Published Date : 21-06-24
220 Views
গুরুত্ব পূর্ণ কিছু সাধারন বিজ্ঞান
- পদার্থের ক্ষুদ্রতমা কণা – অণু।
- পদার্থের স্থায়ী মূল কণিকা – ইলেকট্রন,প্রোটন ও নিউট্রন।
- তেজস্ক্রিয় রশ্মিতে থাকে – আলফা,বিটা ও গামা কনিকা।
- পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা- পরস্পর সমান।
- পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে – অভিকর্ষ বল।
- বরফ গলনের সুপ্ত তাপ – ৮০ ক্যালরি।
- 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি – ৩৩২ মিটার/সেকেন্ড।
- সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় – লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে।
- সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি – সৌর রশ্মি।
- পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না – মধ্যাকর্ষণের জন্য।
- প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন – উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়।
- চা তাড়াতাড়ি ঠান্ডা হয় – কালো রংয়ের কাপে (কালো রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
- চা দেরীতে ঠান্ডা হয় – সাদা রং এর কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
- শব্দের গতি সবচেয়ে বেশি – কঠিন মাধ্যমে।
- শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয় মাধ্যমে।
- তিনটি মূখ্য বর্ণ – লাল,সবুজ ও নীল।
- ৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব – সর্বোচ্চ।
- ইউরেনিয়াম,নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল – তেজস্ক্রিয় পদার্থ।
- রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি।
- উন্নত ধরণের বিস্ফোরোক (ডিনামাইট) আবিষ্কার করে ধনী হয়েছিলেন – আলফ্রেড নোবেল।
- ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ – ডিজিটাল সিগনাল ডেটাবেজ।
- পীট কয়লা – ভিজা ও নরম।
- তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে – গ্রীনহাউস এফেক্ট।
- পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে – ফিউশন বিক্রিয়া।
- বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ।
- লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে – গ্যালভানাইজিং।
- আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে – মরিচিকায়।
- জল বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে।
- জল কঠিন,তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে।
- বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী – টাংস্টেন দিয়ে।
- CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে – ওজন স্তর।
Quiz