Published Date : 21-06-11
113 Views
ভূগোলের জেনারেল নলেজ
- সমুদ্রের মাঝে বা কোনও দ্বীপের আশেপাশে দৈত্যাকার রন্ধ্রকে – ব্লু হোল বলা হয়।
- ব্লু হোল এর গর্ভ অন্ধকার থাকে এবং তার জলকে দেখে মনে হয় – অনেক বেশি গাঢ় নীল।
- কোনো বিস্তৃত শুষ্ক বৃক্ষহীন অঞ্চলে জলের দ্বারা ব্যাপকভাবে সংকীর্ণ নালিকা ও রাভাইন সৃষ্টি হয়ে কি হয় – উৎখাত ভুমিরূপ সৃষ্টি হয়।
- গ্রীন লেক কোথাই অবস্থিত – অস্ট্রিয়ার স্টিরিয়া।
- গ্রীন লেক হ্রদের জলের গভীরতা হয় – ১ থেকে ২ মিটার।
- গ্রীষ্মে গ্রীন লেক এর জলের গভীরতা কত – ১২ মিটার।
- তিস্তা নদী কোথাই উৎপন্ন হয়েছে – সিকিমে।
- তিস্তা নদী কোথাই মিলিত হয়েছে – ব্রহ্মপুত্র নদে।
- কোকোয়া (Cocoa) গাছের ফলের বীজ থেকে কি হয় – চকোলেট প্রস্তুত হয়।
- ১ কেজি চকোলেট বানাতে কতোগুলো বীজ লাগে – ৩০০- ৬০০ টি বীজ লাগে।
- কোকোয়া কোথাই কোথাই উৎপাদিত হয় – আইভরি কোস্ট, ঘানা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো, নাইজেরিয়া, ভেনেজুয়েলা প্রভৃতি দেশে।
- কোকোয়া উৎপাদনে কোন দেশ প্রথম – “আইভরি কোস্ট” প্রথম।
- ভারতের অর্ধনগ্ন ফকির কাকে বলা হয় – গান্ধিজী।
- সিন্ধুবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না – লোহা।
- বাংলা ভাষায় প্রথম সংবাদ পত্রের নাম – সমাচার দর্পণ।
- আধুনিক ভারতের জনক – রাজা রামমোহন রায়।
- জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিল – ডাফরিন।
- কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় – ১৮৫৭।
- শেরশাহের সেনাপতি কে ছিলেন – ব্রহ্মজিৎ গৌড়
- কত সালে ফরাসী বিপ্লব হয়- ১৭৮৯ সালে।
- ভারতের প্রথম প্রধান মন্ত্রী – জওহরলাল নেহেরু ।
- কে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি – উমেশচন্দ্র ব্যানার্জি।
- ছিয়াত্তরের মন্বন্তর কোন সালে হয়েছিল – ১৭৭০ সালে।
- জিন্দাপীর কাকে বলা হয় – ঔরঙ্গজেব।
- শেরশাহের সমাধি কোথায় আছে – সাসারাম
- ভারতের তোতাপাখী কাকে বলা হয় – আমির খসরু।
- কাকে আয়ুর্বেদের জনক বলা হয় – চরক।
- বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজা কে – গোপlল।
- বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেন – ধর্মপাল।
- গীতগোবিন্দ কার রচনা – জয়দ।
- ভারতে দাস বংশের প্রতিষ্টাতা – কুতুবউদ্দিন আইবক।
- শিখ কথার অর্থ কী – শিষ্য।
- কাকে আয়ুর্বেদের জনক বলা হয় – চরক।
- মহাভারত কে রচনা করে – বেদব্যাস।
Quiz