Published Date : 20-09-27
370 Views
- কোন নদীর উপর নাগার্জুন প্রকল্পের পরিকল্পনা করা হয় – কৃষ্ণা
- পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল – ১৫২৬ সালে
- কত সালে বাবরের মৃত্যু হয় – ১৫৩০ সালে
- ঘোড়ার পিঠে ডাকের ব্যবস্থা কে প্রচলন করেছিলেন – শেরশাহ
- “মনসব” কথার অর্থ কী – মর্যাদা
- পলাশীর যুদ্ধ কবে হয়েছিল – ১৭৫৭ সালে
- সূর্য সেনের ফাঁসি কবে হয়েছিল – ১৯৩৪ সালে
- কাকে রাসায়নিক দূত বলা হয় – হরমোন
- জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্জিত থাকে – যকৃতে
- “বন্দেমাতরম” গানটি কবে প্রথম গাওয়া হয়েছিল – ১৮৯৬ সালে
- মস্তিষ্কের টিস্যুর রং কী – ধুসুর
- কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে – “O”
- ভারতবর্ষে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়েছিল – ১৯০৫ সালে
- মানব দেহের রক্তরসে জলের পরিমাণ কত – ৯১.৯২%
- মানুষের দেহে লোহিত রক্ত কণিকার আয়ু কত – ১২০ দিন
- জীব বিজ্ঞানের জনক কাকে বলা হয় – এরিস্টটল
- মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি কোনটি – লিভার
- মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত – ৩১ জোড়া
- দাক্ষিণাত্যের কালো মাটির স্থানীয় নাম কী – রেগুন
- ভারতীয় সংবিধানে রিপাব্লিক কথাটি কোথা থেকে এসেছে – ফ্রান্স