ইতিহাসের সময়সারণী (Historical Time Table)
Published Date : 19-01-20
334 Views
সময় বিবরণ
২৫০০-১৮০০ সিন্ধু সভ্যতা
৫৯৯ মহাবীর-এর জন্ম,নির্বাণ ৫২৩ খ্রিঃ পূঃ
৫৬৩ গৌতম বুদ্ধর জন্ম,নির্বাণ ৪৮৩ খ্রিঃ পূঃ ।
৩২৭-২৬ আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং ভারত ও ইউরোপেরমধ্যে যোগাযোগর রাস্তা উমুক্ত হয় ।
২৬৯-২৩২ অশোকের রাজত্বকাল।
২৬১ কলিঙ্গ যুদ্ধ ।
৫৭ বিক্রম যুগ শুরু ।
৩০ দেওয়ান-এ সাতবাহন বংশ,পাণ্ড্যদের দক্ষিণের সাম্রাজ্য
৩২৬ হিদাষ্পিস যুদ্ধে আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন
২৬১ অশোক কলিঙ্গকে পরাজিত করেন
৭৮ শক যুগ শুরু
৭৮ কূষাণ সম্রাট কনিষ্ক সিংহাসন আরোহণ করেন
৩২০ গুপ্ত যুগ শুরু।
৩৬০ সমুদ্রগুপ্ত সমগ্র উত্তর ভারত জোয় করেন।
৩৮০-৪১৩ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যর শাসন, কালিদাস-এর অবতীর্ণ কাল।
৪০৫ চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারত অভিযান করেন।
৬০৬-৬৪৭ হর্ষবর্ধন-এর রাজত্ব কাল।
৬৩০-৬৪৪ হিউয়েন সাং ভারতে আসেন।
৬২২ হিজরি সন শুরু।
৭১২ মহম্মদ বিন কাশিম-এর আরব আক্রমন।
১০০১-১০২৭ মহম্মদ গজনির পুনবার আক্রমন।
১০১৭ অলবিরুনি ভারত অভিযান করেন।
১০২৫ গজনীর সোমনাথ মন্দির লুঠ।
১০২৬ গজনীর সুলতান মামুদ সোমনাথ মন্দির লুঠ করেন।
১১৯১ তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বিরাজ চৌহ্বান মহম্মদ ঘোরিকে পরাজিত করেন।  
১৯৯২ তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজ চৌহ্বান মহম্মদ ঘোরির কাছে পরাজিত হন।
১২০৬ কুতুবদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেন।
১২২১ চেঙ্গিস খাঁ ভারতে আসেন।
১২৩১-৩২ দিল্লিতে কুতুব মিনার নির্মিত হয়।
১২৯০ জালালউদ্দিন ফিরোজ খলজি,খলজি বংশ প্রতিষ্ঠা করেন। মার্কপোলো ভারতে আসেন।
১৩২০ গিয়াসউদ্দিন তুঘলক,তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন।
১৩৩৩ ইবনবতুতা ভারতে আসেন।
১৩৩৬ হরিহর এবং বুক্ক বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
১৩৪৭ বাহমনি বংশের প্রতিষ্ঠা।
১৩৯৮ তৈমুর লং ভারত আক্রমন করেন।
১৪৫১ লোদী বংশ দিল্লির মসনদে বসেন।
১৪৬৯-১৫৮৩ গুরু নানকের জীবনকাল।
১৪৮৬-১৫৩৩ চৈতন্যদেবের জীবনকাল।
১৪৯৮ ভাস্কো-দা-গামা কালিকট বন্দরে আসেন।
১৫১০ পর্তুগীজদের গোয়া দখল।
১৫২৬ পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। বাবর ইব্রাহিম লোদীকে পরাস্ত করেনমোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
১৫২৭ খানুয়ারের যুদ্ধ সংঘটিত হয়।
১৫৩০ বাবরের মৃতুর পর হুমায়ুন সিংহাসন আরোহণ করেন।
১৫৪২ আকবর দিন-ই-হিলাহি প্রতিষ্ঠা করেন।
১৫৪৫ শেরশাহের জীবন আবসান ঘটে।
১৫৫৬ পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। আকবর হিমুকে পরাস্ত করেন।
১৫৬৫ তালিকোটার যুদ্ধ, বিজয়নগর সাম্রাজ্যের পরাজয়।
১৫৭১ আকবরের ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা।
১৫৭৬ হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়।আকবর মহা রানাপ্রতাপ সিংহকে পরাস্ত করেন।
১৫৯৭ রানা প্রতাপ সিংহের জীবন অবসান ঘটে।
১৬০০ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসেন।
১৬০৫ আকবরের জীবন অবসান ঘটে।
১৬০৬ শিখগুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করে।
