Published Date : 21-03-15
129 Views
ইউরোপের ইতিহাস
বিষয় | বিবরণ |
ইতালির বানিজ্যিক রাজধানী অবস্থিত | মিলান -এ । |
সাতবার ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন | গিউলিও আন্দ্রেওত্তি । |
সক্রেটিসকে মৃত্যুদন্ড দেওয়া হয় | ৩৯৯ খ্রিষ্ট পূর্বাব্দে । |
নভেম্বর-১৭ হল | গ্রিসের একটি চরমপন্থী দল । |
জর্জিয়ার সুপ্রিম সোভিয়েত হল | জর্জিয়ার আইনসভা । |
ডেনমার্কের নির্বাহী প্রধান হলেন | রানী । |
স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মধ্যে ক্ষূদ্রতম দেশ হল | ডেনমার্ক । |
ডেনমার্ক গঠিত | ৪৮০টি ক্ষুদ্রদ্বীপ নিয়ে । |
পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড ও ফেরো অবস্থিত | ডেনমার্ক । |
ডেনমার্কের বর্তমান রানী হলেন | রানী ২য় মার্গারেট । |
নরওয়ের নির্বাহী প্রধান হলেন | রাজা । |
পশ্চিম ইউরোপের বৃহত্তম দেশ হল | ফ্রান্স । |
নেপোলিয়ানকে নির্বাসন দেয়া হয় | সেন্ট হেলেনা দ্বীপে । |
ফরাসি বিপ্লবের সময়কাল হল | ১৭৮৯-১৭৯৩ খ্রিষ্টাব্দ । |
ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় | ১৭৮৯ সালে । |
‘ওয়াটার লু’ যুদ্ধে পরাজিত হয় | নেপোলিয়ান বোনাপার্ট । |
‘ওয়াটার লু’ যুদ্ধে জয়ী সেনাপতির নাম হল | ডিউক অব ওয়েলিংটন । |
নেপোলিয়ান মৃত্যুবরণ করেন | ১৮২১ সালে । |
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন | ষোড়শ লুই । |
ফরাসি বিপ্লবের শিশু বলা হয় | নেপোলিয়ানকে । |
ভার্সাই নগরীটি অবস্থিত | ফ্রান্সে । |
লেখনী দিয়ে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণাদানকারী দার্শনিক হলেন | রুশো ও ভলটেয়ার । |
জোয়ান অব আর্কের নেতৃত্বে ফরাসি বাহিনী অরলিয়ন্স দখল করে | ১৪৩১ সালে । |
জোয়ান অব আর্ককে ডাইনি বলে পুড়িয়ে মারা হয় | ১৪৩১ সালে। |
ফ্রান্স সর্বশেষ পারমানবিক বিস্ফোরণ ঘটায় | ৬ সেপ্টেম্বর, ১৯৯৫ । |
‘সাদা রাশিয়া’ বলা হয় | বেলারুশ দেশকে । |
স্বাধীনতা প্রাপ্তির পূর্বে পর্যন্ত বেলারুশ পরিচিত ছিল যে নামে | বাইলোরাশিয়া । |
‘দি হলি সী’ হল | ভ্যাটিকান সিটি । |
ভ্যাটিকান সিটির আয়তন হল | ০.৪৪ বর্গ কি.মি. । |
ভ্যাটিকান সিটি-র চারদিকে যে দেশ অবস্থিত | ইতালি । |
ভ্যাটিকান সিটি শাসন করেন | পোপ নিযুক্ত একটি কমিশন । |
মেনোকার রাষ্ট্রীয় প্রধান হলেন | যুবরাজ । |
ইংল্যান্ড জয় করেন | নম্যান্ডির ডিউক প্রথম উইলিয়াম । |
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল | ১৩৩৮ সালে । |
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ পরিসমাপ্তি হয়েছিল | ১৪৫৩ সালে । |
প্রথম রাণী এলিজাবেথ ইংল্যান্ডের রাণী হয়েছিলেন | ১৫৫৮ সালে । |
ইংল্যান্ডের প্রথম চালর্স নিহত হন | ১৬৪৯ সালে । |
ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন | রবার্ট ওয়ালপোল । |
ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়েছিল | ১৬০০ সালে । |
প্রিন্সেস ডায়না মারা যান | ৩১ আগষ্ট, ১৯৯৭ তারিখে । |
রাজ পরিবাব থেকে প্রাপ্ত ডায়নার খেতাব ছিল | হার রয়্যাল হাইনেস্ । |
বিশ্বের প্রথম সংসদীয় শাসনব্যবস্থা প্রচলিত হয় | ব্রিটেনে । |
ইংল্যান্ডের সবচেয়ে পুরানো ও ধনী উপনিবেশ ছিল | বারমুডা । |
ব্রিটেনের জাতীয় পতাকার নাম হল | ইউনিয়ন জ্যাক । |
ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় | ১২১৫ সালে । |