Published Date : 20-09-20
280 Views
- বিশ্বের সর্বাধিক কার্বন ড্ৰাই অক্সাইড উৎপাদনকারী দেশের নাম কী – চীন
- কোন ভারতীয় বিপ্লবীর ছদ্মনাম নাম পি. এন. ঠাকুর – রাজবিহারী বসু
- রাশিয়ার তারকা নিকোলাই ভ্যালুয়েভের নাম কোন খেলার সঙ্গে যুক্ত – বক্সিং
- কোন মহিলা মহাকাশচারী মহাশূন্যে বেশি হাঁটার রেকর্ড গড়ে ছিলেন – সুনীতা উইলিয়ামস
- বাংলা ভাষার অস্ট্রোফিজিক্সের বই “বিশ্ব বিজ্ঞানী”-র লেখক কে – মনি ভৌমিক
- কার জীবনী নিয়ে রচিত গ্রন্থের নাম “রোমান্সিং উইথ লাইফ” – ধীরুভাই আম্বানি
- “দ্য এলিফেন্ড, দ্য টাইগার এন্ড দ্য সেলফোন” এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন – শশী থারুর
- কাকে রাষ্ট্রসংঘের স্থপতি বলা হয় – রুজভেল্ট
- ঋতুপর্ণ ঘোষের নির্দেশিত কোন চলচ্চিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন – দ্য লাস্ট লিয়র
- মানুষের উন্নতি পর্যায়ক্রম চারটি এই ধারণাটির প্রবক্তা কে ছিলেন – ডঃ আর্নেস্ট জোন্স
- চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত – চেন্নাই
- রাষ্ট্রসংঘের পর পৃথিবীর বৃহত্তম জোট কোনটি – ন্যাম
- স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ছিলেন – লালা অমর নাথ
- কোন মানুষ মহাকাশচারী হয়ে প্রথম মহাশূণ্যে পৌঁছান – ইউরি গ্যাগারিন
- “উড়ন্ত শিখ” নামে কে পরিচিত – মিলখা সিং
- রাগ ভৈরব কোন সময়ের গাওয়া গান – ভোরের সময়
- ফোটস্ট্যাস মেশিন কত সালে তৈরী করা হয়েছিল – ১৯৩৭ সালে
- চিন সরকারের কাছ থেকে চু চে তাং উপাধি কে পান – রবীন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্র নাথ ঠাকুরের পত্নী কে ছিলেন – মৃণালিনী দেবী