Published Date : 20-09-19
273 Views
- “হাইন্ড পার্ক ” কোথায় অবস্থিত – লন্ডনে
- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম কোন সালে “ভারতরত্ন ” খেতাব পেয়েছিলেন – ১৯৯৮ সালে
- কোন দেশ কমনওয়েলথ সদস্যপদ ত্যাগ করেছে – জিম্বাবুয়ে
- বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত – ২১টি
- ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংসদে মোট আসন সংখ্যা কত – ২৯৯টি
- রাষ্ট্রসংঘের প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন – ইউ থান্ট
- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কোন বছর চালু করা হয়েছিল- ১৮৭৬ সালে
- পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার আইন ও বিভাগের মন্ত্রী কে ছিলেন – মোহিনীমোহন বর্মন
- কোন সংস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরোধ জনিত সমস্যার সমাধান করে – অর্থ কমিশন
- ভারতের কোন রাজ্যের সরকারি কোন কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোনো ভূমিকা নেই – জম্মু ও কাশ্মীর
- ভারতবর্ষে কোন বছর থেকে অর্জুন পুরস্কার প্রদান করা শুরু হয় – ১৯৬১ সালে
- “মিনা” কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় – রাজস্থান
- “কোল” কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় – মধ্যপ্রদেশ
- “কথাকলি” নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত – কেরল
- ভারতবর্ষে ইংরেজি ভাষার মধ্যে দিতে শিক্ষা দানের প্রথা কবে সরকারি স্বীকৃতি পেয়েছিল – ১৮৩৫ সালে
- “পথের পাঁচালি” সিনেমায় সংগীত পরিচালক কে ছিলেন – পন্ডিত রবি শঙ্কর
- ফোটস্ট্যাট মেশিন কে আবিষ্কার করেছিলেন – কার্লসন
- “সুন্দরবন দিবস” কবে পালিত হয়ে থাকে – ২১ আগস্ট