Published Date : 21-06-05
161 Views
গুরুত্ত পূর্ণ কিছু সাধারণ জ্ঞান
- ‘এক্সপেরিমেন্টস ইন রিভিউলেশন’ – গ্রন্থটি কার লেখা – কুলদীপ নায়ার ।
- ‘ ডিফিক্যাল ডটার্স ’ – এর রচয়িতা ক – মঞ্জু কাপুর ।
- হিলিয়াম , নিয়ন , আর্গন , ক্রিপ্টন ও জেনন – এদের মধ্যে মিল কোথায় – সবকটি গ্যাসই নিস্ক্রীয় গ্যাস ।
- কঠিনতম অধাতু কি – হীরক ।
- প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত – ১০ লাখ ।
- মণিপুরে অবস্থিত হ্রদের নাম কি – লকটাক ।
- যােগ জলপ্রপাত কোন্ নদীতে অবস্থিত – কর্নাটকের সবরমতীতে ।
- লুসাই উপজাতি কোন্ রাজ্যে দেখা যায় – ত্রিপুরা ।
- “গাদ্দিস” উপজাতি কোন্ রাজ্যে দেখা যায় – হিমাচল প্রদেশ ।
- উরালি ’ উপজাতি কোন্ রাজ্যে দেখা যায় – কেরল ।
- চীন দেশে মাউন্ট এভারেস্টের নাম কি – মাউন্ট চোমােলাম ।
- বিজ্ঞানী মেঘনাদ সাহার আবিষ্কার কি – থিওরি অফ থার্মাল আয়ােনাইজেশন ’ তত্ত্ব ।
- ‘ যুগল বন্দী ’ – বইটি কার লেখা – গিরিরাজ কিশাের ।
- নল হ্রদ কোথায় অবস্থিত – কাথিয়াবাড় উপদ্বীপে ।
- ভারতের প্রধান শক্তি সম্পদ কি – কয়লা ।
- মাইকেল ফ্যারাডে ’ কি আবিষ্কার করেন – বৈদ্যুতিক মােটর ।
- ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি – চিল্কা হ্রদ ।
- ‘ রেডিয়াম ’ ও ‘ পেলােনিয়াম ’ কি ধরনের পদার্থ – তেজস্ক্রীয় পদার্থ ।
- ‘ মিনা ’ কোন রাজ্যের আদিবাসী – ত্রিপুরা ।
- কয়লা কি – মালাবার উপকূলের ক্ষুদ্র ক্ষুদ্র উপদ্বীপগুলিকে কয়লা বলা হয় ।
- ‘ এনামেল ’ মানুষের কোথায় থাকে – দাঁতে , মানুষের সবচেয়ে কঠিনতম অংশ ।
- ইউরােপিয়ান পার্লামেন্টে নির্বাচিত ভারতীয় বংশােদ্ভূত প্রথম মহিলা কে – নীনা গিল ।
- ‘ রেগুর ’ কি – কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ।
- বায়ুর ওজন আছে ’ – এ কথা প্রমাণ করেন – অটোভন গেরিক ।
- কোন্ বিচারপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি – মহম্মদ হিদায়তুল্লা । ( ১৯৭৯-১৯৮৪ )
Quiz