Published Date : 21-03-16
126 Views
ইউরোপের ইতিহাস
বিষয় | বিবরণ |
যে ব্রিটিশ রাজকুমারী স্মলপক্স বা গুটিবসন্তে মারা যান তিনি হলেন | রাজকুমারী মেরি । |
আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ হলো | রাশিয়া । |
জোসেফ স্ট্যালিনের মৃত্যু হয় | ৫ মার্চ, ১৯৫৩ । |
স্ট্যালিনের মরদেহ সমাধি থেকে সরিয়ে নেওয়া হয় | ৩০ অক্টোবর, ১৯৬১ । |
বার্ট্যান্ড রাসেলকে পরমানু পরীক্ষা বিরোধীতার জন্য রাশিয়া সরকার গ্রেফতার করে | ১২ সেপ্টেম্বর, ১৯৬১ । |
ভারত ও রাশিয়ার মধ্যে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয় | ১১ জুন, ১৯৭৬ । |
চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে আণবিক দূূর্ঘটনা ঘটে | ২৯ এপ্রিল, ১৯৮৬ । |
সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘটে | ২১ ডিসেম্বর, ১৯৯১ । |
দ্বিতীয় ক্যাথেলিন রাশিয়ার জারিনা হয়েছিলেন | ১৭৮৭ সালে । |
বাল্টিক অঞ্চলে রাশিয়ার শেষ সামরিক ঘাটি হলো | লাটভিয়ার স্ক্রুন্ডা রাডার বেজ । |
রুশ জাপান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় | ২৩ জুন ১৯১৬ । |
লেনিন ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন | ১৭ এপ্রিল, ১৯১৭ । |
লেনিন মৃত্যুবরণ করেন | ২২ জানুয়ারী ১৯২৪ । |
পেত্রোগ্রাদের নাম লেনিন গ্রাদ করা হয় | ২৬ জানুয়ারী ১৯২৪ । |
রুশ শাসন থেকে বেরিয়ে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে | ১৪ জুলাই, ১৯১৭ । |
লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতা দখল করেন | ৭ নভেম্বর, ১৯১৭ । |
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম হলো | কেজিবি । |
২০০৪ সালে রাশিয়ার বেসলান শহরের জিম্মি ঘটনায় মারা যায় | ৩৯৪ জন । |
রাশিয়ার এ জিম্মি সংকটের মূল পরিকল্পনাকারীর নাম হল | শামিল বাসায়েভ । |
ইউরোপের অন্যতম ক্ষুদ্ররাষ্ট্র হল | লিচটেনস্টাইন । |
ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র হল | সানমেরিনো । |
সুইডেনের রাষ্ট্র প্রধান হল | রাজা । |
পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র হল | সুইডেন । |
প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন | হেনরী আসকুইথ । |
রাণী প্রথম এলিজাবেথ হলেন | টিউডর বংশোদ্ভুত । |
প্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা ছিলেন | ৬ষ্ঠ হেনরী । |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন | উইন্সটন চার্চিল । |
ফরাসি বিপ্লবের সূচনা হয় | বাস্তিল দূর্গ আক্রমনের সময় । |
ম্যাগনাকার্টা হলো | ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল । |
সিগমন্ড ফ্রয়েড যে দেশের অধিবাসী | অষ্ট্রিয়ার । |
১৯১৭ বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার রাজা ছিলেন | জার দ্বিতীয় নিকোলাস । |
রাশিয়ার সর্বশেষ রাজা জার দ্বিতীয় নিকোলাস-এর রাজবংশের নাম হল | রোমানভ । |
‘আল পিঙ্গি’ বলে | আইসল্যান্ডের পার্লামেন্টকে । |
মলোটভ রিবন থ্রোপ নামক চুক্তিটি স্বাক্ষর করেছিল | স্ট্যালিন ও মুসোলিনি । |
গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা যে দেশের | ডেনমার্ক । |
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম হল | এলিসি প্রাসাদ । |
সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়ীত্বকাল ছিল | খ্রিষ্টপূর্ব ৫ম শতকে । |
সমূদ্র পৃষ্ঠ থেকে ১১মিটার উচুঁতে অবস্থিত যে দেশ | নেদারল্যান্ড । |
স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে | ১০ম শতকে । |
সুইজারল্যান্ডের জেনেভায় আর্ন্তজাতিক রেডক্রস স্থাপিত হয় | ১৮৬৩ সালে । |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় | রাশিয়াকে । |
অখন্ড ইউরোপের প্রবক্তা হলেন | মিখাইল গর্ভাচেভ । |