ভারতের ভূগোল(Geography Of India)Part-10
Published Date : 21-06-11
134 Views

ভূগোলের জেনারাল নলেজ

  • প্রাথমিক স্তরের কাজে নিযুক্ত কর্মীদের  – রেড কলার ওয়ার্কার বলে।
  • রেড কলার ওয়ার্কার কারা – কৃষক বা কৃষিকাজে নিযুক্ত কর্মীদের।
  • ব্লু কলার ওয়ার্কার (Blue-Collar Worker)  এই শব্দটি প্রথম কত সালে ব্যবহৃত হয় – ১৯২৪ সালে।
  • গৌণ স্তরের কার্যে (Secondary Activities) নিযুক্ত শ্রমিকদের – কায়িক শ্রম ওয়ার্কার (Blue-Collar Worker) বলে।
  • কায়িক শ্রম ওয়ার্কার বা (Blue-Collar Worker) কোন কাজের সাথে যুক্ত – কলকারখানা বা শিল্পের কাজে নিযুক্ত শ্রমিক।
  • ব্ল্যাক-কলার ওয়ার্কার (Black-Collar Worker) কাকে বলে  – যারা কয়লা ও খনিজ তেল উত্তোলনের কার্যে নিযুক্ত।
  • পিঙ্ক কলার ওয়ার্কার(Pink-Collar Worker) কাকে বলা হয় – সেবাক্ষেত্রের কার্যে (Tertiary Activities) নিযুক্ত কর্মীদের।
  • হোয়াইট কলার ওয়ার্কার (White-Collar Worker)কাকে বলা হয় – উচ্চ মেধা সম্পন্ন কোয়াটারনারী কাজের (Quaternary Activities) সাথে যুক্ত মানুষদের।
  • হোয়াইট কলার ওয়ার্কার (White-Collar Worker) কারা –  IT শিল্পে নিযুক্ত কর্মী, PSC, SSC, পর্যটন ও বিনোদন শিল্পে নিযুক্ত কর্মী ।
  • হোয়াইট কলার ওয়ার্কার (White-Collar Worker) এই শব্দটি প্রথম কে ব্যাবহার করেন – আপটন সিনক্লেয়ার(Upton Sinclair)।
  • গোল্ড-কলার কর্মী (Gold-Collar Worker) কাদের বালে –  তরুণ ও কমবেতনভুক্ত কর্মীদের নির্দেশিত করে, যারা শ্রমব্যয় করে আকর্ষণীয় সমৃদ্ধিলাভের ক্রিয়াকলাপে।
  • গোল্ড-কলার ওয়ার্কার (Gold-Collar Worker) কারা – লাউয়ের, ডক্টরস, রিসার্চ সায়েন্টিস্টস প্রমুখ ।
  • ইয়েলো-কলার ওয়ার্কার (Yellow-Collar Worker) কাকে বালে – সৃজনীমূলক কাজের সাথে যুক্ত ব্যক্তি
  • ইয়েলো-কলার ওয়ার্কার (Yellow-Collar Worker) কাজ কি – ফোটোগ্রাফার্স, ফিল্মমেকার্স, ডিরেক্টরস, এডিটরস।
  • গ্রীন-কলার ওয়ার্কার (Green-Collar Worker) কাকে বলে – প্রাকৃতিক উপাদানগুলিকে (সৌররশ্মি,জল,বায়ু প্রভৃতি) অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহারপোযোগী করে যারা।
  • গ্রীন-কলার ওয়ার্কার (Green-Collar Worker)  এই শব্দটি প্রথম ব্যবহার – প্যাট্রিক হেফার্নান (১৯৭৬)
  • গ্রীন-কলার ওয়ার্কার (Green-Collar Worker) কারা  – সোলার প্যানেলস, গ্রীনপিস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার – এ কর্মরত শ্রমিকরা,।
  • ওপেন-কলার ওয়ার্কার( Open-Collar Worker) কাজ কি – internet-এর মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় কাজ করা।
  • নো-কলার ওয়ার্কার (No-Collar Worker) কারা – সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও যেসকল ব্যক্তি ইকোনমিক একটিভিটি থেকে বিচ্যুত রয়েছেন
  • অরেঞ্জ -কলার ওয়ার্কার কাদের বলা হয়  – নগরবাসী কর্তৃক ধৃত কারাবাসী শ্রমিকরা।
  • যেসব ব্যক্তি কোনো কাজ থেকে retirement-এর পর পুনরায় কোনো কাজে নিযুক্ত হয় তাদের  কি বালে – গ্রে -কলার ওয়ার্কার ।
  • গ্রে -কলার ওয়ার্কার  উদাঃ – ফিরিফাইটার্স, পুলিশ অফিসার্স, হেলথকারে প্রফেশনালস, সিকিউরিটি গার্ডস,
  • ২০২০ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে –  টোকিও, জাপান ।
  • ২০১৬ সালের রিও অলিম্পিকের ভারতীয় অফিসিয়াল স্পনসর কে – আমূল।
  • ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারতের কোন মহিলা ব্যাডমিন্টনে রূপোর পদক পাই –  P.V. Sindhu.
  • আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে  – ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়।
  • উচ্চ ফলনশীল ধান বীজের নাম কর – IR-8, IR-20, TN-1, জয়া, রত্না, পঙ্কজ, বিজয়া, সোনা, গোবিন্দ।
  • হরপ্পা সভ্যতায় প্রধান দেবতা – পশুপতি শিব

Quiz
 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments