সাধারণ জ্ঞান(General Knowledge) Part-8
Published Date : 20-09-24
376 Views
  • কিসের সাহায্যে উদ্ভিদদের বয়স নির্ধারণ করা হয় – বর্ষ বলয়
  • পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটর মিলন পদ্ধতিকে কী বলে – নিষেক
  • “অতীশ” কথার অর্থ কী – প্রভু
  • “সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে ” এই সূত্রটির আবিষ্কার কে করেন – কেপলার
  • ফল পাকতে সাহায্য করে কোন হরমোন – ইথিলিন
  • অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়ে থাকে – বিটা
  • মানবদেহে ১০০ মিলিলিটার রক্তে শর্করার পরিমাণ কত থাকে – ৮০-১২০ গ্রাম
  • কোন রোগের অপর নাম “বিগ সি” – ক্যান্সার
  • SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী – কেলভিন
  • “নিদিষ্ট উষ্ণতায় কোনও ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়” এই সূত্রটি কার ছিল – বয়েলের
  • PV = TP সমীকরণটি মেনে চলে যে গ্যাসগুলি তাদের কী বলে – আদর্শ গ্যাস
  • সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে – বিউটেন
  • সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পান – ১৯৯২ সালে
  • জোনাকির আলো দেখা যায় কোন রাসায়নিক পদার্থ থাকার জন্য – লুসিফেরিন
  • সমুদ্রপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে – নট
  • কুয়াশায় খুবই ক্ষুদ্রাকৃতি জলকণা গুলিকে কী বলে – ফগ
  • আকাশে সর্বোচ্চস্তরের মেঘের নাম কী – সিসার
  • বায়ুর গতিবেগের একক কী – নট
  • কমনওয়েলথ কবে গঠিত হয়েছিল – ১৯২৬ সালে
  • কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত – লন্ডন

Quiz

4.5 2 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments