সাধারন জ্ঞান (General knowledge)Part-12
Published Date : 21-06-10
89 Views

গুরুত্ত পূর্ণ কিছু সাধারন জ্ঞান

  • বিশ্বের বৃহত্তম মরুভুমি – সাহারা মরুভূমি।
  • বড় মেট্রোপলিটন শহর কোনটি – নিউইয়র্ক।
  • “To be or not to be that is the question.”-এই বিখ্যাত উক্তিটি শেক্সপিয়ারের কোন নাটকের পাওয়া যায় – হ্যামলেট।
  • ফারেনহাইট স্কেলের ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কত – ০ডিগ্রি – ১০ ডিগ্রি।
  • কোন বাঙালি গ্রন্থকার অনিলা দেবী ছদ্মনামে ব্যবহার করতেন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
  • দৃষ্টিহীনদের পঠন পদ্ধতি আবিষ্কর্তা কে – লুই ব্রেইল
  • কোন দ্রব্য তার জন্য সোডা বোতল খুললে হিসি শব্দ হয় – কার্বন মনোক্সাইড।
  • আকাশ নীল কেন হয় – বায়ুমন্ডলে প্রবেশের সময় আলোর প্রতিসরণের জন্য।
  • রক্তচাপ পরিমাপ এ আমরা ব্যাবহার করি – স্ফিগমোনোমিটার ।
  • কচ্ছপ কি ধরনের প্রাণী – উভচর।
  • কোনটি চৌম্বক পদার্থ নয় – নিকেল।
  • ভারতের দীর্ঘতম নদী হল – গঙ্গা।
  • কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন – লর্ড উইলিয়াম বেন্টিং।
  • ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে – রাজস্থান।
  • ভারতের গোলাপি শহর বলা হয় – জয়পুর।
  • কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় – জাপান।
  • ভারতের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত – মুম্বাই ।
  • কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগ – তুলা।
  • মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত – নেপাল।
  • কেন্দ্রীয় ধান গবেষণাগার টি কোথায় অবস্থিত – কটক ।
  • কোন সমুদ্র স্রোত শীতল – পেরু স্রোত।
  • পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত – হাজিপুর।
  • কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল – ইন্দিরা গান্ধী খাল।
  • রসায়ন বিদ্যার জনক কে – রবার্ট বয়েল।
  • নীলনদের উৎস কি – ভিক্টোরিয়া হ্রদ।
  • কততম সংশোধনীতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায় – ৭৩ তম ।
  • সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কারণ – অনুনাদ।

Quiz
 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments