সাধারণ জ্ঞান(General Knowledge)Part-14
Published Date : 21-06-20
131 Views

গুরুত্ত পূর্ণ কিছু সাধারন জ্ঞান

  • প্রাণী দেহের দীর্ঘতম কোষ হল – স্নায়ু কোষ.
  • গদর পার্টি কোথায় প্রতিষ্টিত হয়েছিল – সানফ্রান্সিসকো।
  • নিমগাছের ___ অংশ বহুমূত্র নিরাময়ে ব্যবহৃত হয় – পাতা।
  • কলোসিসা কী – গ্রাফাইট।
  • কবে কোলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় – ১৮৫৭ খ্রি :।
  • তড়িৎদ্বার রূপে ব্যবহৃত হয় – গ্রাফাইট।
  • মানুষের শরীরের কোন গ্রন্থিটি ‘Adamas Apple’ নামে পরিচিত – থাইরয়েড।
  • রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় – তরল হাইড্রোজেন ।
  • কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায় – নীল ।
  • ‘চুয়ার বিদ্রোহ’ কত সালে সংঘটিত হয় – ১৭৯৯ সালে।
  • একটি বরফের টুকরোর উপর কোন চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন হয় – কমে।
  • ‘ইপিকাক’ কি প্রকার মূলের ধরন – গুচ্ছিত মূল।
  • আলোকবর্ষ কিসের একক – দূরত্ব।
  • ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি কি – সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া।
  • শুকনোস্থান বাড়াতে নিচের কোনটি উপযোগী – জেরোফেট।
  • ‘তহকিক – ই – হিন্দ’ -এর রচয়িতা কে – অলবিরুনি।
  • কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা হয় – কুমারগুপ্ত।
  • কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিস্কর জমি দেওয়ার প্রচলন হয় –  সাতবাহন।
  • বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে – কৃষ্ণদেব।
  • ‘পঞ্চশীল’ কী – গৌতমবুদ্ধের উপদেহাবলী।
  • ‘সিরি’ শহরটি কে প্রতিষ্টা করেন – আলাউদ্দিন খিলজি।
  • সেলুকাস কত খ্রিস্ট পূর্বাব্দে ভারতে আসন – ৩০৩ খ্রিস্ট পূর্বাব্দে।
  • টাইগ্রিস নদীটি কোন দেশে প্রবাহিত হয় – ইরাক।
  • ভারতে রেনেসাঁসের মূল প্রবক্তা কে – রাজা রামমোহন রায়।
  • পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় –  ইব্রাহিম লোদী ও বাবর।
  • ‘ক্লোনিং’ শব্দটি কিসের সঙ্গে যুক্ত –  জিনবিদ্যা।
  • মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় – ইলিয়াম।
  • নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত –  ইনফ্লুয়েঞ্জা।
  • মার্টিনা হিঙ্গিস কে – টেনিস খেলোয়াড়।
  • সিমেন্ট ও মানুষের মধ্যে কোন মৌলটি সাধারণ – ক্যালসিয়াম।


Quiz 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments