Published Date : 21-06-26
329 Views
গুরুত্ব পূর্ণ কিছু খেলার জেনারেল নলেজ
- কোন ভারতীয় প্রথম কোনও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছে – অভিনব বিন্দ্রা।
- ‘রুনগ্রাডো মে ডে স্টেডিয়াম’ কোন দেশে অবস্থিত – নর্থ কোরিয়া।
- ‘গাম্বীট’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত – দাবা।
- এক ওভারে ছয়টি ছক্কা মারার ক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান কে – গারফিল্ড সোবার্স ।
- ‘রোভার্স কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত – ফুটবল ।
- নিম্নলিখিত কোন খেলাটি আবিষ্কার করেছেন ‘জেমস নাইস্মিথ ‘ – বাস্কেট বল ।
- নিম্নলিখিত কোনটি আগে ‘‘ব্রিটিশ এম্পায়ার গেমস ’’ নামে পরিচিত ছিল – কমনওয়েলথ গেমস ।
- স্বাধীন ভারতের কোন স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় – ফিরোজ শাহ কোটলা দিল্লী।
- নিম্নলিখিত কোন খেলাধুলায় ‘ডিসিশন রেফারেল সিস্টেম ’ ব্যবহৃত হয় – ক্রিকেট ।
- ‘বেনসন হেজেস কাপ ’ কোন খেলার সঙ্গে যুক্ত – ক্রিকেট ।
- ভারতের কোন খেলোয়াড় “পকেট ডায়নামো ” নামে বিখ্যাত ছিল – কে ডি যাদব।
- IPL ২০২১ – কোন দেশ আয়ো জন করেছে – ভারত।
- ২০২১ সালে IPL -এর কততম সংস্করন অনুষ্ঠিত হবে – ১৪ তম ।
- IPL২০২১ – এ সর্বমোট কতগুলি ম্যাচ খেলা হবে – ৬০ টি।
- IPL ২০২১ – এর ‘Title Sponsor’ কে – ভীভো ।
- IPL ২০২১ – এর সবচেয়ে দামী খেলোয়ার কে – ক্রিস মরিস।
- IPL ২০২১ – এর সবচেয়ে দামী খেলোয়ার ক্রিসমরিস কোন দেশের নাগরিক – দক্ষিণ আফ্রিক।
- IPL টিম ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ -এর নতুন নাম কী – পাঞ্জাব কিংস।
- IPL -এর প্রথম সংস্করন কবে অনুষ্ঠিত হয় – ২০০৮ সালে।
- ২০০৮ সালে অনুষ্ঠিত IPL -এর প্রথম সংস্করনের বিজেতা হল – রাজস্থান রয়্যালস।
- ভারতে IPL কোন সংস্থা দ্বারা পরিচালিত হয় – BCCI ।
- কবে BCCI -এর প্রতিষ্ঠা হয় – ১৯২৮ সালে।
- BCCI -এর সদরদপ্তর কোথায় অবস্থিত – মুম্বাই ।
- IPL টিম ‘দিল্লী ডেয়ারডেভিলস’ -এর নতুন নাম কী – দিল্লী ক্যাপিটালস।
- অলিম্পিক গেমসের প্রতীকের পাঁচপাঁটি রিং এর মধ্যে নীল রংটি কোন মহাদেশকে সূচিত করে – ইউরোপ।
- ‘চায়নাম্যান’- শব্দটি কোন খেলায় প্রযোজ্য – ক্রিকেট ।
- দাবা খেলার ফলকে কতগুলি ছক কাটা ঘর থাকে – চৌষটি ।
- ‘বিশপ’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত – দাবা।
- টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে – সি.কে. নাইডু ।
- প্রথম অলিম্পিক কবে হয়েছিল – ৭৭৬ B. C. ।
- অলিম্পিকে ফুটবল প্রথম কত সালে খেলা হয় – ১৯০০ সালে।
- পুরুষদের টেনিসে সবথেকে বেশিবার কে গ্যান্ড স্লাম খেতাব জেতেন – রড লেভার।
- ফুটবল খেলা কবে শুরু হয় – খ্রিষ্টীয় চতুর্থ শতকে ।
Quiz