাহিনীর ভাইস অ্যাডমিলার – পুনিতা অরোরা
  • ভারতের প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন্স এর চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর – সুষমা চাউলা
  • ভারতের প্রথম বিশ্ব অ্যথলেটিক্স চাম্পিয়ান – অঞ্জু ববি জর্জ

cloudquz

4.5 2 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments