Published Date : 20-09-21
321 Views
- উন্নতমানের পানীয় জলের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের কোন রাজ্যে “সুজলা প্রকল্প” শুরু করেছে – কেরালা
- ভূপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে ভারতীয় লেখক ইন্দ্র সিংহের লেখা গ্রন্থের নাম কী – অ্যানিম্যালস পিপল
- “দাক্ষিণাত্যের ক্ষত আমার বিপদ ডেকে এনেছিল এবং দাক্ষিণাতেই আমার শেষ নিশ্বাস ত্যাগ হয়” – এই কথাটি কে বলে ছিলেন – ঔরঙ্গজেব
- “মহান বৃদ্ধ” নামে কে পরিচিত – দাদা ভাই নৌরজী
- ভারতসভা কবে স্থাপিত করা হয়েছিল – ১৮৭৬ সালে
- “অস্পৃশ্যতা মানুষ ও সমাজের বিরুদ্ধে চরম এক অপরাধ – এই উক্তিটি কার – মহাত্মা গান্ধী
- প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন – জে. পি. নিয়োগী
- বিল্পবী ক্ষুদিরাম বসুর জন্ম কোন গ্রামে হয়েছিল – মোহবনি
- “সিপাহী বিদ্রোহ” -কে কে জাতীয় স্বাধীনতা পরিকল্পিত যুদ্ধ বলেন – ভি. ডি. সাভাকর
- “ভারতীয় সংঙ্গীত শুধু মানুষকে নয় প্রাণীকেও মুগধ করে” এই কথাটা কে বলেছিলেন – আমির খুসুর
- ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত – থুম্বা
- ইউনিট ট্রাস্ট ও ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত – মুম্বাই
- ভারতের পুলিশ ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন – লর্ড কর্নওয়ালিশ
- কাকে কাশ্মীরের আকবর বলা হয় – জয়নাল আবেদিন
- “ফাদার মার্টিন” কার ছদ্মনাম – নরেন্দ্রনাথ ভট্টাচার্য্য
- বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন – গোপাল
- বিধবা বিবাহ আইন কোন বছর পাশ করা হয়েছিল – ১৮৫৬ সালে
- লাইফ ডিভাইন গ্রন্থটি কার লেখা – অরবিন্দ ঘোষ
- “গদর” শব্দের অর্থ কী – বিল্পব
- ভারতীয় বিল্পবের জননী কাকে বলা হয় – ভিকাজী রুস্তমজি কামা
- নৌবিদ্রোহ কবে ঘটেছিল – ১৯৪৬ সালে
- স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন – সর্বপল্লী রাধাকৃষ্ণণ
- বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন – ধর্মপাল
- কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন – আলাউদ্দিন খলজি