সাধারণ জ্ঞান(General Knowledge) Part-2
Published Date : 20-09-17
331 Views
  • ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত – কলকাতা
  • ভারতের প্রথম লোহার সেতু কত সালে তৈরী করা হয়েছিল – ১৮১৫ সালে
  • ভারতের দীর্ঘতম সেতু কোনটি – মহাত্মা গান্ধী সেতু
  • ভারতের সবচেয়ে ব্যস্ততম সেতু কোনটি – রবীন্দ্র সেতু
  • ব্রিজ কথার অর্থ কী – সেতু
  • ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোথায় অবস্থিত – তামিলনাড়ু
  • ভারতের বৃহত্তম বসতবাড়ি কোনটি – রাষ্ট্রপতি ভবন
  • ভারতের দীর্ঘতম খাল কোথায় অবস্থিত – রাজস্থান
  • ভারতের বৃহত্তম গুহাটির নাম কী – অমরনাথ গুহা
  • ভারতের বৃহত্তম গুহা মন্দির কোথায় অবস্থিত – মহারাষ্ট্র
  • ভারতের প্রাচীনতম চার্চ কোনটি – সেন্ট থমাস চার্চ
  • ভারতের বৃহত্তম সিনেমা ও থিয়েটার হোল কোন রাজ্যে অবস্থিত – তামিলনাড়ু
  • ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি – দিল্লী
  • ভারতের প্রথম কলেজটির নাম কী – ফোর্ট উইলিয়াম কলেজ
  • ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি – বেথুন কলেজ
  • ভারতের প্রথম মেডিক্যাল কলেজ কোনটি – কলকাতা মেডিক্যাল কলেজ
  • ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি – থমসন কলেজ
  • ভারতের প্রাচীনতম বাঁধ কোন রাজ্যে অবস্থিত – তামিলনাড়ু
  • ভারতের উচ্চতম বাঁধ কোনটি – ভারকা বাঁধ
  • ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি – হীরাকুঁদ বাঁধ
  • ভারতের বৃহত্তম ব-দ্বীপের নাম কী – সুন্দরবন
  • ভারতের বৃহত্তম মুরুভুমির নাম কী – থর মুরুভুমি

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments