Published Date : 21-06-30
562 Views
জীবন বিজ্ঞান এর গুরুত্ব পূর্ণ নলেজ
- কোন ফার্ণ বায়োফার্টিলাইজার হিসেবে হয়– আজোলা।
- কোন পাখির শীতঘুম দেখা যায়– পূর্বীল।
- প্লরা কিসের আবরণ– ফুসফুসের।
- পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কী– ওল্ফিয়া।
- ‘ব্রুনারের গ্রন্থি’ কোথায় থাকে– ক্ষুদ্রান্ত্রে।
- স্তনগ্রন্থি কীসের রূপান্তর– সিবেসিয়াস গ্ল্যান্ড।
- হর্মোন আবিষ্কৃত হয় কত সালে–১৯০৫ সালে।
- নীল জবাফুলের পাপড়িতে কী ধরণের কী প্লাস্টিড থাকে– ক্রোমোপ্লাস্টিড।
- মৃত জীবের বয়স নির্ণয়ে কী পদ্ধতি ব্যবহার করা হয়– রেডিওকার্বনডেটিং।
- একটি লাইসোজেনিক ভাইরাসের উদাহরণ কী– ল্যামডা ফাজ।
- সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটি– ইউক্যালিপটাস ( ১১৫ মিটার )।
- EDTA রক্ত তঞ্চন বিরোধী হিসাবে কোথায় ব্যবহৃত হয়– ব্লাড ব্যাঙ্কে।
- ডিম ও মাংসের জন্য কোন মুরগি ব্যবহার করা হয়– সাসেক্স।
- বাইপিনেরিয়া লার্ভা কোন প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়– তারামাছ।
- শুধুমাত্র ক্ষারীয় প্রোটিন দিয়ে তৈরি অণুজীবকে কী বলে– Prions.
- গ্যালাকটোজ বা, ফুক্টোজ মানবদেহের কোথায় গ্লুকোজে পরিণত হয়– লিভারে।
- সাময়িকভাবে শ্বাসক্রিয়া বন্ধ হলে তাকে কী বলে– অ্যাপনিয়া।
- পিটুইটারির অবক্ষয় ঘটলে তাকে কী রোগ বলে– সিমন্ডস রোগ।
- চার্লস শেরিংটন কী কারণে বিখ্যাত– স্নায়ুশারীরবিজ্ঞানী।
- ‘অ্যান্টি – সিরামে’ কী ধরণের সিরাম থাকে– অ্যান্টিবডি।
- কোন শাকে ভিটামিন- A সর্বাধিক ধনে থাকে– ধনেপাতা।
- কৃত্রিম বীজ প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী– মুরশিগেস স্কুগ।
- ‘দ্বিনিষেক’ ( Double Fertilisation ) প্রথম কে আবিষ্কার করেন– নওয়াশচিন।
- কানের বায়ুচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ– ইউস্টেচিয়ান নালী।
- GnRH বা, গোনাডোট্রপিন রিলিজিং হর্মোন মস্তিষ্কের কোথা থেকে ক্ষরিত হয়– হাইপোথ্যালামাস।
- পৃথিবীর একমাত্র বিষাক্ত গিরগিটির নাম কী– Horridum.
- কোথায় রক্তের হেপারিন উৎপন্ন হয়– বিভিন্ন প্রকার WBC- র মধ্যে।
- ‘বায়োমম্ব্রেন’ কাকে বলে– কোশ পর্দাকে।
- শিশুদের প্রোটিন অপুষ্টি জনিত রোগ কী– ম্যারাসমাস ও কোয়াশিওরকর।
- ডিহাইড্রেশনের সময় দেই তরলের পরিমাণ শতকরা কত বিনষ্ট হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে– ২০ % ।