পদার্থবিজ্ঞান এর জেনারেল নলেজ
Published Date : 21-06-22
312 Views

আলোক সম্পর্কিত বিভিন্ন তথ্য

  • কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি – বেগুনি।
  • কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম – লাল।
  • কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি – লাল।
  • কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম – বেগুনি।
  • কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি  – বেগুনি।
  • কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম – বেগুনি।
  • কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি  – বেগুনি।
  • কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম – লাল।
  • সিদ্ধান্ত : যে আলোর তরঙ্গ দৈর্ঘ কম তার প্রতিসরণ ও বিক্ষেপণ এবং বিচ্যুতি বেশি।
  • সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি – বেতার তরঙ্গ।
  • সবচেয়ে হ্মুদ্র তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি – গামা রশ্মি।
  • লাল আলোতে নীল রংঙের ফুল কেমন দেখায় – কালো।
  • লাল আলোতে সবুজ রংঙের ফুল কেমন দেখায় – কালো।
  • লাল আলোতে লাল রংঙের ফুল কেমন দেখায় – লাল।
  • নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল কেমন দেখায় – নীল।
  • নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখায় – কালো।
  • কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা বেশি – কালো।
  • কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা কম – সাদা।
  • পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ,আলোর –  প্রতিসরণ।
  • আকাশ নীল দেখার কারণ – নীল আলোর বিক্ষেপণ বেশি বলে।
  • সমুদ্রকে নীল দেখার কারণ – আপাতিত সূর্যরশ্মির বিক্ষেপণ।
  • সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন – লাল আলোর তরঙ্গ দৈর্ঘ বেশি বলে।
  •  সড়কে বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় – লাল আলোর তরঙ্গ দৈর্ঘ বেশি বলে।
  • প্রখর রোদে পিচ ঢালা রাস্তা পানি সিক্ত মনে হওয়ার কারণ  – আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
  • অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে – আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
  • আলো হলো একপ্রকার – তির্যক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
  • একটি আলোকরশ্মির লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে –  ০°।
  • একটি আলোকরশ্মির আপতন কোণ ৪০° হলে চ্যুতি কোণ কত হবে – ১০০°।
  • একটি সমতল দর্পনের বক্রতা ব্যাসার্ধ কত হয় – অসীম।
  • আলোর প্রতিসরণের প্রথম সূত্রের প্রবক্তা কে – টলেমি ।


Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments