Published Date : 19-04-11
226 Views
হাইকোর্ট সমুহ তালিকার ধারনা: ভারতের এককেন্দ্রিক বিচারব্যবস্থা জাতীয় স্তরে ভারতের সুপ্রিম কোর্ট ও রাজ্যস্তরে ২১টি উচ্চ আদালত নিয়ে গঠিত। উচ্চ আদালতগুলির সীমাতে পড়ে একটি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা কয়েকটি রাজ্য নিয়ে গঠিত একটি রাজ্যমণ্ডল। উচ্চ আদালতের নিচের স্তরে রয়েছে কয়েকটি নিম্ন আদালত; যথা: দেওয়ানি আদালত, পারিবারিক আদালত, ফৌজদারি আদালত, এবং একাধিক জেলা আদালত। ভারতীয় সংবিধানের ষষ্ঠ অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ, ধারা ২১৪ অনুযায়ী উচ্চ আদালতগুলি প্রতিষ্ঠিত।
হাইকোর্টের নাম | প্রতিষ্ঠাকাল | প্রতিস্থাপ্রাপ্ত আইন |
এলাহাবাদ হাইকোর্ট | ১৮৬৬ | হাইকোর্ট আইন,১৮৬১ |
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট | ১৯৫৪ | অন্ধ্র রাজ্য আইন,১৯৫৩ |
বোম্বে হাইকোর্ট | ১৮৬২ | হাইকোর্ট আইন,১৮৬১ |
কলকাতা হাইকোর্ট | ১৮৬২ | হাইকোর্ট আইন,১৮৬১ |
ছত্তিসগড় হাইকোর্ট | ২০০০ | মধ্যপ্রদেশ পূর্ণগঠন আইন,২০০০ |
দিল্লী হাইকোর্ট | ১৯৬৬ | দিল্লী হাইকোর্ট আইন,১৯৬৬ |
গুয়াহাটি হাইকোর্ট | ১৯৪৮ | ভারত সরকার আইন,১৯৩৫ |
গুজরাট হাইকোর্ট | ১৯৬০ | বোম্বে পূর্ণগঠন আইন,১৯৬০ |
হিমাচল প্রদেশ হাইকোর্ট | ১৯৭১ | স্টেট অফ হিমাচল প্রদেশ আইন,১৯৭০ |
জম্নু কাশ্মীর হাইকোর্ট | ১৯৪৩ | কাশ্মিরের পূর্ণগঠন আইন |
ঝাড়খণ্ড হাইকোর্ট | ২০০০ | বিহারের পূর্ণগঠন আইন |
কর্ণাটক হাইকোর্ট | ১৮৮৪ | মাইসোর হাইকোর্ট আইন,১৮৮৪ |
কেরালা হাইকোর্ট | ১৯৫৬ | রাজ্য পূর্ণগঠন আইন,১৯৫৬ |
মধ্যপ্রদেশ হাইকোর্ট | ১৯৫৩ | ভারত সরকার আইন,১৯৩৫ |
মাদ্রাজ হাইকোর্ট | ১৮৬২ | হাইকোর্ট আইন,১৮৬২ |
উড়িষ্যা হাইকোর্ট | ১৯৪৮ | উড়িষ্যা হাইকোর্ট অর্ডার,১৯৪৮ |
পাটনা হাইকোর্ট | ১৯১৬ | ভারত সরকার আইন,১৯১৫ |
পাঞ্চাব ও হরিহানা হাইকোর্ট | ১৯৪৭ | পাঞ্চাব হাইকোর্ট অর্ডার,১৯৪৭ |
রাজ্স্থান হাইকোর্ট | ১৯৪৯ | রাজস্থান হাইকোর্ট আইন,১৯৪৯ |
সিকিম হাইকোর্ট | ১৯৭৫ | ভারতীয় সংবিধানের ৩৮ তম সংশোধন আইন |
উত্তরাখণ্ড হাইকোর্ট | ২০০০ | উত্তরপ্রদেশ পূর্ণগঠন আইন,২০০০ |
মনিপুর হাইকোর্ট | ২০১৩ | উত্তর-পূর্ব পূর্ণগঠন আইন,২০১২ |
মেঘালয় হাইকোর্ট | ২০১৩ | – |
ত্রিপুরা হাইকোর্ট | ২০১৩ | – |