Published Date : 21-03-15
120 Views
ইউরোপের ইতিহাস
বিষয় | বিবরণ |
ইউরোপে রেনেসাঁ শুরু হয় | ১৪ শতাব্দীতে । |
মধ্য ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতন্ত্র হল | চেক প্রজাতন্ত্র । |
চেচনিয়ান নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট-এর নাম হল | জওহার দুদায়েভ |
চেচনিয়ার দুর্ধর্ষ গেরিলা নেতার নাম হল | শামিল বাসায়েভ । |
দুই জার্মান একত্রিত হয়েছে | ০৩ অক্টোবর, ১৯৯০। |
আইনষ্টাইন জার্মানী ত্যাগ করেন | ২২ আগষ্ট, ১৯২২ । |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে | ০১ সেপ্টেম্বর, ১৯৩৯ । |
নুরেনবার্গে জার্মানীর বিচার শুরু হয় | ২০ নভেম্বর, ১৯৪৫ । |
আধুনিক তুরস্কের জনক হলেন | কামাল আতাতুর্ক । |
প্রাচীন সভ্যতার কেন্দ্র হল | আনাতোলিয়া । |
ইস্তাম্বুলের পূর্ব নাম হল | বাইজেনটিয়াম ও কনস্টানটিনোপোল । |
কামাল আতাতুর্ক তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন |
০১ নভেম্বর, ১৯২২ । |
বসনিয়ার যুদ্ধ বিরতি স্বাক্ষরে মধ্যস্থতাকারী হলেন |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার । |
বলকানের কসাই নামে পরিচিত ছিলেন | যুগোশ্লাভ একনায়ক স্লোবোদান মিলোসেভিচ । |
আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ানো প্রথম প্রেসিডেন্ট ছিলেন | স্লোবোদান মিলোসেভিচ । |
যুগোস্লাভ পুলিশ মিলোসেভিচকে কারাগারে প্রেরণ করে | ০১ এপ্রিল, ২০০১ । |
বিশ্ব মানচিত্র থেকে যুগোশ্লাভিয়ার নাম বিলুপ্ত হয় | ০৪ ফেব্রুয়ারী, ২০০৩ । |
বিলুপ্ত যুগোশ্লাভিয়ার নতুন নাম হল | সার্বিয়া ও মন্টিনিগ্রো । |
বুলগেরিয়া প্রতিষ্ঠা হয় | ৬৮১ সালে । |
বুলগেরিয়ার ইতিহাসে প্রথমবারের মত অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় | ১৯৯০ সালে । |
১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম হল | দ্বিতীয় ভার্সাই চুক্তি । |
হিটলার জার্মানীর চ্যান্সেলর হন | ১৯৩৩ সালে । |
আধুনিক জার্মানীর প্রতিষ্ঠাতা হলেন | বিসমার্ক । |
মার্শাল টিটো ছিলেন | যুগোশ্লোভিয়ার প্রেসিডেন্ট । |
জার্মান সাম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি ছিল | কাইজার । |
সমাজতন্ত্র মতবাদের জনক কার্ল মার্কস ছিলেন | জার্মান দেশের অধিবাসী । |
দুই জার্মানীকে বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর তৈরী হয় | ১৯৬১ সালে । |
বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু অবস্থিত | বেলজিয়ামে । |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল | নূরেমবার্গে । |
নাৎসি দলের প্রতিষ্ঠাতা হলেন | হিটলার । |
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল | গোষ্টপো । |
আনুষ্ঠানিকভাবে দুই জার্মানী একত্রিত হয়েছিল | ৩ অক্টোবর, ১৯৯০ । |
ব্রান্ডেনবার্গ ফটক অবস্থিত | বার্লিনে । |
রুমানিয়ার সিংহাসনচ্যুত রাজা মাইকেল নির্বাসিত হন | সুইজারল্যান্ড । |
বাইজেনটিয়াম নামে পরিচিত | তুরস্ক । |
হাঙ্গেরীতে স্ট্যালিন বিরোধী বিপ্লব ঘটে | ১৯৫৬ সালে । |
পান্না দ্বীপ বলা হয় | আয়ারল্যান্ড-কে । |
দক্ষিণ আয়ারল্যান্ড | ২৬টি কাউন্টি নিয়ে গঠিত । |
উত্তর আয়ারল্যান্ড | ৬টি কাউন্টি নিয়ে গঠিত । |
‘ব্রেড বাস্কেট অব দ্যাসোভিয়েট ইউনিয়ন বলা হয় | ইউক্রেন । |
সাবেক সোভিয়েতের সবচেয়ে জনবহুল প্রজাতন্ত্র ছিল | ইউক্রেন । |
আধুনিক ইতালীর জন্ম হয় | সাভোয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের সময় । |
মুসোলিনি ইতালির স্বৈরশাসক নিযুক্ত হন | ৩০ অক্টোবর, ১৯২২ । |
বেনিতো মুসোলিনিকে হত্যা করা হয় | ২৮ এপ্রিল, ১৯৪৫ । |