ভারতবর্ষের হাইকোর্ট সমুহ তালিকা (High Courts Summary in India)
Published Date : 19-04-11
226 Views

হাইকোর্ট সমুহ তালিকার ধারনা: ভারতের এককেন্দ্রিক বিচারব্যবস্থা জাতীয় স্তরে ভারতের সুপ্রিম কোর্ট ও রাজ্যস্তরে ২১টি উচ্চ আদালত নিয়ে গঠিত। উচ্চ আদালতগুলির সীমাতে পড়ে একটি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা কয়েকটি রাজ্য নিয়ে গঠিত একটি রাজ্যমণ্ডল। উচ্চ আদালতের নিচের স্তরে রয়েছে কয়েকটি নিম্ন আদালত; যথা: দেওয়ানি আদালত, পারিবারিক আদালত, ফৌজদারি আদালত, এবং একাধিক জেলা আদালত। ভারতীয় সংবিধানের ষষ্ঠ অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ, ধারা ২১৪ অনুযায়ী উচ্চ আদালতগুলি প্রতিষ্ঠিত।

হাইকোর্টের নাম প্রতিষ্ঠাকাল প্রতিস্থাপ্রাপ্ত আইন
এলাহাবাদ হাইকোর্ট ১৮৬৬ হাইকোর্ট আইন,১৮৬১
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ১৯৫৪ অন্ধ্র রাজ্য আইন,১৯৫৩
বোম্বে হাইকোর্ট ১৮৬২ হাইকোর্ট আইন,১৮৬১
কলকাতা হাইকোর্ট ১৮৬২ হাইকোর্ট আইন,১৮৬১
ছত্তিসগড় হাইকোর্ট ২০০০ মধ্যপ্রদেশ পূর্ণগঠন আইন,২০০০
দিল্লী হাইকোর্ট ১৯৬৬ দিল্লী হাইকোর্ট আইন,১৯৬৬
গুয়াহাটি হাইকোর্ট ১৯৪৮ ভারত সরকার আইন,১৯৩৫
গুজরাট হাইকোর্ট ১৯৬০ বোম্বে পূর্ণগঠন আইন,১৯৬০
হিমাচল প্রদেশ হাইকোর্ট  ১৯৭১ স্টেট অফ হিমাচল প্রদেশ আইন,১৯৭০
জম্নু কাশ্মীর হাইকোর্ট ১৯৪৩ কাশ্মিরের পূর্ণগঠন আইন
ঝাড়খণ্ড হাইকোর্ট ২০০০ বিহারের পূর্ণগঠন আইন
কর্ণাটক হাইকোর্ট ১৮৮৪ মাইসোর হাইকোর্ট আইন,১৮৮৪
কেরালা হাইকোর্ট ১৯৫৬ রাজ্য পূর্ণগঠন আইন,১৯৫৬
মধ্যপ্রদেশ হাইকোর্ট ১৯৫৩ ভারত সরকার আইন,১৯৩৫
মাদ্রাজ হাইকোর্ট ১৮৬২ হাইকোর্ট আইন,১৮৬২
উড়িষ্যা হাইকোর্ট ১৯৪৮ উড়িষ্যা হাইকোর্ট অর্ডার,১৯৪৮
পাটনা হাইকোর্ট ১৯১৬ ভারত সরকার আইন,১৯১৫
পাঞ্চাব ও হরিহানা হাইকোর্ট ১৯৪৭ পাঞ্চাব হাইকোর্ট অর্ডার,১৯৪৭
রাজ্স্থান হাইকোর্ট ১৯৪৯ রাজস্থান হাইকোর্ট আইন,১৯৪৯
সিকিম হাইকোর্ট ১৯৭৫ ভারতীয় সংবিধানের ৩৮ তম সংশোধন আইন
উত্তরাখণ্ড হাইকোর্ট ২০০০ উত্তরপ্রদেশ পূর্ণগঠন আইন,২০০০
মনিপুর হাইকোর্ট ২০১৩ উত্তর-পূর্ব পূর্ণগঠন আইন,২০১২
মেঘালয় হাইকোর্ট ২০১৩
ত্রিপুরা হাইকোর্ট ২০১৩

cloudquiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments