Published Date : 19-11-27
353 Views
- অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদান হিসেবে রেলপথের গুরত্ব অপরিসীম।
- ইংল্যান্ডের রেলপথের প্রবর্তনের প্রথম যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মতো দরিদ্র দেশে রেলপথের ব্যবস্থা করা কিংবা ভারতবর্ষে রেলপথের প্রবর্তন করা এই দুই বিষয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিক থেকে তারা কোনো ইচ্ছা প্রকাশ করেননি।
- তাই ভারতীয় বিভিন্ন বুদ্ধিজীবীদের মতে ভারতীয় জলবায়ু, ভুখন্ড, তার সঙ্গে ভারতীয় ধর্মীয় আচার ব্যবহার প্রভৃতি বিষয়গুলির বিচার বিবেচনা করে ভারতীয়রা যাতায়াতের জন্য জলপথের ব্যবস্থা করেছিলেন।
- কিন্তু তা সত্বেও ইংরেজদের মাধ্য মে ভারতবর্ষে ১৮৩২ সালে রেলপথের স্থাপনের প্রস্তাব উঠেছিল।
- শেষ পর্যন্ত লর্ড ডালহৌসি এর শাসনকালে ভারতবর্ষে প্রথম রেলপথ নির্মিত হয়েছিল।
- তাই লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়।
- লর্ড ডালহৌসি তার শাসনকালে ১৮৫৩ সালে ১৬ জুলাই ” গ্রেড ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ” প্রথম একুশ মাইল পথ রেলপথের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।
- ১৮৫৪ সাল এবং ১৮৫৫ সালে জুলাই মাসে হাওড়া থেকে পাণ্ডুয়া এবং হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত রেলপথের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল।
- লর্ড ডালহৌসি এর রাজত্বকালে ভারতবর্ষে প্রায় ২০০মাইল রেলপথ নির্মিত হয়।
- ১৮৭০ সালে বোম্বাই ও কলকাতা এবং ১৮৭১ সালে বোম্বাই ও মাদ্রাজের মধ্যে রেলপথের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়।
- ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক।
- মোট ট্রাকের দৈর্ঘ্য প্রায় ১২১৫০০ কিমি এবং রুটের দৈর্ঘ্য প্রায় ৬৮০০০ কিমি।
- হেড কোয়ার্টার – নিউ দিল্লী।
- বর্তমান রেলমন্ত্রী – পিযুষ গোয়েল।
- ভারতীয় রেল নিয়ন্ত্রিত হয় ৭ সদস্য বিশিষ্ট একটি রেল বোর্ড দ্বারা।
- রেল বোর্ডের বর্তমান চেয়ারম্যান – অশ্বিনী লোহানি।
- জোন সংখ্যা -১৭ টি। প্রতিটি জোনের প্রধানকে বলা হয় জেনারেল ম্যানেজার।
- ১৭ টি জোনকে আবার ৬৮ টি অপারেশনাল জোনে ভাগ করা হয়েছে।
- ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়, ৩রা ফেব্রুয়ারী, ১৯২৫ সালে ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত।
- প্রথম কম্পিউটারাইজড টিকিট এবং রিজার্ভেশন চালু হয় ১৯৮৬ সালে দিল্লীতে।
- ভারতের দ্রুততম ট্রেন গতিমান এক্সপ্রেস চালু হয়- ২০১৬ সালে।
- ভারতের সবচেয়ে পুরানো রেলস্টেশন কোনটি – বম্বে।
- ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলস্টেশন কোনটি – গোরক্ষপুর -১৩৬৬ মিটার।
- ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেলস্টেশন কোনটি – খরগপুর -১০৭২ মিটার।
- ভারতে সবচেয়ে ছোট নামের রেলস্টেশন কোনটি – IB।
- ভারতে দীর্ঘতম রেল ব্রীজ কোথায় – নেহেরু সেতু, বিহারে শোন নদীর উপর।
- ভারতের কোন দূরপাল্লার ট্রেন সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে – ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস।
- রেলের সহায়তা নম্বর কত – ১৮২
- ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি – গতিমান এক্সপ্রেস।
- চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত – চিত্তরঞ্জন।
- ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি – চেন্নাই।
- রেল কোচ ফ্যাক্টরি – কাপুরথালা।
- রেল চাকা ফ্যাক্টরি – ইলাহাংকা।
- ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস – বারানসী ।
- ডাবল ডেকার রেল কোচ ফ্যাক্টরি – কাপুরথালা।
- রেল ব্যবস্থাপনায় ভারতীয় রেল বিশ্বের মধ্যে কততম – চতুর্থ।
- ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় – ১৬ ই এপ্রিল, ১৮৫৩ সালে।