১৬১১ মুসলিপত্তনম-এ ইংরেজদের কারখানা প্রতিষ্ঠা।
১৬২৭ শিবাজির জন্ম।
১৬৩১ মুমতাজমহল(শাহাজাহানের স্ত্রী)এর মৃত্যু ঘটে।
১৬৩৯ মাদ্রাজে ইংরেজরা দুর্গ স্থাপন করেন।
১৬৪৮ শাহাজান আগ্রা তাজমহলের কাজ শেষ করেন।
১৬৫৮ আরঙ্গজেব দিল্লির মসনদে বসেন।
১৬৫৯ বর্ণীয়ে ভারতে আসেন।
১৬৬৬ আগ্রা দুর্গতে বন্দী অবস্থায় শাহাজাহানের মৃত্যু ঘটে।
১৬৬৬ গুরু গোবিন্দ সিংহের জন্ম হয়।
১৬৯০ জব চার্নকস সুতানুটি গ্রামে বানিজ্যকুটি স্থাপন করেন।
১৬৯১ কলকাতা ফোট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হ’ল।
১৬৯৯ গুরু গোবিন্দ সিং “খালসা” প্রবর্তন করেন।
১৭০৭ আরঙ্গজেব-এর মৃত্যু ঘটে।
১৭৩১ ডুপ্লে ভারতে আসেন।
১৭৩৯ নাদির শাহ ভারত আক্রমন করেন।
১৭৫৬ সিরাজ-উদ-দৌল্লা বাংলার নবাব পদে অলংকৃত করেন।
১৭৫৭ পলাশীর যুদ্ধ, বাংলার নবাব সিরাজ-উদ-দৌল্লা ইংরেজদের কাছে পরাজয়।
১৭৬০ বন্দিবাসের যুদ্ধ।
১৭৬১ পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়
১৭৬৪ বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।
১৭৬৫ ইংরেজ কোম্পানি বাংলা,বিহার,উড়িষ্যা দেওয়ানী সনদ লাভ করেন।
১৭৬৭ সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয়।
১৭৭০ বাংলার মন্বন্তর(১১৭৬ বঙ্গাব্দ)সংঘটিত হয়।
১৭৭২ ওয়ারেন হেসটিংস বাংলার গভনর পদে নিযুক্ত হলেন।
১৭৭৩ রেগুলোটিং অ্যাক্ট প্রবর্তন করা হয়।
১৭৭৮৬ লড-কর্ণওয়াশিল গভনর জেনারেল পদে নিযুক্ত হয়।
১৭৯২ শ্রীরঙ্গ পত্তমের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৩ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়।
১৭৯৯ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, টিপু সুলতানের মৃতু।
১৮০২ বেসিনের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়।  
১৮০৬ লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮০৯ রঞ্চিত সিংহ ও ইংরেজদের মধ্যে অমৃতসরের স্বাক্ষরিত হয়।
১৮১৭ কলকাতা হিন্দু কলেজ(অধুনা প্রেসিডেন্সি কলেজ)স্থাপিত হয়।
১৮২০ কোল বিদ্রোহ সংঘটিত হয়।
১৮২০-৫০ ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়।
১৮২৮ লড-উইলিয়াম বেনটিংক গভনর হয়।
১৮২৯ সতীদাহ প্রথা রদ করা হয়।
১৮৩০-৩১ তিতুমিরের বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৩৫ নির্দেশ-এর মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার ব্যাবহার শুরু।
১৮৩৬ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম হয়।
১৮৩৮-৪৭ ফরাসী বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৫৩ মুম্বাই থেকে থানে পর্যন্ত রেললাইন স্থাপিত হয়।
১৮৫৫ সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৫৬ বিধবা বিবাহ আইন প্রণয়ন করা।
১৮৫৭ কল্কাতা,মাদ্রাজ,মুম্বাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়।
১৮৫৭-৫৮ ভারতের মুক্তি সংগ্রামের মহাবিদ্রোহ সংঘটিত হয়।
১৮৫৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শেষ হয়।
১৮৬১ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম।
১৮৬৯ মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম।
১৮৮৫ ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা।
১৮৮৬ লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়।  
১৯০৫ লর্ড কার্জন কতৃক বঙ্গভঙ্গের ঘোষণা।
১৯০৬ মুসলিম লীগ প্রতিষ্ঠা।
