Published Date : 21-06-12
192 Views
জীবন বিজ্ঞান এর গুরুত্ব পূর্ণ নলেজ
- উদ্ভিদগুলি মূলত তাদের পুষ্টি গ্রহণ করে – মাটি থেকে ।
- মৌমাছির বিষ কি – এসিডিক।
- রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজনীয় – ভিটামিন ‘কে’।
- শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয় – লিনিয়াস।
- কোষ আবিষ্কার হয় – ১৬৬৫ সাল।
- সর্বপ্রর্বথম কোষ আবিষ্কার করেন – রবার্ট হুক।
- সবুজ রঙের প্লাস্টিককে বলে – ক্লোরোপ্লাস।
- নিউক্লিয়াস আবিষ্কার করেন – রবার্ট ব্রাউন।
- জটিল টিস্যু কয় প্রকার – দুই।
- পাতা থেকে তৈরী খাদ্য কিসের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায় – সীভনলের।
- মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের হয় – চার।
- বীজহীন ফল উত্পাদনে ব্যবহৃত হয় – অক্সিন।
- কিডনি বিকল হওয়ার কারণ – ডায়াবেটিস।
- কিসে স্নেহ জাতীয় খাদ্য উপাদান সবথেকে বেশি থাকে – দুধ।
- সুস্থ মানসিকতা বিকাশে কোনটি অপরিহার – আমিষ।
- অস্থির বৃদ্ধিবৃ র জন্য কি প্রয়োজন – ক্যালসিয়াম।
- একটি মিশ্র স্নায়ুর নাম হল – ভেগাস ।
- মানুষের দীর্ঘ স্না র্ঘ য়ুর নাম – সায়াটিক নার।
- ‘কোষ’ কথাটির স্রষ্টা – রবার্ট হুক।
- দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় – সাইন্যাপস।
- কোন জীবকে কেলাসিত করা যায় – ভাইরাস নামক জীবকে ।
- ‘হেপাটাইসিস-বি’ ভাইরাস কোন রোগের কারণ – জন্ডিস ।
- ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ – আরশোলা।
- ইনসুলিনের অভাবে কি রোগ হয় – ডায়াবেটিস।
- মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম – লিভার।
- দেহ কোষের বিভাজন কোন প্রক্রিয়ায় সংঘটিত হয় – মাইটোসিস।
- স্তন্যপায়ী প্রাণীর করোটির সংখ্যা কত – বারো জোড়া।
- কোন রোগটি প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়রকর।
- স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত – সাতটি।
- সৌরশক্তির উৎস কি – পারমাণবিক সংযোজন।
- কোন রাশির একক ডাইন-সেকেন্ড – বল।
- অপটিক্যাল ফাইবারের কার্যনীর্য তি কি – আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ।
- কোন বলটি সংরক্ষী বল নয় – ঘর্ষণজর্ষ নিত বল।
- ‘হিগস বোসন’ কি – একটি মৌল কণা।
- বিদ্যু ৎ পরিবাহকের রোধের একক কি – ওহম।
- কোন রাসায়নিক মৌল মিনেমাটা রোগের জন্য দায়ী – পারদ।
Quiz