Published Date : 21-06-23
245 Views
পদার্থবিজ্ঞান এর কিছু নলেজ
- মোটর গাড়ির ভিউ ফাইন্ডার – উত্তল দর্পণ।
- বার্নিং গ্লাস রুপে ব্যবহৃত হয় – উত্তল লেন্স ।
- আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের প্রবক্তা -স্নেল ।
- ক্যামেরায় কী প্রকার লেন্স ব্যবহার করা হয় – অভিসারী লেন্স ।
- আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে – ফ্রিকোয়েন্সি ।
- পদার্থ বিদ্যায় নোবেলজয়ী সি ভি রমনের গবেষণা আলোর কোন ধর্মের সাথে সম্পর্কিত – বিক্ষেপণ ।
- রঙিন কাঁচ গুড়ো করলে সাদা দেখায় এর কারণ – বিক্ষিপ্ত প্রতিফলন ।
- রামধনু সৃষ্টির কারণ হলো – বিচ্ছুরণ ।
- রামধনুর উপরের বর্ণ কী – লাল ।
- কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক – লাল ।
- পরীক্ষামূলক ভাবে VIBGYOR তে মধ্যবর্ণ কোনটি – হলুদ ।
- সবুজ আলোয় আলোকিত ঘরে লাল ফুলকে কেমন দেখাবে – কালো।
- কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক – নীল ও হলুদ।
- দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত – ৪০০-৮০০nm।
- কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায় – নার্নস্টের বাতি।
- অবলোহিত বর্ণালি কোন যন্ত্রে সনাক্ত করা যায় – বোলোমিটার।
- আলোর প্রতিসরণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণ কত হয় – ০° ।
- বৃহৎ নভোবীক্ষণে অভিলক্ষ্য হিসাবে ব্যবহার করা হয় – লেন্স যুগ্ম।
- Armstrong একক ব্যবহৃত হয় – দূরত্ব নির্ণয়ে ।
- জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় – অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলনের জন্য ।
- আকাশকে নীল দেওয়া আলোর কোন ধর্মের জন্য – বিক্ষেপণ ।
- কোন প্রকার দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি হয় – উত্তল দর্পণের।
- রামধনু সৃষ্টির জন্য আমরা যে দুটি ঘটনা দেখতে পাই – বিচ্ছুরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
- সূর্য থেকে আগত আলোকরশ্মি – বহুবর্ণী ।
- নীচের কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি – নীল ।
- আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য – হ্রাস পায়।
- যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে -কম ।
- বায়ুমন্ডল না থাকলে মেঘমুক্ত আকাশকে কেমন দেখাত – কালো।
Quiz