Published Date : 20-08-15
417 Views
- বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হল – এনিমোমিটার
- মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম হল – সিরোজেম
- শ্রীলংকাকে কোন প্রণালী ভারত থেকে বিছিন্ন করেছে – পক প্রণালী
- কোন শহর কে ভারতের রূঢ় বলা হয় – দুর্গাপুর
- ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত – উত্তরপ্রদেশ
- ভারতের প্রথম সুতার কল কোথায় স্থাপিত হয় – ঘুসিটিয়ে
- কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় – লোহা -ইস্পাত
- ভারতের কোন রাজ্যে পাটকলের সংখ্যা বেশি – পশ্চিমবঙ্গ
- ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র হল – ব্যাঙ্গালুরু
- ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ নাম হল – পরেশনাথ
- ভারতের কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত – বিহার
- ভারতের ইস্পাত নগরী কোন রাজ্যেকে বলে – জামশেদপুর
- ভারতের কোন শহর “বিজ্ঞান নগরীর” নামে খ্যাত – ব্যাঙ্গালুরু
- কোন শহর “প্রাচ্যের ম্যানচেস্টার” নামে খ্যাত – আহমেদাবাদ
- কোন শহরকে “মন্দিরের শহর” বলা হয় – বারাণসী
- ভারতের কোন রাজ্য একই সাথে চারটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে – উত্তরপ্রদেশ
- সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত – কাঠমান্ডু
- পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে – ভারত ও শ্রীলঙ্কা
- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম হল – মালদ্বীপ
Khub bhalo lagolo