১৯০৯ মর্লে-মিন্টো সংস্কার।
১৯১১ বঙ্গভঙ্গ রদ,ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত করা হয়।
১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।
১৯১৯ রাওলাট আইন,জালিয়ানওয়ালাঘাগের হত্যাকাণ্ড,মনটেগু চেমসফোড সংস্কার।  
১৯২০ অসহযোগ আন্দোলন সংঘটিত হয়।
১৯২১ মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
১৯২২ চৌরিচৌরা ঘটনা।
১৯২৩ স্বরাজ দল গঠন।
১৯২৫ ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠন।
১৯২৭ সাইমন কমিশন নিয়োগ।
১৯২৮ সাইমন কমিশন ভারতে আসেন।
১৯২৯ লাহোর কংগ্রেসের আধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজ দাবি।
১৯৩০ ভারতের প্রথম স্বাধীনতা উৎযাপন,লবন সত্যাগ্রহ,প্রথম গোলটেবিল বৈঠক।
১৯৩১ গান্ধি-আরউইন চুক্তি,দ্বিতীয় গোলটেবিল বৈঠক।  
১৯৩২ তৃতীয় গোলটেবিল বইথক,পুনা চুক্তি  
১৯৩৫ গভমেনট অফ ইন্ডিয়া অ্যাক্ট।
১৯৩৭ প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা শুরু।
১৯৩৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু।
১৯৪২ রাসবিহারি বসু সিঙ্গাপুরে আজান্দ হিন্দ ফৌজ গঠন করেন।
১৯৪৩ নেতাজি সুভাষচন্দ্র বসু আজান্দ হিন্দ ফৌজ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন।   
১৯৪৫ সিমলা কনফারেন্স, ওয়াবেল প্ল্যান ব্যর্থ   
১৯৪৬ ক্যাবিনেট মিশন প্ল্যান, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম,অন্তর্বর্তীকালীন সকার গঠন।
১৯৪৭ মাউনটব্যাটেন প্ল্যন,ভারত ভাগ, জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রিত্ব।   
১৯৪৭ ভারতের স্বাধীনতা লাভ।
১৯৪৮ মহাত্মা গান্ধীর প্রয়াণ।(হত্যা করা হয়)
১৯৫০ ভারতের প্রজাতন্ত দিবস।
১৯৫১ প্রথম পঞ্চবার্ষিকী পরিকপ্লনার সুত্রপাত ঘটে।
১৯৫২ ভারতের প্রথম সাধারন নির্বাচন।
১৯৫৩ এডমণ্ড হিলারি ও পঞ্চশিল চুক্তি।  
১৯৫৪ ভারত ও চীনের মধ্যে পঞ্চশিল চুক্তি।
১৯৫৯ দলাই লামা বিতারিত,ভারতে আগমন।
১৯৬১ গোয়ার স্বাধীনতা।
১৯৬২ ভারতে চিন আক্রমন।
১৯৬৪ জওরলাল নেহেরুর প্রয়াণ,লালবাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হলেন।
১৯৬৫ ভারত পাক যুদ্ধ।
১৯৬৬ ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখণ্ড আলোচনার সুত্রপাত ঘটে।
১৯৬৭ ডঃ জাকির হোসেন রাষ্ট্রপতি হন।
১৯৬৮ হরগোবিন্দ খুনারা নোবেল পুরস্কার পান।
১৯৬৯ চোদ্দটি ব্যংকের জাতীয়করণ হয়।
১৯৭১ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু।
১৯৭২ সিমলা চুক্তি স্বাক্ষর।
১৯৭৪ পোখরানে পরমাণু বিস্ফোরণ।
১৯৭৫ ভারতীয় উপগ্রহ উৎক্ষেপণ জাতীয় জরুরী অবস্থা ঘোষণা।
১৯৭৭ ইন্দিরা গান্ধির নির্বাচনের পরাজয়।
১৯৭৯ মাদার ডেরিজা নোবেল প্রাইজ পান।
১৭৮০ ইন্দিরা গান্ধী পুনরায় কেন্দ্রের ক্ষমতায় এলেন,ভারত সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করল।
১৯৮২ নব এশিয়া গেমস, নয়া দিল্লি
১৯৮৩ ভারত প্রুডেনশিয়াল কাপ জয় করেন।
১৯৮৪ আততায়ী হাতে ইন্দিরা গান্ধির মৃত্যু, রাজীব গান্ধি প্রধান মন্ত্রী হন।
১৯৮৫ দলত্যাগ বিরোধী আইন পাস।
১৯৮৬ ভারতে প্রথম বেরির জন্ম।
১৯৮৮ ভারতে প্রথম রিমোট সেটিং স্যাটেলাইট উৎক্ষেপিত করা হয়।
১৯৮৯ “অগ্নি”উপগ্রহের সফল উৎক্ষেপণ করা ।
১৯৯১ শ্রিপেরামবুদুরে মানব বোমার আঘাতে রাজীব গান্ধীর মৃত্যু ঘটে।
১৯৯২ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সুত্রপাত ঘটে।
১৯৯২ বাবরি মসজিদ ধ্বংস  
১৯৯৩ পঞ্চায়েতি রাজ আইন কার্যকর।
১৯৯৩ লাতুরে ভয়ানক ভূমিকম্প হয়।
১৯৯৪ ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন।  
১৯৯৬ মাদার টেরিজা আমেরিকার সাম্ননিক নাগরিকত্ব পেলেন।
১৯৯৬ ভারত বাংলাদেশ গঙ্গাজল চুক্তি।
১৯৯৭ মাদার টেরিজার প্রয়াণ,অরুন্ধতী রায় বুকার পুরস্কার পান।
১৯৯৮ পোখরানে পাঁচটি পরমাণু বিস্ফোরণ।
১৯৯৮ অমর্ত্য সেন অরথনিতিতে নোবেল পুরষ্কার পান।
১৯৯৯ কারগিল যুদ্ধ সংঘটিত হয়।
২০০০ ছত্তিসগড় উত্তরাঞ্চল রাজ্য গঠন হয়।
২০০১ ভারতীয় বিমানবাহিনী অন্তর্ভুক্ত
২০০১ ক্যালকাটার নতুন নাম হল কলকাতা।
২০০২ BSNL-মোবাইল লঞ্চ করে ক্যাবিনেট প্রিন্ট মিডিয়াতে ২৬ শতাংশ FDI অনুমোদন করে।
২০০৩ নভশ্চর কল্পনা চাওলার মৃত্যু হয়,মঙ্গল পৃথিবীর কাছাকাছি চলে আসা,প্রথম আফ্রো-এশিয়ান গেমস হায়দ্রাবাদে হয়।
২০০৪ ‘অ্যাডমিরাল গোরশকভ’এর জন্য ভারত-এশিয়া চুক্তি,শান্তিনিকেতন থেকে মেডেলচুরি,ইউপিও সারকার কেন্দ্রের ক্ষমতায় আসে,চন্দন দস্যুবিরাপ্পনের মৃত্যু।দক্ষিণ-পূর্ব সুনামি।   
২০০৪ ভয়াভয় সুনামিতে লক্ষ লক্ষ মানুষ নিহত হল অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে।
২০০৮ ২৬ এ নভেম্বর মুম্বাই বন্দরে সন্ত্রাসবাদীরা হামলা চালায়।
২০১১ ভারত ক্রিকেট বিশ্বকাপ জয় কারে।
২০১৩ উত্তর ভারতে প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার মানুষ মারা যায়।
২০১৪ নাসার বকলমে আমেরিকা, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পর চতুর্থ দেশ হিসেবে মঙ্গলের কক্ষে নিজেদের মহাকাশযানকে স্থাপন করতে সক্ষম হল ভারত। তথা এরসা। কন দেশ একই ভাবে এই সাফল্য অর্জন করল।
২০১১৪ প্রথম মহিলা হিসেবে কাঞ্চনজঙ্গা জয়
২০১৪ ভারতের ১৯ তম রাজ্য তেলেঙ্গানা ও পশ্চিমবঙের ২০ তম জেলা আলিপুরদয়ার ঘটিত হয়।  
২০১৫ নেপালে ভয়াভয় ভূমিকম্প ফলে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে
২০১৬ মাদার টেরিজাকে সেন্ট মর্যাদা অর্পণ করা হবে।জালান ভ্যাতিকেন সিটি।
২০১৬ উত্তর কলকাতা পোস্তা এলাকায় নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙ্গে পড়ে প্রান হারালেন কমপক্ষে ২৪ জন মানুষ
২০১৬ ২০ আগস্ট রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের উত্তরসূরি হিসেব প্যাটেলের নাম ঘোষণা করল কেন্দ্রের।
২০১৬ ৮ নভেম্বর ভারতে প্রধানমন্ত্রী ঘোষণা অনুসারে বাতিল হল পুরানো ৫০০,১০০০ টাকার নোট এবং প্রচলন হয় ৫০০,২০০০ টাকার নোট।
২০১৭ ১০৪ টি স্যাটেলাইট মহাশূন্যে পাঠানো।
২০১৭ পশ্চিমবঙ্গের ২১ তম ২২তম ২৩তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করলো কালিম্পং ও পশ্চিম বর্ধমান
২০১৭ রাষ্ট্রপুঞ্জের জনপরিসেবা দিবস হিসেবে এক বিশেষ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের “কনাশ্রি প্রকল্প প্রথম পুরস্কার পেল।
২০১৭ ২  জুলাই সংসেদের এতিহাসিক সেন্টার  মধ্যে চালু হল কর ব্যবস্থা (জি.এস.টি)  
২০১৮ ৪ মার্চ ভারত তথা আমাদের দেশের সাংবিধানিক আমলে ব্যক্তিদের গাড়ির নম্বর প্লেটেও এবার রেজিস্টেশন নম্বর লেখা বাধ্যতামূলক হতে চলেছে

cloudquiz

0 0 votes
Article Rating
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
majedur rahaman
majedur rahaman
3 years ago

সবেই ভালো, তবে Quiz r page বাড়ালে ভালো হয়।