ইতিহাস জিকে (History GK) part-2
Published Date : 19-12-27
303 Views
  • কোন মুঘল সম্রাট “গাজী” উপাধি ধারণ করেছিলেন – জাহাঙ্গীর
  • কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলুপ্ত ঘটেছিল – ১৮৫৩ সালে
  • কোন ঐতিহাসিক ভারতবর্ষকে “নৃতত্ত্বের জাদুঘর” বলেছিলেন – ভিনসেন্ট স্মিথ
  • তুঘলকের বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন – গিয়াসুদ্দিন তুঘলক
  • ইংরেজ কত সালে দেওয়ানি লাভ করেছিল – ১৭৬৫ সালে
  • নাদিম শাহ কবে ভারত আক্রমণ করেন – ১৭৩৯ সালে
  • “সব মুনিশে প্রজা মন” এটি কার উক্তি -অশোক
  • বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল – ১৮৫৬ সালে
  • দানসাগর ও উদ্ভুদসাগর কে রচনা করেছিলেন – বল্লাল সেন
  • মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি – জুনা খাঁ
  • ভারতের অভিযানের সময় সুলতান মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন – আনন্দ পাল
  • দিল্লির সুলতানি শাসন কবে থাকে শুরু হয়েছিল – ১২০৬সালে
  • দ্বৈতশাসন ব্যবস্থার প্রবক্তা কে ছিলেন – লর্ড ক্লাইভ
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন – তেজো
  • গদর শব্দের অর্থ কি – বিল্পব
  • গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন – লালা হরদয়াল
  • হোমরুল কথার অর্থ কি – স্বায়তশাসন
  • হোমরুল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন – অ্যানি বেসান্ত
  • আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়েছিল – ১৯৪২ সালে
  • আজাদ হিন্দ সরকার কত সালে গঠিত হয়েছিল – ১৯৪৩ সালে
  • মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কত সালে ১৯৩০ সালে
  • জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে ঘটে – ১৯১৯ সালে
  • সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন – ১৯৪১ সালে
  • ভারতে নৌ বিদ্রোহ কবে শুরু হয়েছিল – ১৯৪৬ সালে
  • ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ কে ছিলেন – লর্ড ডালহৌসী
  • ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয়েছিল – ১৮৯৬ সালে
  • ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত কাকে বলা হয় – সৈয়দ আহম্মদ খান
  • কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় – সিপাহী বিদ্রোহ
  • কোন কংগ্রেস অধিবেশনের পর জিন্না কংগ্রেস ত্যাগ করেছিল – নাগপুর অধিবেশ
  • মিরাত-উল-আকবরের সঙ্গে কার নাম জড়িত রয়েছে – রাজা রামমোহন রায়
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ১৭১৭ সালে ফরমান কে প্রদান করেছিলেন – ফারুক শিয়ার
  • ১৮২৪ সালে কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন – মহাত্মা গান্ধী
  • ব্রিটিশ ভারতের কোন অঞ্চলে প্রথম মিশনারী স্কুল স্থাপিত হয়েছিল – মাদ্রাজ
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় কে ভারত শাসক ছিলেন – আকবর
  • মহাবিদ্রোহের সময় গভর্ণর জেনারেল কে ছিলেন – লর্ড ক্যানিং
  • বৈদিক যুগে প্রথম কোন ধাতুর প্রচলিত হয়েছিল – তামা
  • কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল – অস্ট্রিক
  • কোন রাজা প্রাচীন বাংলার জনপদকে গৌড় নাম পরিচিত – শশাঙ্ক
  • প্রাচীন বাংলার ইতিহাসে শেষ হিন্দু রাজা কে ছিলেন – লক্ষণ সেন

Quiz

2 1 vote
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments