ভারতের ভূগোল(Geography of India) Part-2
Published Date : 20-08-14
309 Views
  • নদী এবং সমুদ্র উপত্যকায় কোন ধরণের মৃত্তিকা বেশি দেখা যায় – পাললিক মৃত্তিকা
  • ভারতের কোন দুটি রাজ্য থেকে সর্বাধিক লৌহ আকরিক উত্তোলন করা হয় – বিহার ও ওড়িষ্যা
  • ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হল – ভুটান
  • ভারতের কটি রাজ্যের নেপালের সাথে সীমান্ত রয়েছে – ৫ টি
  • কর্কটক্রান্তিরেখাটি ভারতের কোন রাজ্যটির উপর দিয়ে গিয়েছে – ঝাড়খন্ড
  • ভারতে মোট কত কিলোমিটার সমুদ্র তট রয়েছে – ৭০০০ কিলোমিটার
  • কোন নদীটিকে মুক্তার শহর বলা হয় – তুতিকোরিন
  • ভারতের দীর্ঘতম বাঁধের নাম হল – হীরাকুঁদ বাঁধ
  • পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হল – এঞ্জেল জলপ্রপাত
  • ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হল – K-২
  • গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত – অস্ট্রেলিয়া
  • ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এর ব্যবহার শুরু হয়েছিল – ব্যাঙ্গালুরু
  • কোল ইন্ডিয়ার সদর দপ্তর কোন শহরে অবস্থিত – কলকাতা
  • ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লা পরিমান সর্বাধিক – ছত্তিশগড়
  • ভারতের কত শতাংশ অধিবাসী কৃষির উপর নির্ভরশীল – ৬০ শতাংশ
  • কোন প্রকার মাটিতে বাদাম ও তৈলবীজ উৎপাদন বেশি হয় – কৃষ্ণ মৃত্তিকা
  • কোন শহরে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অবস্থিত – পুসা
  • ভারতের মাথাপিছু কৃষিজমির পরিমান কত হেক্টর – ০.৪হেক্টর
  • ভারতের কত শতাংশ কৃষিজমি জলসেচর সুবিধা পায় – ৪৬ শতাংশ
  • মাহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলে – রেগুর মৃত্তিকা

Quiz

5 1 vote
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments