সাধারন জ্ঞান (General knowledge)Part-13
Published Date : 21-06-14
157 Views

গুরুত্ত পূর্ণ কিছু সাধারন জ্ঞান

  • কোন রোগটি প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়রকর।
  • সৌরশক্তির উৎস কি  – পারমাণবিক সংযোজন।
  • কোন রাশির একক ডাইন-সেকেন্ড  – বল।
  • লুনার কস্টিক কি  – সিলভার নাইট্রেট।
  • পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের – হাইড্রোজেন সালফাইড।
  • স্পেনের মুদ্রার নাম কি – ইউর।
  • ঘুমোট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র – গোয়।
  • ২০১৮-১৯ সালের মরসুমের রঞ্জি ট্রফি জিতল কোন দল – বিদর্ভ।
  • ইউক্রেনের রাজধানী কোনটি – কিয়েভ ।
  • রিজার্ভব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এখন কে – শক্তিকান্ত দাশ।
  • ডাবলিন কোন দেশের রাজধানী –  আয়ারল্যান্ড।
  • বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় আছে – আলিপুরদুয়ার ।
  • ২০১৯ সালের অট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতলেন কে – নাওমি ওসাক।
  • গোয়ার রাজ্যপাল এখন কে – মৃদুলা সিনহ।
  • “বিশ্ব তথ্য সংরক্ষন” দিবস কবে পালিত হয় – ২৮ জানুয়ার।
  • জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত – গলফ ।
  • “ডিসকভারি অফ ইন্ডিয়া” বইটির রচয়িতা কে – জওহরলাল নেহেরু।
  • “ঘাট প্রভা” পাখি অভয়ারণ্য কোন রাজ্যে আছে – কর্ণাটক ।
  • ১৯৩০ সালে মেদিনীপুরের কোথায় প্রথম লবন আইন অমান্য আন্দোলন হয় – কাঁথি ।
  • প্রাকৃতিক রেশম কত ধরনের হয় –  ৪ ধারনের ।
  • TMV কোন গাছের ক্ষতি করে – তামাক ।
  • নিচের কোন গাছের মুলে শ্বাস অঙ্গ আছে – সুন্দরি।
  • ভারতের প্রাচীনতম খনিজতেল উৎপাদক রাজ্য কোনটি – অসম।
  • কোন বছর ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা গড়ে উঠে – ১৮৩০ সালে।
  • কোন রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পরে -পাঞ্জাব ।
  • নিচের কোথায় গঙ্গা সমভূমিতে এসে পড়েছে – হরিদ্বার ।
  • কোন বছর জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে উঠে – ১৯৭৫ সালে ।


Quiz
 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments