ভারতের ভূগোল(Geography Of India)Part-9
Published Date : 21-06-04
119 Views

ভূগোলের জেনারাল নলেজ

  • স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোন জেলাটি ছিল না – কোচবিহার।
  • মানস সরোবর অবস্থিত – কৈলাস পর্বতশ্রেণিতে।
  • শিলং শহর অবস্থিত – খাসি পর্বতে।
  • ভারতের ধান উত্পাদনের হয় পশ্চিমবঙ্গে – ২৫%।
  • পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম – উত্তর প্রদেশের গোরখপুর জাংশন, যা ১৩৫৫.৪০ মিটার লম্বা।
  • ভারতের কয়লা প্রধানত – বিটুমিনাস।
  • পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয় – সমনতি রেখা।
  • লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত – মনিপুর।
  • ভারতে প্রথম চটকল স্থাপিত হয়েছিল – ১৭৭৫ সালে।
  • কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় – ঝিলম।
  • নর্মদা নদীর উত্পত্তি  – অমরকন্টক মালভূমি।
  • পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল – বায়োস্ফিয়ার।
  • পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল – নীলগিরি পর্বত।
  • ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক – তাপমান।
  • প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম – বন্দিপুর জাতীয় উদ্যান।
  • ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় – মহারাষ্ট্র।
  • ভারতের কোন রাজ্যে আখের উত্পাদন সর্বাধিক – উত্তরপ্রদেশ।
  • ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে – ৭.৫৫%।
  • পশ্চিমবাংলায় শিক্ষার হার – ৭৭%।
  • ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক – ঝাড়খন্ড।
  • সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছ – ম্যানগ্রোভ গাছের জন্য।
  • বঙ্গদেশের ব-দ্বীপের দক্ষিণ-পূর্বদিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছ – ‘Emergence’ বা উত্থান।
  • নর্মদা নদী প্রবাহিত হয় কোন উপত্যকা দিয়ে – চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা।
  • ভারতের ‘ল্যাটারাইটিক’ মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন – লৌহ কণায় সমৃদ্ধ।
  • মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে – রেগুর।
  • আয়তনে পৃথিবীর বৃহত্তম মহদেশ কোনটি – এশিয়া মহাদেশ।
  • এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি  – চীন।
  • ভারতের লিগনাইট খনি কোন রাজ্যে আছে – তামিলনাড়ু।
  • লোকসভার কোনো সদস্য কার কাছে তাঁর ইস্তফা জমা দেন – স্পিকারকে।

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments